চাকরির প্রস্তুতি

Indian Coast Guard Recruitment 2023 – মাধ্যমিক পাশেই ইন্ডিয়ান কোস্ট গার্ডে কর্মী নিয়োগ, বেতন কত?

চাকরিপ্রার্থীদের বেকার থাকার দিন শেষ। হাতে রয়েছে বড়োসড়ো সুযোগ। মাধ্যমিক পাশ হলেই মিলবে এই চাকরি। সম্প্রতি Indian Coast Guard Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।আবেদনকারীদের অবশ্যই দেশের নাগরিক হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই করতে পারবেন আবেদন। নারী পুরুষ নির্বিশেষে জানাতে পারবেন আবেদন। নিয়োগ পদের নাম, আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কী থাকতে হবে, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে।

Indian Coast Guard Recruitment আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন।

নিয়োগ পদের নাম-
ড্রাইভার,
ফিটার,
ক্লিনার,
মালি,
পিয়ন,
ঝাড়ুদার (Sweeper).

Indian Coast Guard Recruitment এ মোট শূন্যপদের সংখ্যা-
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে মোট শূন্যপদের সংখ্যা ১০ টি। কোন পদে কত শূন্যপদ তা দেখে নিন।
ড্রাইভার (Driver)- ১ টি।
ফিটার (Fitter)- ২ টি।
ক্লিনার (Cleaner)- ২ টি।
মালি- ১ টি।
পিয়ন- ২ টি।
ঝাড়ুদার (Sweeper)- ২ টি।

শিক্ষাগত যোগ্যতা-
আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ন হতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

ITBP তে মাধ্যমিক পাশে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, হাতে মাত্র 2 দিন, সম্পূর্ণ তথ্য দেখে আজই করুন আবেদন।

Indian Coast Guard Recruitment এ বয়সসীমা-
আবেদনের ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা পাবেন বয়সে ছাড়।
বেতন-
নিযুক্ত কর্মীদের মাসিক বেতন সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হবে।

আবেদন পদ্ধতি-
কেবলমাত্র অফলাইনের মাধ্যমে জানানো জশ্বে আবেদন। এরজন্য অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে। নিচে ওয়েবসাইট লিংক দেওয়া হয়েছে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র। এরপর একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।

Indian Coast Guard Recruitment এ আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র-
১) আধার কার্ড বা ভোটার কার্ড,
২) মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট,
৩) অন্যান্য শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট,
৪) ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো,

সরকারি কর্মীদের জন্য দারুন খবর, 5 দিন বাদেই বাড়বে বেতন! কত বাড়বে?

আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
The Director General, {For PD (Rectt)}
Coast Guard Headquarters,
Directorate of Recruitment, C-1,
Phase II, Industrial Area, Sector-62, Noida,
U.P.- 201309

নির্বাচন পদ্ধতি-
প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় পাশের পর যারা উত্তীর্ণ হবেন, তাদের ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এরপর কর্মী হিসেবে নিযুক্ত করা হবে।
অফিশিয়াল ওয়েবসাইট-
https://indiancoastguard.gov.in/

কাজ পাচ্ছেন না, সংসারের চাপ আছে? বাড়ি বসে এই কাজ করে চাকরির সমান আয় করুন।

Indian Coast Guard Recruitment এ আবেদনের শেষ তারিখ-
১৪ আগস্ট, ২০২৩.
চাকরি সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *