অর্থনীতি

LIC Child Plan – সন্তানের নাম করে মাত্র 150 টাকা করে জমিয়ে পান 7 লক্ষ টাকা, এই সুযোগ আর পাবেন না।

সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত? মেধাবী হওয়া সত্বেও অর্থের অভাব? LIC Child Plan থাকতে এইসব দুশ্চিন্তা ভুলে যান। রাষ্ট্রয়ত্ব বিমা সংস্থার LIC Child Plan এর এই পলিসিতে মাত্র 150 টাকা বিনিয়োগ করলেই পাবেন লক্ষাধিক টাকা। কিভাবে? কোথায় জমা করবেন? জেনে নিন।

LIC Child Plan এ কি কি সুবিধা মিলবে? এক নজরে দেখে নিন।

সকল কিছুই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই প্রতিবেদনটি পড়তে ভুলবেন না। এই টাকা দিয়ে সন্তানের উচ্চশিক্ষা বা বিদেশে গিয়ে পড়াশোনার খরচ বহন বা সন্তানের বিবাহও ভালোভাবে সম্পন্ন করতে পারবেন।

এবার সত্যি সত্যি কমছে রান্নার গ্যাসের দাম, সাধারনের হেঁসেলে ফিরলো স্বস্তি।

LIC Child Plan পলিসির নাম – এলআইসি জীবন তরুণ পলিসি (LIC Jeevan Tarun Policy)
বিশেষত, সন্তানের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে প্রত্যেক বাবা মায়ের চিন্তা সবসময় থাকে। জীবন তরুণ পলিসি হল একটি অংশগ্রহণমূলক, নন-লিঙ্কড সীমিত প্রিমিয়াম পেমেন্ট প্ল্যান। যা শিশুদের শিক্ষা ও প্রয়োজনের কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছে।

LIC Child Plan এ বিনিয়োগের পরিমান-
নূন্যতম দৈনিক ১৫০ টাকা। সর্বোচ্চ কোনো পরিসীমা নেই। অন্যান্য সুবিধা- বিনিয়োগকারী এতে বিমা কভারের সুবিধা পাবেন।

বয়সসীমা
বিনিয়োগকারী এই স্কিমে ২০ থেকে ২৪ বছরের জন্য বার্ষিক ‘সার্ভাইভাল বেনিফিট’ পাবেন। সন্তানের বয়স ২৫ বছর হলে পলিসির মেয়াদ ম্যাচিউর হবে।

সেক্ষেত্রে LIC Child Plan পলিসিতে বিনিয়োগের সময় সন্তানের বয়স ১০ বছর হলে, পলিসিটি তার ১৫ বছর পর ম্যাচিউর হবে। আর স্কিমের নিয়ম অনুসারে, ০-১২ বছর বয়সী শিশুদের জন্য পলিসিতে বিনিয়োগ করা যাবে। সন্তানের বয়স ২০ বছর না হওয়া পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে।

কিভাবে মিলছে ৫ লাখ টাকা?
সন্তানের বয়স ১২ বছর হলে এবং তার জন্য এই পলিসিতে প্রতিদিন ১৫০ টাকা বিনিয়োগ করলে বছরে ৫৪,৭৫০ টাকা প্রিমিয়াম জমা করতে হবে। এরপর আরো ৮ বছর অর্থাৎ ২০ বছর না হওয়া পর্যন্ত প্রিমিয়াম জমা করলে হবে প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

স্টেট ব্যাংক গ্রাহকদের জরুরী নির্দেশ, হেয়ালি না করে আজই এই কাজ করুন।

এরপর সন্তানের ২৫ বছর পূর্ণ হলে পলিসি ম্যাচিওর হবে। তখন এই টাকার উপর আরো ৪০% বোনাস মিলবে। আর সম্পূর্ণ টাকাও পাওয়া যাবে। বিমার পরিমান হবে প্রায় 6 লাখ টাকা। আরো বিশদে জানতে হলে নিকটবর্তী LIC অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া অফিশিয়াল ওয়েবসাইট চেক করতে পারেন।
LIC সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *