টেলিকম

Recharge Plan: গ্রাহকদের বড় ঝটকা দিল Jio! আবার এই প্ল্যানের দাম বাড়লো

Jio গ্রাহকদের জন্যে খারাপ খবর! আবার তাদের রিচার্জ প্ল্যানের দাম (Jio Recharge Plan Price) বাড়িয়ে দিল। সম্প্রতি কিছু দিন আগেই জিও তাদের ট্যারিফ বৃদ্ধি করেছে তার ফলে তাদের রিচার্জ প্ল্যান গুলোর দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এই আবহে আবার জিও তাদের রিচার্জ প্ল্যানের দাম (Jio Unlimited 5G Plan) বাড়ানোতে অসুবিধায় পড়বেন। কোন কোন রিচার্জ প্ল্যানের দাম বাড়াল জিও দেখে নিন।

Jio Unlimited 5G Recharge Plan Price Hike

জিও আবার তাদের প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম (Recharge Plan) বাড়িয়েছে। কোম্পানি প্রায়ই গ্রাহকদের চাহিদা ও বাজারের দিকে তাকিয়ে রিচার্জ প্ল্যান গুলো আপডেট করে। আর এবার আপডেট করতে গিয়ে সোজা দাম বাড়িয়ে দিল জিও। আর এই জন্য আগেই অনেক গ্রাহক জিও ছেড়ে বিএসএনএলে পোর্ট (BSNL Port) করে গেছেন, আর এখনো এই ধারা অব্যাহত আছে।

Jio আবার দাম বাড়িয়ে দিল!

বর্তমানে সকল জিনিসের দাম খুবই আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। আর এর সঙ্গে দেশের সকল বেসরকারি টেলিকম কোম্পানি গুলো তাদের Recharge Plan এর দাম বাড়িয়ে চলেছে। আর জিওর গ্রাহক সংখ্যা অনেক বেশি হওয়ার কারণের জন্য এর ফলে আরও বেশি সমস্যার সৃষ্টি হচ্ছে। এবারে আপডেট করা রিচার্জ প্ল্যান গুলো জিও ওয়েবসাইটে আর My Jio অ্যাপে দেখতে পাবেন।

Which Jio Recharge Plan Price Hike?

বিশেষত যে সব প্ল্যান গুলোতে Netflix Subscription আছে সে গুলোর দাম বাড়ান হয়েছে। রিপোর্ট অনুসারে জিও তাদের প্রিপেড রিচার্জের দাম (Recharge Plan) বাড়িয়েছে। এক্ষেত্রে মূলত যারা বেশি ডেটার জন্যে বেশি টাকা দিয়ে রিচার্জ করেন তাদের সেই সব রিচার্জ প্ল্যান গুলোর দাম বেড়েছে। যারা কম টাকা দিযে রিচার্জ করেন তাদের চিন্তার কারণ নেই।

1099 Rupees Jio Recharge Plan

জিওর এই 1099 টাকার রিচার্জ প্ল্যানের তাম 200 টাকা বাড়িয়ে 1299 টাকা করা হয়েছে। এই প্ল্যানে Netflix Subscription দেওয়া হয় সাথে প্রতিদিন 2 GB ডেটা, Unlimited Call, 100 টি SMS প্রতিদিন পাওয়া যায়। এই প্ল্যানের মেয়াদ 84 দিন। আর দেশের অনেক মানুষই যারা সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন তাদের জন্য এই প্ল্যানটি খুবই উপকারি।

1499 Rupees Jio Recharge Plan

জিও তাদের এই 1499 টাকার রিচার্জ প্ল্যানের দাম 300 টাকা বাড়িয়ে 1799 টাকা করেছে। এই প্ল্যানে Netflix Subscription দেওয়া হয় সাথে প্রতিদিন 3 GB ডেটা, Unlimited Call, 100 টি SMS প্রতিদিন পাওয়া যায়। এই প্ল্যানের মেয়াদ 84 দিন।

Bank Fixed Deposit (ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার)

এই গুলো ছাড়াও জিওর অনেক রিচার্জ প্ল্যান আছে। যার মাধ্যমে আপনারা প্রতিদিন 7 টাকার কম খরচে ডেটা এবং সীমাহীন কলিং উপভোগ করতে পারবেন। এই প্ল্যানের দাম 189 টাকা। এই প্ল্যানটি তাদের জন্যে উপযুক্ত যারা ডেটা বেশি ব্যবহার করে না। শুধু কলই দরকার তাদের জন্য উপযুক্ত। Jio-র এই প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য নিখুঁত রিচার্জ প্ল্যান যাদের বাড়িতে এবং কর্মক্ষেত্রে WiFi সুবিধা রয়েছে৷

পোস্ট অফিস সেভিংস স্কিমে পাবেন 7.7% সুদ! 50 হাজার জমালে কত রিটার্ন পাবেন?

এর মাধ্যমে আপনারা সারা মাস আনলিমিটেড কলিং করতে পারবেন। বাড়ি এবং কর্মস্থল থেকে দূরে থাকাকালীন ফোনে উপস্থিত ডেটা ব্যবহার করা হয়। ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে এই সস্তা প্ল্যানে এক মাসের জন্য 2 GB ডেটা দেওয়া হয়। আর Jio-র তরফে এই দাম বৃদ্ধি নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles