LPG Gas Price – অর্ধেক দামে পাবেন রান্নার গ্যাস। গ্যাসের দাম আবার কমলো। কত টাকা জেনে নিন।
গরীব ও মধ্যবিত্তদের হেঁশেলে স্বস্তি। বিগত কয়েক বছরে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price) যে পরিমানে বেড়েছিল তাতে মধ্যবিত্তদের হাস ফাঁস অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। তবে এখন একটু একটু করে অনেকটাই কমেছে রান্নার গ্যাসের দাম। 14.2 কেজি, 14 কেজি ও 5 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমার ফলে স্বস্তির নিশ্বাস ফেলছে মানুষ।
Domestic & Commercial LPG Gas Price Decrease.
গ্যাস সিলিন্ডারের দাম কোথায় কত চলছে সে বিষয়ে জেনে নিন। নির্বাচনের আগেই দেশের মানুষদের স্বস্তি। রান্নার গ্যাসের দাম অনেকটাই কমে গেল। রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) প্রায় অনেকটাই কমিয়েছে কেন্দ্র (Central Government). খনিজ তেল উত্তোলনকারী কোম্পানি গুলো গ্যাসের দাম কমালেও অঞ্চল ভেদে গ্যাস সিলিন্ডারের দামে (LPG Cylinder Price) কিছুটা পার্থক্য হয়ে থাকে। আপনার শহরে গ্যাসের দাম (Gas Price) কত তা জেনে নিন।
সম্প্রতি 19 কেজি বানিজ্যিক রান্নার সিলিন্ডারের দাম কমেছে 32 টাকা। 5 কেজি Free Trade LPG Cylinder এর দাম কমেছে 7 টাকা 50 পয়সা। এই 5 কেজির সিলিন্ডার 301 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া 14.2 কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম কমে বর্তমানে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম (Domestic LPG Gas Price) হয়েছে 829 টাকা। আগে এই গার্হস্থ্য রান্নার সিলিন্ডারের দাম (Domestic LPG Gas Cylinder) ছিল 1151.50 টাকা।
বর্তমানে কলকাতায় 322 টাকা কমে সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে 829 টাকা। চেন্নাইতে 14.2 কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price) 818 টাকা 50 পয়সা। আর মুম্বাইতে দাম 802 টাকা 50 পয়সা। উল্লেখ্য, উক্ত দাম দিয়ে রান্নার গ্যাস কেনায় সাধারন গ্যাসের ক্ষেত্রে 79.50 টাকা ভর্তুকি (LPG Gas Subsidy) পাওয়া গেলেও উজ্বালা যোজনার আওতায় বছরে সর্বোচ্চ 12টি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) পর্যন্ত প্রত্যেকবার 379.50 টাকা করে ভর্তুকি মেলে।
সেপ্টেম্বর 2023 এর আগে এই ভর্তুকির পরিমান ছিল 279.50 টাকা অর্থাৎ সেই হিসেবে 1151-279 =872 টাকা ছিল গ্যাস সিলিন্ডারের নেট মূল্য। আর এবার রান্নার গ্যাসের দাম কমায় 14.2 কেজি সিলিন্ডার এর নেট দাম হচ্ছে 423 টাকা। আর এই বেশি ভর্তুকি যুক্ত সিলিন্ডার শুধুমাত্র উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) গ্রাহকদের জন্য। এছাড়াও রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) প্রায় কমে অর্ধেকের কাছাকাছি পৌঁছিয়েছে।
ভোটের মুখে মা বোনদের বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দিচ্ছে। উজ্জ্বলা যোজনার গ্যাস কিভাবে পাবেন?
আর এই LPG Gas Price বা রান্নার গ্যাসের দাম সদা পরিবর্তনশীল এবং প্রত্যেক মাসের শুরুতেই এই দাম সম্পর্কে দেশের সকল রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি গুলির তরফ থেকে জানানো হয়। আর এই কারণের জন্য কিছুদিন আগে বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG Gas Price) কমলেও, বাড়িতে ব্যবহারকারি গ্যাসের দামে তেমন কোন পরিবর্তন করা হয়নি।
Written by Ananya Chakraborty.
ভুলে যান Fixed Deposit. এবার থেকে সেভিংস একাউন্টেই পাবেন 8.05% সুদ।