Interest Rate – স্বল্প সঞ্চয় প্রকল্পে বাড়লো সুদের হার, সাধারণ মানুষ থেকে পেনশন ধারকেরা কতটা সুবিধা পাচ্ছেন?
স্বল্প সঞ্চয় প্রকল্পে Interest Rate কত হল দেখুন।
ভবিষ্যত জীবন সুনিশ্চিত করতে রোজগারের পাশাপাশি সঞ্চয়, বড় ভরসা। আর এই সঞ্চয়ের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে একাধিক স্কিম চালু করা হয়েছে যেখানে Interest Rate ভালো। সেখানে বিনিয়োগের পরিমান অনুসারে বার্ষিক সুদ প্রদান করা হয়ে থাকে। প্রতি ৩ মাস অন্তর অন্তর এই স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার নিয়ে পর্যালোচনা করা হয়। নতুন আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল-জুনে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বাড়ল। তবে PPF এর ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হল? কত শতাংশ সুদ বাড়লো?
আগামী 1 এপ্রিল থেকে বদল যাচ্ছে 9 টি আয়কর নিয়ম, একঝলোকে দেখে নিন।
চাকরিকালীন সময়ে মাসিক বেতন দিয়ে সংসার খরচ এবং অন্যান্য খরচ সামাল দেওয়া যায়। কিন্তু অবসরের পর পেনশনের টাকা দিয়েই যাবতীয় খরচ সামাল দিতে হয়। এক্ষেত্রে নির্দিষ্ট পরিমান সঞ্চিত অর্থের উপর যদি যথেষ্ট Interest Rate থাকে, পেনশন গ্রাহকদের সুবিধা হয়। শুক্রবার স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কত বাড়লো? সেই নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষায় ছিলেন সাধারণ মানুষ।
এদিন অর্থ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এপ্রিল মাস থেকে জুন মাসে মোট ১২টি প্রকল্পের মধ্যে ১০টিতে সুদ ১০ থেকে ৭০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ছে।
কোন স্কিমে কত Interest Rate দেখুন।
যদিও সেভিংস ডিপোজ়িট এবং পিপিএফ এ বদলায়নি সুদের হার। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুসারে,
১) সুকন্যা সমৃদ্ধিতে আগে সুদের হার ছিল ৭.৬%, বর্তমানে পাওয়া যাবে ৮%.
২) প্রবীণ নাগরিকদের জন্য সুখবর। SCSS টাকা বিনিয়োগে আগে মিলত ৮%. বর্তমানে পাওয়া যাবে ৮.২%. সর্বোচ্চ বিনিয়োগও ১৫ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ লাখ টাকা।
৩) সবথেকে বেশি জাতীয় সঞ্চয় প্রকল্পে (NSC) বেড়েছে সুদের হার। যেখানে পূর্বে ছিল ৭%. বর্তমানে পাওয়া যাবে ৭.৭%.
এছাড়া, ৫ বছরের জন্য স্থায়ী আমানত,
রেকারিং ডিপোজ়িট,
মাসিক আয়,
কিসান বিকাশ পত্রেও পাওয়া যাবে আগের থেকে বেশি সুদ।
তবে PPF এ সুদের হার একই থাকায় অসন্তুষ্ট গ্রাহকেরা। অবসরের পর অন্য কাজে যোগদান না করলে, এই সঞ্চিত টাকাই একমাত্র ভরসা। এক্ষেত্রে সঞ্চিত অর্থে দিতে হয় না কর। সম্প্রতি ২০২২-২৩ অর্থবর্ষে পিএফের সুদের হার সামান্য বাড়িয়েছে কর্মী পিএফ সংস্থার কেন্দ্রীয় অছি পরিষদ। বর্তমানে অন্যান্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার বাড়ানোর তালিকায় নাম নেই PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের।
এ নিয়ে বিশেষজ্ঞদের কি বক্তব্য?
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আর্থিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত জানান, এটা বোঝা যাচ্ছে না যে, কেন PF এ সুদের হার কেন বাড়ানো হল না। তাছাড়া পিপিএফ এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) ছাড়া বাকি সমস্ত স্বল্প সঞ্চয়ের সুদে বিনিয়োগকারীদের কর ছাড়ের সুবিধার দেওয়া হয় না। আর সুকন্যা সমৃদ্ধি যোজনায় সকলে আবেদন জানতে পারেন না। গত ৩ মাসে Interest Rate বাড়ানো হয়েছিল ২০ থেকে ১১০ বেসিস পয়েন্টে।
এ নিয়ে পটনা আইআইটি-র অর্থনীতির অধ্যাপক রাজেন্দ্র পরামানিকের জানান, মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে rbi সুদের হার বাড়িয়েছে, তাই সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পিপিএফ এ সুদের হার না বাড়ায় সাধারণ মানুষের সঞ্চয়ের ক্ষেত্রে প্রভাব পড়বে। যদিও একই সঙ্গে তাঁর দাবি, দীর্ঘমেয়াদে পিপিএফে চড়া Interest Rate রাজকোষের পক্ষে ক্ষতিকর।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।