চাকরির প্রস্তুতি

Job Recruitment – পশ্চিমবঙ্গ মিউজিয়াম তথা জাদুঘরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন সর্বোচ্চ 2 লাখ 8 হাজার 700 টাকা।

Adv

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড়োসড় সুখবর। ভারতীয় জাদুঘর তথা Indian Museum এর তত্ত্বাবধানে Ministry of Culture এর তরফে জারি হয়েছে Job Recruitment বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের মিউজিয়াম তথা জাদুঘরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। নারী পুরুষ নির্বিশেষে রাজ্যের যে কোনো জেলা থেকে করা যাবে আবেদন। অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। নিয়োগ পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন ক্রম, আবেদন পদ্ধতি সকল কিছু সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে।

Job Recruitment in Indian Museum.

নিয়োগ পদের নাম- লাইব্রেরি-ইনফরমেশন অফিসার।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে এই পদে আবেদন জানাতে হলে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স বা স্নাতকোত্তর পাশ করতে হবে। পাশাপাশি যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সাইন্স এ ডিপ্লোমা করতে হবে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
বেতন- Job Recruitment, মাসিক গড় বেতন হিসেবে সর্বনিম্ন ৩৫,৪০০ টাকা দেওয়া হবে। সর্বোচ্চ বেতন ১,১২,৪০০ টাকা হতে পারে।

Ad

নিয়োগ পদের নাম- পাবলিকেশন অফিসার।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে। পাশাপাশি পদ সম্পর্কিত যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।
বেতন- নিয়োগের পর কর্মীদের মাসিক গড় বেতন হিসেবে সর্বনিম্ন ৬৭,০০০ টাকা দেওয়া হবে। সর্বোচ্চ বেতন ২,০৮,৭০০ টাকা হতে পারে।

নিয়োগ পদের নাম- কিউরেটার।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ করতে হবে।পাশাপাশি কম্পিউটার MS এ কাজের দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা- আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।
বেতন- নিয়োগের পর কর্মীদের মাসিক গড় বেতন হিসেবে সর্বনিম্ন ৬৭,০০০ টাকা দেওয়া হবে। সর্বোচ্চ বেতন ২,০৮,৭০০ টাকা হতে পারে।

পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে কি ভাবছে সরকার, নতুন কথা শোনালেন রাজ্যের মন্ত্রী।

আবেদন পদ্ধতি- কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে নিম্নলিখিত আবেদনের লিংক থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে। আবেদনকারীর যাবতীয় তথ্য (নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা, জেন্ডার, জাতিগত শংসাপত্র ইত্যাদি) দিতে হবে। এছাড়া দিতে হবে একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি। নির্দিষ্ট স্থানে সম্প্রতি তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। সঙ্গে নিজস্ব সই লাগবে। সবশেষে একটি মুখবন্ধ খামের ভেতর ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। সঙ্গে আবেদনপত্রের এক কপি ফটো বা স্ক্যান করা কপি ইমেলের মাধ্যমে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Director-in-charge, Indian Museum, 27 Jawaharlal Nehru Road, Kolkata-700016
ইমেল আইডি- indianmuseumkolkata2@gmail.com
আবেদনের শেষ তারিখ- ৫জুন, ২০২৩.
আরো বিশদে জানতে হলে নিচে অফিশিয়াল ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তি চেক করতে পারেন।
অফিশিয়াল ওয়েবসাইট – https://indianmuseumkolkata.org/

টেট উত্তীর্ণদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলো পর্ষদ, নিয়োগ কবে থেকে দেখুন।

Apply Now-
https://indianmuseumkolkata.org/wp-content/uploads/2023/04/Appl-Form-03-2023-3.doc
বিজ্ঞপ্তি-
https://indianmuseumkolkata.org/wp-content/uploads/2023/04/Advertisement-For-DR-for-Website-on-25.04.23-3.docx
Job Recruitment এর খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

string(106) ""