জিও লঞ্চ করলো নতুন ধামাকাদার রিচার্জ প্ল্যান, একবার রিচার্জেই চলবে টানা তিনমাস
ইতিমধ্যে 5G নেটওয়ার্ক লঞ্চ এবং ভারতের বিভিন্ন বিখ্যাত শহরগুলিতে গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে 5G নেটওয়ার্কের পরিষেবা প্রধানের প্রদানের মাধ্যমে সমগ্র ভারতবাসীর আকর্ষণের মূল কেন্দ্র হয়ে উঠেছে রিলায়েন্স জিও কোম্পানি। এছাড়াও রিলায়েন্সীয় তরফে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই সমগ্র ভারত জুড়ে তারা 5G লঞ্চ করতে চলেছে। আর তাতেই সমগ্র ভারতবাসীর নজর কেড়েছে রিলায়েন্স জিও। যদিও এই প্রথম নয় বরাবরই গ্রাহকদের মন জয় করে ভারতীয় টেলিকম কোম্পানিগুলির মধ্যে মধ্যমণি হয়ে থেকেছে রিলায়েন্স জিও। আর ভারতের এই অন্যতম বিখ্যাত টেলিকম কোম্পানি রিলায়েন্স জিওর তরফে বারংবার গ্রাহকদের জন্য তাদের পছন্দ অনুসারে নানা প্রকার রিচার্জ প্ল্যান, অফার এবং ভাউচার লঞ্চ করা হয়ে থাকে। আর গ্রাহকদের পছন্দ অনুসারে লঞ্চ করা এই প্ল্যানগুলির বাজারদর যেমন যথেষ্ট কম ঠিক তেমনই এই প্ল্যানগুলিতে গ্রাহকরা অন্যান্য টেলিকম কোম্পানির একই দামের রিচার্জ প্যাকের তুলনায় অনেক বেশি সুবিধা পেয়ে থাকেন।
সমস্ত স্তরের গ্রাহকের কথা মাথায় রেখে দিলাম রিলায়েন্স জিওর তরফে যেমন ১০০ টাকার চেয়েও কমমূল্যের রিচার্জ প্যাক লঞ্চ করা হয়েছে তেমনভাবেই ৩ হাজার টাকার চেয়েও বেশি মূল্যের রিচার্জ প্ল্যান বাজারে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে বৈধতার দিক থেকেও নানা প্রকারের প্যাক রয়েছে ২১ দিন, ২৮ দিন থেকে শুরু করে ১ বছর পর্যন্ত বৈধতা রয়েছে এমন রিচার্জ প্যাকও লঞ্চ করা হয়েছে রিলায়েন্স জিওর তরফে। তবে রিলায়েন্স জিওর এই সমস্ত রিচার্জ প্ল্যানগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় রিচার্জ প্যাকগুলি হলো সেই সমস্ত রিচার্জ প্যাক যেগুলিতে গ্রাহকরা ডেইলি ডেটা পেয়ে থাকেন। এর পাশাপাশি যে সমস্ত প্যাকগুলিতে দেখ গ্রাহক বিভিন্ন ধরনের OTT প্ল্যাটফর্ম, গান সহ নানা প্রকার এন্টারটেইনমেন্টের সুবিধা পেয়ে থাকেন সেই সমস্ত রিচার্জ প্ল্যানগুলিও যথেষ্টই জনপ্রিয়।
আর তাই রিলায়েন্স জিওর তরফে গ্রাহকদের জন্য এমন কিছু রিচার্জ প্যাক বাজারে লঞ্চ করা হয়েছে যেগুলিতে ডেইলি ডেটার পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের OTT প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন, গান সহ আরও বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্টের সুবিধা। আর আজ আমরা সমস্ত রিলায়েন্স জিওর গ্রাহকদের জন্য রিলায়েন্স জিওর এমন একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছে যাতে আপনারা আনলিমিটেড কলিং, ডেইলি ডেটার পাশাপাশি পেয়ে যেতে চলেছেন বিভিন্ন জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনের সুবিধা তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।
হোয়াটসঅ্যাপ এ মেসেজ পাঠিয়েও করা যাবে এডিট। নতুন ফিচার জেনে নিন
চলুন তবে জেনে নেওয়া যাক রিলায়েন্স জিওর এই নতুন রিচার্জ প্ল্যানটি সম্পর্কে?
রিলায়েন্স জিওর ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যান:- রিলায়েন্স জিওর এই ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যানে আপনারা সম্পূর্ণ ৮৪ দিনের বৈধতা পেয়ে যেতে চলেছেন। অর্থাৎ একবার রিচার্জ করলে একেবারে ৮৪ দিনের জন্য নিশ্চিত হওয়া যায়। যেসমস্ত গ্রাহকরা যথেষ্ট দীর্ঘসময়ের বৈধতার প্ল্যান রিচার্জ করে থাকেন এই প্ল্যানটি তাদের জন্য একেবারে পারফেক্ট। রিলায়েন্স জিওর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যেতে চলেছেন ৮৪ দিনের জন্য যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা। এর পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন ৮৪ দিনের জন্য ১০০০ টি ফ্রি এসএমএস (SMS) এর সুবিধা। তবে এখানেই শেষ নয়, এই রিচার্জ প্যাকে গ্রাহকরা পেয়ে যেতে চলেছেন ৬ জিবি হাইস্পিড ডেটা তাও আবার সম্পূর্ণ ৮৪ দিনের জন্য। যদিও নির্দিষ্ট সময়ের পূর্বে ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড ৮৪ কেবিপিএস হয়ে যাবে।
এছাড়াও গ্রাহকরা এই রিচার্জ প্যাকে পেয়ে যেতে চলেছেন জিও টিভি (Jio Tv), জিও ক্লাউড (Jio Cloud), জিও সিকিউরিটি (Jio Security), জিও সিনেমা (Jio Cinema) এর মতো অ্যাপগুলির সাবস্ক্রিপশন তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। অফলাইনে রিচার্জের পাশাপাশি আপনারা অনলাইনেও জিওর এই ৩৯৫ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। যে সমস্ত ব্যক্তিদের ফোনে মাই জিও (My jio) অ্যাপ উপলব্ধ রয়েছে তারা ওই অ্যাপ থেকেই এই প্ল্যানটি বাড়িতে বসেই রিচার্জ করে নিতে পারবেন। এছাড়াও রিলায়েন্স জিওর এই ৩৯৫ টাকার রিচার্জ প্যাকটি আপনারা ভ্যালু প্যাক সেগমেন্টেও পেয়ে যাবেন।