একই সঙ্গে কি একের বেশি স্কলারশিপে আবেদন করা সম্ভব?
বর্তমানে রাজ্যজুড়ে বিভিন্ন বিখ্যাত স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে। আর এই সমস্ত স্কলারশিপগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তবে বহু সংখ্যক ছাত্র-ছাত্রীকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সহ অন্যান্য স্কলারশিপগুলিতে আবেদনের ক্ষেত্রে নানাধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফলত বিভিন্ন স্কলারশিপের আওতায় অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছে।
আর এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একসাথে দুটি স্কলারশিপে আবেদন করলে কি হতে পারে। এছাড়াও অধিকাংশ ক্ষেত্রেই ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে অন্য যেকোনো স্কলারশিপে আবেদন জানালে দুটিই বাতিল হয়ে যাবে কিনা সে বিষয়ে প্রশ্ন করছে। আর এই প্রশ্নের উত্তরে শিক্ষার্থীদের জানিয়ে রাখি যে, যদি তাদের কলেজ কিংবা বিদ্যালয় থেকে দুটি স্কলারশিপের আবেদনপত্রই ভেরিফাই করে দেওয়া হয় তবে তারা যে দুটি স্কলারশিপে আবেদন জানিয়েছেন ওই দুটি স্কলারশিপের অধীনেই অনুদানের টাকা পাবেন।
কারণ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের তরফে এমন কোনো ব্যবস্থা কার্যকরী করা হয়নি, যার মাধ্যমে এই সমস্ত ছাত্র-ছাত্রীদের আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব। তবে একজন ছাত্র অথবা ছাত্রী দুটি স্কলারশিপের অধীনে অনুদান পাবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করছে ওই ছাত্র কিংবা ছাত্রী যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তার কর্তৃপক্ষের উপরে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে, রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিপূর্বে বারংবার রাজ্যের সমস্ত বিদ্যালয়, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে কোনোভাবেই ছাত্র-ছাত্রীরা একের অধিক স্কলারশিপে আবেদন না জানাতে পারেন। রাজ্য সরকারের এই নির্দেশ অনুসারী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি কাজ করছে।
অনেকক্ষেত্রেই একজন ছাত্র অথবা ছাত্রী দুটি স্কলারশিপে আবেদন করলে তার মধ্যে যেকোনো একটি আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। অনেকক্ষেত্রে আবার গুগল ফর্ম ফিল আপ করার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে এটি শুধুমাত্র সরকারি স্কলারশিপের ক্ষেত্রে প্রযোজ্য। অধিকাংশ ক্ষেত্রেই যেসমস্ত ছাত্র ছাত্রীরা দুটি স্কলারশিপের ফর্ম পূরণ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের তরফে তাদের একটি স্কলারশিপের আবেদন পত্র ভেরিফাই করার পর দ্বিতীয়টি আর করা হচ্ছে না। সুতরাং, উক্ত ছাত্রছাত্রীরা যে স্কলারশিপের ফর্মটি প্রথমে জমা করেছেন এবং যার ভেরিফিকেশন হয়ে গেছে সেটির অধীনেই তারা অনুদান পেতে চলেছেন।
তবে কোনোক্ষেত্রে যদি শিক্ষা প্রতিষ্ঠানের তরফে দুটি স্কলারশিপের আবেদনপত্র ভেরিফাই করে দেওয়া হয় তবে ছাত্র-ছাত্রীরা ওই দুটি স্কলারশিপের অধীনে অনুদান পাবেন। আবার অনেকক্ষেত্রেই এই বিষয়টি জানার পর ছাত্র-ছাত্রীরা একটি স্কলারশিপের আবেদন ক্যান্সেল করতে চাইছেন। তবে বর্তমানে আর তা কোনোভাবেই করা সম্ভব নয়। সুতরাং, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে কার্যকরী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে। আপনি যদি অন্যকোনো স্কলারশিপে আবেদনের পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন জানিয়ে থাকেন তবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে অনুদান পাওয়ার সম্ভাবনা যথেষ্ট কম।
এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরও জানিয়ে রাখি যে, জানুয়ারি মাসের অর্থাৎ চলতি মাসের প্রথম সপ্তাহে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান স্টুডেন্ট উইক পালন করা হবে। এই সময় ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে অন্যান্য যেকোনো বিষয়ে সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। সুতরাং, ছাত্র-ছাত্রীরা যদি এই বিষয়টি নিয়ে নানারকম দ্বিধা-দ্বন্ধে থাকেন তবে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেই এই সমস্ত প্রশ্নের উত্তর এবং সমাধান দুটিই পেয়ে যাবেন।