প্রকল্প

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম বদল, বাদ গেল অনেক নাম, কারা টাকা পাবেন, কারা পাবেন না?

রাজ্যে ইতিমধ্যেই সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। যেগুলির মধ্যে (কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি) মহিলা বা মেয়েদের জন্য যে সকল প্রকল্প চালু করা হয়েছে, সেগুলি অন্যতম। এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এর মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা আবেদনকারীর ব্যাংক একাউন্টে পাঠানো হয়ে থাকে। পূর্বে এই প্রকল্পের নিয়ম অনুসারে, আবেদনকারী মহিলাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে তবেই তারা আবেদন জানাতে পারবেন। কিন্তু বর্তমানে এই নিয়মের বদল হয়েছে। কারা এই প্রকল্পের টাকা পাবেন?

লক্ষ্মীর ভান্ডারে কারা আবেদন জানাতে পারবেন?

গত ১ এপ্রিল থেকে রাজ্য জুড়ে বহু জায়গায় দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে। চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বারের জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে।

২০২১ সালের ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তায় এই প্রকল্প চালু করা হয়েছিল। তবে সংবাদ মাধ্যম সূত্রে খবর, সামনেই পঞ্চায়েত ভোট। তার আগেই সাধারণ মানুষের জন্য দারুন সুবিধা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের মাধ্যমে টাকা পাবেন। আর দুয়ারে সরকার শিবিরে গিয়ে এই প্রকল্পের সাহায্য নিতে হবে।

তার আগে জেনে নিতে হবে আবেদনকারীর এলাকায় কবে আয়োজিত হচ্ছে এই শিবির। সেই দিন নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পৌঁছতে হবে।
কিভাবে জানবেন আপনার এলাকায় এই শিবির কবে হবে?
প্রথমে দুয়ারের সরকারের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। নিচে লিংক দেওয়া হয়েছে।

রাজ্যের ডিজিটাল রেশন কার্ড নিয়ে নতুন নিয়ম, এই মাসের মধ্যে না করলে কার্ড ব্লক হবে, রেশন ও তুলতে পারবেন না।

অফিশিয়াল ওয়েবসাইট-
https:// ds.wb.gov.in/
একটি হোম পেজ ওপেন হবে। সেখান থেকে ‘Find Your Camp’ অপশনে ক্লিক করতে হবে। তারপর আবার নতুন পেজ ওপেন হবে। যেখানে নিজের জেলার নাম, পুরসভা বা পঞ্চায়েতের নাম, পুরসভা হলে ওয়ার্ড নম্বর সিলেক্ট করতে হবে। তাহলেই নিচে লিস্ট দেওয়া হবে, কোন কোন দিন, কোন কোন ওয়ার্ড নম্বরের ব্যক্তিরা এই শিবিরের সাহায্য গ্রহণ করতে পারবেন।

একবার লিস্ট ওপেন হয়ে গেলে সিরিয়াল নম্বর (sl no.) এর পাশে থাকা প্লাস (+) সাইনে ক্লিক করে ভেন্যু বা কোন জায়গায় শিবির বসতে চলেছে, তা জেনে নিতে পারবেন।
যদি লিস্ট ওপেন না হয়, কি করবেন?
চিন্তা করার কারণ নেই। ইন্টারনেটের সমস্যা হতে পারে।

কিংবা বর্তমানে সেই এলাকার লিস্ট আপলোডের কাজ করা হচ্ছে, তার জন্য হতে পারে। তাহলে আবারও সার্চ করার দিন দুই বা তিন দিন পর একই পদ্ধতিতে সার্চ করতে পারেন। ততদিনে লিস্ট আপলোডের প্রক্রিয়া সম্পন্ন হবে, আশা করা হচ্ছে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের শর্ত-
১) আবেদনকারী মহিলার বয়স কমপক্ষে ২৫ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।
২) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) সরকারি কাজে নিযুক্ত থাকলে আবেদন জানানো যাবে না।
৪) কোনও পরিবার আয়কর দিলে, এই প্রকল্পের আবেদন জানাতে পারবেন না।
এছাড়া অন্যান্য শর্ত থাকবে। তা জেনে নিয়ে আবেদন জানাতে হবে।

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে সমস্যা হবে এপ্রিল মাসে সমস্যায় মহিলারা, কিন্তু কেন দেখে নিন।

কত টাকা পাওয়া যাবে?
জেনারেল ক্যাটাগরীর আবেদনকারীদের প্রতি মাসে দেওয়া হবে ৫০০ টাকা। আর SC/ ST ক্যাটাগরীর আবেদনকারীদের প্রতি মাসে দেওয়া হবে ১,০০০ টাকা।
এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *