চাকরির প্রস্তুতি

Indian Navy Recruitment: ভারতীয় নৌবাহিনীতে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ। অনলাইন নিয়োগ পদ্ধতি জেনে নিন

Join Indian Navy

২০২৫ সালের জন্য ভারতীয় নৌবাহিনীতে (Indian Navy Recruitment 2025) চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের যুব সমাজের জন্য এটি একটি বড় সুযোগ। মূলত ১০+২ পাশ করা পুরুষ প্রার্থীদের জন্যই এই নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। আবেদন শুরু হয়েছে ২০ জুলাই ২০২৫ থেকে এবং চলবে ১ আগস্ট ২০২৫ পর্যন্ত। নিচে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

Indian Navy Recruitment Details

নৌবাহিনীতে এবার Senior Secondary Recruit (SSR) ও Artificer Apprentice (AA) পদে নিয়োগ হবে। এই দুইটি পদে কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা আলাদা করে উল্লেখ করা হয়নি, চাকরিতে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। আর এই বিষয়ে আরও বিস্তারিত ভারতীয় নেভির আধিকারিক ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে হবে।

Indian Navy Recruitment Qualification

১০+২ পাশ Physics, Mathematics এবং Chemistry/ Biology/ Computer Science এর মধ্যে যে কোন একটি বিষয় থাকতে হবে এবং ইংরেজিতে ৬০% নম্বর থাকতে হবে ও কলেজে IT, B.Tech ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের জন্ম তারিখ ১ মে ২০০৫ থেকে ৩০ অক্টোবর ২০০৮ এর মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় ডকুমেন্ট

ইচ্ছুক প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে আবেদন করার প্রক্রিয়া দেওয়া হলো।অফিসিয়াল ওয়েবসাইটে যান – রেজিস্ট্রেশন করে লগইন করুন, প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন, আবেদন ফি জমা দিন ও ফাইনাল সাবমিট করুন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মার্কশিট, বয়সের প্রমাণপত্র, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড।

বেতন কাঠামো ও অন্যান্য সুবিধা

নিযুক্ত প্রার্থীরা ভারতীয় নৌবাহিনীর (Indian Navy Recruitment) নিয়ম অনুযায়ী ট্রেনিং চলাকালীন মাসিক ভাতা পাবেন এবং প্রশিক্ষণ শেষে পুরো স্কেলে বেতন পাবেন। প্রশিক্ষণকালীন সময়ে মাসে প্রায় 14,600 ভাতা, চাকরির পরে স্কেল 21,700 – 69,100, অন্যান্য সুবিধা ফ্রি মেডিক্যাল, ট্র্যাভেল কনসেশন, পেনশন সুবিধা ইত্যাদি।

শারীরিক যোগ্যতা ও মেডিক্যাল স্ট্যান্ডার্ড

নৌবাহিনীতে কাজ করার জন্য প্রার্থীদের ফিট ও সুস্থ থাকা জরুরি। তাই নিয়োগের আগে শারীরিক পরীক্ষাও নেওয়া হবে। উচ্চতা ন্যূনতম ১৫৭ সেমি, বুকের পরিমাপ ছড়ানোর সময় ৫ সেমি পার্থক্য থাকতে হবে, চোখের দৃষ্টি 6/6 থেকে 6/9, দৌড় ১.৬ কিমি ৭ মিনিটে, পুশ-আপ ও সিট-আপ নির্দিষ্ট সংখ্যায় সক্ষমতা দেখাতে হবে। লিখিত পরীক্ষা (CBT), শারীরিক সক্ষমতা পরীক্ষা, মেডিক্যাল পরীক্ষা, নথিপত্র যাচাই।

১০ই আগস্ট পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করল রেল, নিত্যযাত্রীরা এখনি জানুন

উপসংহার

যারা দেশসেবার পাশাপাশি কেরিয়ার গড়তে চান, তাদের জন্য ভারতীয় নৌবাহিনীর এই নিয়োগ (Indian Navy Recruitment) এক দারুণ সুযোগ। যোগ্যতা থাকলে আর দেরি নয়, দ্রুত অনলাইনে আবেদন করে ফেলুন। কম যোগ্যতায় সরকারি চাকরি পাওয়ার জন্য উল্লেখিত সকল তথ্য আপনার সঙ্গে মিললে অবশ্যই আবেদন করুন।

Related Articles