Amar Bangla Card – আমার বাংলা কার্ড চালু করলেন মমতা ব্যানার্জি, কি কি সুবিধা পাবেন জেনে নিন।
Amar Bangla Card কি জানেন? চাকরি হোক বা ব্যবসা, সকলের একটাই লক্ষ্য থাকে অর্থ রোজগার করা। যাতে করে ভবিষ্যত আরো উজ্জ্বল হয়। কিন্তু কর্মসংস্থান বাড়লেই তো চাকরি পাবেন সাধারণ মানুষ। রাজ্যে তা কোথায়? প্রায়শই এ নিয়ে প্রশ্ন থাকে বিরোধী দলের নেতাদের। যদিও সংবাদ মাধ্যম সূত্রে খবর, তৃতীয়বারে ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসকদলের বেশ কয়েকজন নেতা-মন্ত্রী প্রকাশ্যে জানিয়েছিলেন এবারে তাদের লক্ষ্য কর্মসংস্থান এবং রাজ্যে বিনিয়োগ।
Amar Bangla Card কার্ডে কিভাবে আবেদন করা যাবে? বিস্তারিত জানুন।
তবে এবার সেই লক্ষ্য পূরণে সচেষ্ট হচ্ছে সরকার। চালু করা হল ‘আমার বাংলা কার্ড’। ইতিমধ্যে রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। যেগুলির মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। সম্প্রতি রাজ্যের বাজেটে ঘোষণা করা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারীদের বয়স 60 বছর পেরোলেই বার্ধক্য ভাতায় তাদের নাম নথিভুক্ত করা হবে।
প্রকল্পে নাম আছে কিন্তু সময় হয়ে গেলেও টাকা আসেনি একাউন্টে? এখনি চেক করুন।
যার মাধ্যমে মিলবে টাকাও। এবার প্রবাসী বাঙালি এবং বিদেশে বসবাসকারী ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের বিশেষ ধরনের পরিচয়পত্র দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, তাদের জন্য ‘আপন বাংলা কার্ড’ ইস্যু করা হবে। সেই কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা পাবেন তারা।
Amar Bangla Card এ কোন কোন সুবিধা পাওয়া যাবে?
এই কার্ড থাকলে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, কলকাতা আন্তর্জাতিক বইমেলা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো নানা অনুষ্ঠানে যোগদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিদেশে বসবাসকারী বহু বাঙালি রাজ্যের উন্নতিতে যোগ দিতে ইচ্ছুক।
তাই রাজ্য সরকার এই কার্ড চালু করার মাধ্যমে এবং প্রবাসী বাঙালি ও ভারতীয়দের বিশেষ পরিচয়পত্র প্রদানের মাধ্যমে রাজ্যে বিদেশী বিনিয়োগের পথ প্রসারিত করতে চাইছে। এই কার্ডে প্রবাসী ভারতীয়দের সম্পর্কিত সকল তথ্যের উল্লেখ থাকবে। রাজ্য সরকার ইতিমধ্যেই ‘আপন বাংলা’ কার্ডে আবেদনের জন্য একটি পোর্টাল চালু করেছে, বলে সূত্রের খবর।
যেখানে প্রবাসী বাঙালি এবং ভারতীয়রা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। Amar Bangla Card কার্ডে আবেদনকারীদের পাসপোর্ট নম্বর, পৃথক রেজিস্ট্রেশন নম্বর, কোন দেশের বাসিন্দা ইত্যাদির উল্লেখ থাকবে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাজ্যে বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যে বলেন, এই বাজেট কর্মসংস্থান ভিত্তিক। যাতে করে রাজ্যের ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে।
পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প গুলিতে নাম নথিভুক্ত করে, প্রতিমাসে আর্থিক সাহায্য পান।
কিন্তু এই কার্ডের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের কতটা সুবিধা হতে চলেছে? এখন সেটাই দেখার।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
ok