LPG Gas Cylinder – রান্নার গ্যাস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার। মধ্যবিত্তরা মাসের শুরুতেই জেনে নিন।
রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সবার। প্রত্যেক মাসেই শুরুর দিকে LPG সিলিন্ডার নিয়ে নিত্য নতুন কোনো না কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। এই মাসেও তার অন্যথা হয়নি। আর এই সম্পর্কে খোঁজ খবর রাখা সাধারন মানুষদের রাখা দরকার। চলুন নতুন আপডেট সম্পর্কে জেনে নিন (Liquefied Petroleum Gas).
LPG Gas Cylinder Latest Update From Government.
এই মাসে নতুন যে নতুন আপডেট দেওয়া হয়েছে LPG Gas Cylinder নিয়ে তা হল যদি কোনো গ্রাহক এক মাসে 2 টি সিলিন্ডার নিয়ে থাকে তাহলে সে এই মাসে তৃতীয় সিলিন্ডারের জন্যে আবেদন জানাতে পারবেন না। তবে এক মাসে দুটির বেশি সিলিন্ডার খুব একটা প্রয়োজন কারো হয় না। কিন্তু বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তখন অতিরিক্ত সিলিন্ডার এর প্রয়োজন হয়।
এই রকম ক্ষেত্রে খুব দরকার হলে অনেকে প্রতিবেশীর কাছে থেকে সাহায্য নিয়ে থাকে। আবার অনেকে ঝুঁকি নিয়ে বাজার থেকে বেআইনি ভাবে LPG Gas Cylinder কেনে। কিন্তু এটাতো কোনো কাজের কথা নয় কিম্বা কোনো সমাধান নয়। এই নতুন নিয়ম চালু হাওয়ার ফলে ভোগান্তিতে পড়তে হবে মানুষদের। এই নতুন নিয়মের ফলে কোনো দরকার হলেও তৃতীয় সিলিন্ডারের (LPG Gas Cylinder) জন্যে আবেদন জানাতে পারবেন না কেউ।
সরকারের LPG Gas Cylinder নিয়ে এই নতুন সিদ্ধান্তের ফলে তাদের মধ্যে বেশ চাপা অসন্তোষ দেখা দিয়েছে। মার্চ মাসেই অনেকের কাছে তৃতীয় সিলিন্ডার বুক না করার SMS অনেকের কাছেই পাঠিয়ে দেওয়া হয়েছে। যা দেখে চিন্তার ভাঁজ সাধারন মানুষের কপালে। তেল কোম্পানি গুলো অনেক দিন আগেই সিলিন্ডারের (LPG Cylinder) নির্দিষ্ট কোটা বেঁধে দিয়েছে।
তারা বলেছিল গ্রাহকরা 12 মাসে 12টি ভর্তুকিহীন সিলিন্ডার (LPG Gas Cylinder Subsidy) কিনতে পারবেন। তবে 12টি বেশি যদি সিলিন্ডারের প্রয়োজন হয় তাহলে অতিরিক্ত 3টি সিলিন্ডার দিতে পারে কেন্দ্র এর বেশি নয়। তবে এই 3 টি সিলিন্ডারের জন্যে গ্রাহকরা কোনো ভর্তুকি পাবেন না। তেল কোম্পানির নিয়ম অনুযায়ী সারা বছর মোট 15টি সিলিন্ডার পাওয়া যায়।
জানা যাচ্ছে তেল কোম্পানি গুলো সিদ্ধান্ত নিয়েছে সারা বছর 213টি লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (LPG Gas Cylinder) পাওয়া যাবে। অন্যদিকে এই বিষয়ে ইন্ডিয়ান অয়েলের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার কুমার গৌরব জানিয়েছেন, ঘরোয়া রান্নার গ্যাসের (LPG Gas) বানিজ্যিক ব্যবহার রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু যাদের বড় পরিবার তাদের গ্যাস খরচ বেশি হয়।
তাপপ্রবাহের তীব্র সতর্কতা জারি রাজ্যে। শনিবার পর্যন্ত সাবধানে থাকুন! বৃষ্টি কবে হবে?
এক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যদি কারও ঘরোয়া কাজেই বেশি LPG Gas Cylinder খরচ হয় তাহলে অন্য কানেকশন নিতে হবে। আর এরফলে বেশিরভাগ মানুষদের কোন ধরণের কোন সমস্যা হবে না। তাহলে এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.