অর্থনীতি

লটারির টিকিটের কোন ফর্মুলা ফলো করে কোটি টাকার পুরস্কার জিতলেন জলপাইগুড়ির বাসিন্দা, জেনে নিন।

লটারির টিকিটে টাকা জেতা কোনো সাধারণ বিষয় নয়। প্রত্যেকেই এটা স্বপ্ন দেখে থাকেন। সেই কারণে অনেকে প্রতি সপ্তাহে বা মাসে মাসে টিকিট কেটে থাকেন। কিন্তু অনেকেই জানেন না লটারির টিকিট কাটার ক্ষেত্রে নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। টিকিট কাটার আগে সেগুলি মানলে জেতার সম্ভাবনা আরো একধাপ বেড়ে যায়।

লটারির টিকিট কাটার সাধারণ নিয়ম, মানলেই কোটি টাকা পুরস্কার নিশ্চিত।

যদিও আমাদের এই ওয়েবপোর্টাল লটারির টিকিট কেটে অর্থ নষ্ট করাকে সমর্থন করে না। কারণ এটি নেশায় পরিণত হতে পারে। তাই এই ফর্মুলা মেনে টিকিট কাটতে হলে সম্পূর্ণ নিজের দায়িত্বে কাটবেন।
সম্প্রতি ক্রান্তি ব্লকের চেংমারী কদমতলার বাসিন্দা রানা দাস লটারির টিকিট কেটে কোটি টাকার পুরস্কার জিতলেন। কোন ফর্মুলা মেনে টিকিট কেটেছিলেন? চলুন জেনে নেওয়া যাক।

লটারি জিতে কোটিপতি হওয়ার এই 5 টি পদ্ধতি, টিকিট কাটার আগে অন্তত একবার দেখুন।

অতিমারীর আবহে দেশের বহু মানুষের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল। যা থেকে ফেরা এখনও পর্যন্ত সম্ভব হয়নি অনেকেরই। তেমনই জলপাইগুলির রানা দাসও। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আসবাবের দোকান রয়েছে তার। লকডাউনে ব্যবসা তছনছ হয়ে গিয়েছিল। বহু চেষ্টার পরও আগের অবস্থায় ফেরা সম্ভব হচ্ছিল না।

সেই পরিস্থিতিতে তিনি গত বুধবার রাতে ৬০০ টাকার ১০০ সিরিজ লটারির টিকিট কেনেন। খেলা ছিল রাত ৮ টা নাগাদ। ফল প্রকাশের পর তিনি জানতে পারেন কোটি টাকা জিতেছেন। এরপরই নিরাপত্তার খাতিরে যোগাযোগ করেন ক্রান্তি পুলিশ ফাঁড়িতে। সেখানেই টিকিট জমা করেন।
রানা জানান, ব্যবসার হাল ফেরাতে তার অনেক টাকার দরকার ছিল। এবার নতুন করে স্বপ্ন দেখা শুরু।

এবার ফর্মুলা জেনে নেওয়া যাক-
১) লটারি কাটার আগে টিকিটের নম্বর দেখে নিতে হবে। দেখতে হবে পুরোনো রেজাল্ট অনুযায়ী কোন কোন সংখ্যা বা নম্বর জিতেছিল। ধরা যাক, আগের দিন ২, ৪, ৬, ৮ এর ঘরের সংখ্যা পুরস্কার জিতেছে। তবেই পরের দিন টিকিট কাটার আগে ২, ৪, ৬, ৮ এর ঘরের সংখ্যার টিকিট কাটা যেতে পারে। কারণ এই সংখ্যাগুলির পুরস্কার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।

পুরনো এই নোট গুলো ঘরে থাকলেই পাবেন লাখ টাকা, একবার খুঁজে দেখুন।

২) বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে, লটারির শেষ ৫ নম্বরের মধ্যে তৃতীয় নম্বরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই নম্বরের উপর লটারির শেষ নম্বরটি এবং জেতার সম্ভাবনা নির্ভর করে। ধরুন, কোনো লটারির মাঝের সংখ্যাটি ৮৩. তবে শেষ সংখ্যাটি এমন কোনো সংখ্যা হবে যার সাথে ৩ এর বিয়োগফল ১, ০, -১ হবে। তাহলে সম্ভাব্য শেষ সংখ্যাটি ২ অথবা ৩ কিংবা ৪ হতে পারে।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *