অর্থনীতি

LIC New Policy – মাত্র 58 টাকা করে জমিয়ে পান লাখ টাকা, 2023 সালে বাজার কাঁপাবে এই পলিসি।

LIC New Policy, ব্যাংক বা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করছেন? কিংবা নতুন বছরে বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে? তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি পড়তে ভুলবেন না। যে কোনো স্কিমে বা পলিসিতে টাকা বিনিয়োগ করা হয়, পাশাপাশি তার সুবিধাগুলিও দেখে নেওয়া হয়।

এই LIC New Policy তে কর ছাড়ের সুবিধাও মিলবে, বিস্তারিত জানুন।

কিন্তু জানেন কি রাষ্ট্রয়ত্ব বিমা সংস্থা LIC এর পক্ষ থেকে মহিলাদের জন্য বিশেষ LIC New Policy চালু করা হয়েছে। কেন্দ্রীয় সরকার কর্তৃক এই পলিসিতে কি কি সুবিধা মিলবে?
পলিসির নাম- LIC আধার শীলা পলিসি।
এটি একটি নন-লিঙ্কড, অংশগ্রহণমূলক, ব্যক্তিগত সঞ্চয়কারী জীবন বিমা পলিসি।

পুরনো LIC পলিসিতে প্রিমিয়াম দিলে ডবল বেনিফিট পাবেন।

কত টাকা বিনিয়োগ করতে হবে?
LIC New Policy তে দৈনিক মাত্র ৫৮ টাকা বিনিয়োগ করেই দারুন রিটার্ন মিলবে। অর্থাৎ সেই হিসেবে বিনিয়োগকারীকে বার্ষিক প্রিমিয়াম হিসেবে ২১ হাজার ৯১৮ টাকা বিনিয়োগ করতে হবে।
বয়সসীমা- পলিসিতে কমপক্ষে ৮ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছর বয়স পর্যন্ত মহিলারা বিনিয়োগ করতে পারবেন।

কত সময়ের জন্য বিনিয়োগ করতে হবে?
১০ বছর থেকে ২০ বছরের জন্য বিনিয়োগ করা যাবে।
কি কি সুবিধা মিলবে?
১) LIC আধারশিলা পলিসিতে বিনিয়োগ করলে ঋণের সুবিধাও পাওয়া যাবে৷ তার জন্য পলিসি কেনার পর কমপক্ষে ৩ বছরের বেশি সময় হতে হবে।

২) পলিসি কেনার পর যদি পলিসিধারক মারা যান, তার করা নমিনি বিমাকৃত অর্থের ৭ গুণ পর্যন্ত ফেরত পেতে পারেন৷
৩) প্রিমিয়ামের উপর কর ছাড়ের দাবিও জানানো যাবে।
৪) পলিসি কেনার পর যদি পরিকল্পনা পরিবর্তন করেন, তাহলে ১৫ দিনের মধ্যে বাতিল বা বন্ধ করা যাবে৷
৫) মেয়াদপূর্তির সর্বোচ্চ বয়স ৭০ বছর।

আধার লিংক না করলে বাতিল হবে এলআইসি পলিসি, লিংক আছে কিনা এইভাবে চেক

পলিসিতে মেয়াদপূর্তিতে কত রিটার্ন পাওয়া যাবে?
দৈনিক ৫৮ টাকার বিনিয়োগ করলে বার্ষিক প্রিমিয়াম হবে ২১,৯১৮ টাকা। ধরা যাক, ব্যক্তি ২০ বছর বয়সে ২০ বছরের মেয়াদ রেখে ৪.২৯ লাখ টাকা বিনিয়োগ করা যায়, ম্যাচিউরিটির উপর ৭.৯৪ লাখ টাকা মিলবে।
এই সংক্রান্ত নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *