চাকরি

DA News – পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে বড় খবর। DA আন্দোলনকারীরা বিরাট খুশি।

মহার্ঘ ভাতা (DA News) আন্দোলনকারীরা শহিদ মিনারের পাদদেশে আন্দোলন (DA Protest) চলিয়ে যাচ্ছেন তাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে। কেন্দ্র সরকার পুজোর আগে তাদের কর্মচারিদের DA (Dearness Allowance) বাড়াবে কিন্তু রাজ্য সরকার (Government Of West Bengal) এখনো পর্যন্ত DA বাড়ায়নি। আর এই কারণের জন্যই বেশ খেপে আছে জনতা। এবার এই আন্দলোনকারীদের পাশে দাড়ালো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি (Suvendu Adhikary) তিনি তাদের কে আর্থিক সাহায্য করবেন বলে জানা গেছে।

Breaking DA News By Suvendu Adhikary In Shahid Minar.

তিনি জানিয়েছেন যে বিধায়ক (MLA) হিসেবে তিনি নিজের বর্ধিত বেতন ডিএ (DA News) আন্দোলনকারীদের হাতে তুলে দেবেন।বুধবার বিকেলে শহিদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চে যান বিরোধী দলনেতা। সেখানে তিনি যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ও অন্য আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। সম্প্রতি, রাজ্যের বিধায়ক, মন্ত্রীদের বেতন বৃদ্ধির (Salary Hike) কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee).

আগামী অক্টোবর মাস থেকেই বিধায়ক এবং মন্ত্রীরা তাদের বর্ধিত বেতন পাবেন তারা সকলে। তাই বিধায়ক হিসেবে তিনিও এই বর্ধিত বেতন পাবেন তবে তিনি এই বেতন নিতে চান না। তাই এই বর্ধিত হওয়া বেতনই তিনি যৌথ মঞ্চে বা মহার্ঘ ভাতা (DA News) নিয়ে আন্দোলনকারীদের দিতে চান। তিনি এর আগেই জানিয়েছিলেন যে এই বর্ধিত বেতন BJP (Bharatiya Janata Party) সদস্যরা নেবেন না।

কিন্তু বিধানসভা থেকে জানিয়ে দেওয়া হয় বর্ধিত বেতন ফিরিয়ে দেওযার কোন নিয়ম নেই তাই তাদের কে এই বেতন নিতেই হবে। আর তাই বুধবার তিনি যৌথ মঞ্চের আন্দলনকারীদের এই নিয়ে প্রস্তাব দেন। এবং এই নিয়ে একটি চিঠিও পাঠিয়ে দিয়েছেন।

এই প্রসঙ্গে, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘আমাদের নাম অনেক মামলা রয়েছে সেই কারনে আইনি খরচের (DA News) জন্যে বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারি তার বর্ধিত বেতন আমাদের দিতে চেয়েছেন।

Salary Hike (সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি)

আমরা তার থেকে নেওয়া টাকা সরকরি কর্মচারি পর্ষদকে দেবার সিদ্ধান্ত নিয়েছি। বিধায়কদের বেতন বাড়ানো নিয়ে সরকরিকর্মীদের একাংশ সমালোচনা করেছেন। এই নিয়ে যৌথ মঞ্চের তরফে বলা হয় ”পুজোর আগে কেন্দ্রীয় সরকার ও DA দেবে। কিন্তু আমাদের রাজ্য হাত গুটিয়ে বসে আছে। তাই বিরোধী দলনেতার কাছে আমাদের আবেদন, তিনি যেন সরকারি কর্মীদের ভাতা (DA News) পাওয়ার বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে দরবার করেন।

Electricity Bill – বিদ্যুৎ বিল মুকুবের ঘোষণা রাজ্য সরকারের, লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে।

আমরা চাই কেন্দ্র সরকার অন্তত রাজ্যের সরকরি কর্মীদের দিকে মুখ তুলে তাকাক পুজোর আগে DA যেন মেলে তার একটা ব্যবস্থা করুক।” কিন্তু DA News বা এই ভাতা বৃদ্ধির জন্য কোন ধরনের তাপ উত্তাপ এখনো পর্যন্ত সরকারের তরফে দেখানো হচ্ছে না এবং ভবিষ্যতে কবে এই ধরণের কিছু দেখানো হবে সেই নিয়ে চিন্তায় সকলে। এবারে সময় বলবে কি হতে চলেছে।

Pension Seva – সকল সরকারি কর্মী ও পেনশনারদের জরুরী নির্দেশ। না মানলে পেমেন্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *