টেলিকম

New Recharge Plan: Jio নতুন রিচার্জ প্ল্যান! 3 মাসের জন্য চিন্তা শেষ গ্রাহকদের

Jio গ্রাহকদের ধরে রাখার জন্য দারুণ সুবিধা নিয়ে আসলো (New Recharge Plan). ইতিমধ্যেই Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea মত সকল বেসরকারি টেলিকম কোম্পানি গুলো তাদের প্ল্যানের দাম একধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আর এই জন্য গ্রাহকরা এই সকল কোম্পানি ছেড়ে দিয়ে BSNL Port করে নিচ্ছে। আর এর ফলে এই সকল কোম্পানির অনেক লস হচ্ছিলো।

Jio New Recharge Plan of Rupees 479 & 799

কিন্তু এবারে জিও ময়দানে নেমে পড়ল, আর গ্রাহকদের জন্য New Recharge Plan নিয়ে হাজির হল। জিও সংস্থার তরফ থেকে গ্রাহকদের জন্য দারুন খবর। সম্প্রতি জিও তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। আর এর ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে জিও। তাই জিও তাদের গ্রাহকদের নিজেদের কাছে ধরে রাখতে সাশ্রয়ি মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। চলুন রিচার্জ প্ল্যান গুলো সম্পর্কে জেনে নিন।

New Recharge Plan from Jio

তবে এই প্ল্যান গুলো আপনারা Phone Pe, Paytm এই সব প্ল্যাটফর্মে পাবেন না। তাই এই প্ল্যান গুলো সম্পর্কে অনেকেই জানেন না। আর এই সকল New Recharge Plan এর মাধ্যমে আপনারা অনেকটাই সুবিধা পাবেন। আর গরীব ও মধ্যবিত্ত মানুষদের জন্য এই প্ল্যান দুটির মাধ্যমে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে। তাহলে এই প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

Jio New Recharge Plan 479 Rupees

জিওর এই রিচার্জ প্ল্যানে আপনারা পেয়ে যাবেন Unlimited Call, মোট 6 GB ডেটা, 1000 টি SMS পাবেন। এছাড়াও Jio TV, Jio Cinema, Jio Cloud এর ফ্রি Subscription. তবে Jio Cinema Prime মেম্বারশিপ পাবেন না গ্রাহকরা। মূলত যে সব গ্রাহকরা কল করার জন্যে রিচার্জ করতে চান তাদের জন্য এই প্ল্যান ভালো।

Jio Airtel VI (রিলায়েন্স জিও ভারতি এয়ারটেল ভোডাফোন আইডিয়া)

Jio New Recharge Plan 799

জিওর এই প্ল্যানের মেয়াদ 84 দিন। এতে আপনারা Unlimited Call, প্রতিদিন 1.5 GB করে ডেটা, 100 টি SMS প্রতিদিন পাবেন। এছাড়া এতে রয়েছে Jio TV, Jio Cinema, Jio Cloud-র Free Subscription. এই গুলো ছাড়াও জিও-র 799 টাকার একটি প্ল্যানের রয়েছে এই 3 মাসের সেগমেন্টে যা 70 দিনের বৈধ্যতা দেয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত 29 শে আগস্ট তার 47 তম বার্ষিক সাধারন সভায় Jio AI Cloud ওয়েলকাম অফার ঘোষনা করেছে।

টানা 3 দিন স্কুল বন্ধ থাকবে! কবে থেকে এই ছুটি শুরু রাজ্যে?

তিনি জানিয়েছেন এতে জিও গ্রাহকরা 100 GB পর্যন্ত জিও ক্লাউড স্টোরেজ পাবেন। ফোটো, ভিডিও ও দরকারি নথি এই ক্লাউড স্টোরেজে স্টোর করা জেতে পারে। এই অফারটি দীপাবলিতে (Diwali) চালু হবে। মুকেশ আম্বানি আরো বলেন, জিও এখন আট বছরে বিশ্বের বৃহত্তম মোবাইল ডেটা সংস্থায় পরিণত হয়েছে। প্রতিটি জিও ব্যবহারকারী প্রতি মাসে 30 GB ডেটা ব্যবহার করেন। এর দাম বিশ্ব গড়ের এক চতুর্থাংশ।
Written by Ananya Chakraborty.

Related Articles