প্রধানমন্ত্রী স্কলারশিপ আবেদন করলেই মিলবে 36 হাজার টাকা – Pradhan Mantri Scholarship Yojana 2023.
পড়ুয়াদের জন্য সুখবর, চলে এল প্রধানমন্ত্রী স্কলারশিপ বা Pradhan Mantri Scholarship Yojana. পড়ুয়াদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে এবং বিশেষ করে গরীব মেধাবী পড়ুয়াদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে এই উদ্যোগ কেন্দ্র সরকারের।
সন্তানের উচ্চশিক্ষার কথা ভাবছেন? বর্তমানে সরকারি-বেসরকারি একাধিক প্রকল্প রয়েছে, যেগুলিতে আবেদনের মাধ্যমে প্রতি মাসে কিংবা বছরে ভালো টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়ে থাকে। তেমনই আজকে এমন একটা স্কলারশিপের সম্পর্কে জানানো হবে, যাতে আবেদন করলে সকল পড়ুয়ারা পাবেন বছরে মোটা টাকা অনুদান। তবে এতে আবেদন জানাতে হলে আবেদনকারীদের নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। স্কলারশিপের নাম কি? কত টাকা বৃত্তি হিসেবে প্রদান করা হবে? আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিতভাবে জানানো হল।
Pradhan Mantri Scholarship Yojana তে কীভাবে আবেদন করবেন দেখুন।
স্কলারশিপের নাম- প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা।
বৃত্তির অঙ্ক-
এই প্রকল্পে আবেদন জানালে ছেলেরা প্রতিমাসে পাবেন ২৫০০ টাকা এবং মেয়েরা পাবেন ৩০০০ টাকা। অর্থাৎ বছরে ছেলেরা পাবেন ৩০,০০০ টাকা এবং মেয়েরা পাবেন ৩৬,০০০ টাকা।
এবার জেনে নিন আবেদনের শর্ত ও অন্যান্য তথ্য।
আবেদনের যোগ্যতা-
প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা ২০২৩ এ কেন্দ্রীয় সৈনিক বোর্ড সচিবালয়, প্রতিরক্ষা মন্ত্রক, প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগ, ভারত সরকার তাদের প্রাক্তন সৈনিক, প্রাক্তন কোস্ট গার্ড কর্মীদের বিধবা স্ত্রী এবং সন্তানেরা বৃত্তি পাবেন। এছাড়া ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ভারত সরকারের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী আসাম রাইফেলস এর কর্মীরা নকশালবাদী হামলায় শহীদ হয়েছেন। সেই সকল পুলিশ সদস্যদের সন্তানেরাও এই স্কলারশিপে আবেদন জানাতে পারবেন।
TSDPL Silver Jubilee Scholarship – এই নতুন স্কলারশিপে আবেদন করলেই পাবেন বছরে সর্বোচ্চ 1 লাখ টাকা।
আরো ভালোভাবে বলা যায়,
১) সামরিক এবং গার্ড সার্ভিসের অধীন কোস্ট গার্ড কোনো সন্ত্রাসী কার্যকলাপে অক্ষম এবং অক্ষম প্রাক্তন সৈন্যদের সন্তানেরা আবেদন জানাতে পারবেন।
২) সন্ত্রাসী বা অন্য কোনো কার্যকলাপে নিহত প্রাক্তন সৈন্য এবং কোস্টগার্ড সদস্যদের সন্তানেরা।
৩) সামরিক এবং কোস্ট গার্ড সার্ভিসের সময় মারা যাওয়া সৈন্যদের সন্তান।
৪) বীরতার পুরষ্কারপ্রাপ্ত প্রাক্তন সেনার সন্তান।
Pradhan Mantri Scholarship Yojana আবেদন পদ্ধতি-
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য-
১) কেন্দ্রীয় সেনা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট-
https://ksb.gov.in/
২) রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এরপর আবেদনকারীর ফটো আপলোড করতে হবে।
এখনো ন্যাশনাল স্কলারশিপে আবেদন করেননি? এই সুযোগ আর পাবেন না।
৩) আবেদনপত্র পূরণ করার জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তারপর ক্যাপচা পূরণ করতে হবে।
৪) সকল তথ্য যাচাই করে Submit বাটনে ক্লিক করতে হবে।
আবেদনের শেষ তারিখ- আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি।
Pradhan Mantri Scholarship Yojana র অফিসিয়াল ওয়েবসাইট-
https://ksb.gov.in/
এই স্কলারশিপ সম্পর্কে নতুন আপডেট পেতে হলে ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।