ট্রেন্ডিং

LPG গ্যাস থেকে শুরু করে ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ও OTP-র নিয়ম একেবারে পাল্টে যাবে

মাসের শেষ দিনে দাঁড়িয়ে LPG Gas বা রান্নার গ্যাস সহ ক্রেডিট কার্ড (Credit Card) এবং OTP (One Time Password) এর গুরুত্বপূর্ণ নিয়ম নতুন বছর শুরুর আগেই ১ লা ডিসেম্বর থেকেই পরিবর্তন হতে চলেছে। আপনি যদি এই সমস্ত নিয়ম গুলো না জেনে থাকেন, তাহলে অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেন। তাই আজই এই সম্পর্কে জেনে নিন।

LPG Bank Credit Card TRAI OTP Rule Change

পরিবর্তনই সংসারের নিয়ম এবং এখন প্রত্যেক মাসে দুর্নীতি রুখতে এবং মানুষদের সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক নিয়ম বদল করা হয়। আর ১ লা ডিসেম্বর থেকে এরকমই কিছু নিয়মের পরিবর্তন হতে চলেছে সেই সম্পর্কে এবারে জেনে নিন। SBI এবং Axis Bank-র ক্রেডিট কার্ডের নিয়ম, সাধারণ LPG গ্যাসের দামেও পরিবর্তন আসতে চলেছে। জালিয়াতি রুখতে OTP নিয়ন্ত্রণ নিয়ে নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

১লা ডিসেম্বর থেকে নিয়ম বদল

সবচেয়ে বেশি জালিয়াতি হয় ফোনের OTP নিয়ে। আমাদের মোবাইলে অনেক সময় Spam Call or Spam SMS আসে, যেই গুলো থেকে সাধারণ মানুষকে ওটিপি বলতে বলা হয়। কোন মানুষ যদি জালিয়াতি না বুঝে সরল মনে ফোনে আসা ওটিপি বলে দেয়, তাহলে সেই ব্যক্তির ব্যাঙ্কে রাখা সমস্ত টাকা হয় খোয়াতে হয়, না হলে অন্য কোন ভাবে তাকে হেনস্থা হতে হয়।

রান্নার গ্যাস থেকে ক্রেডিট কার্ড নিয়ম বদল

এই সমস্ত জালিয়াতি বর্তমানে প্রতিনিয়ত বেড়েই চলেছে। সাইবার ক্রাইম বা জালিয়াতি রুখতে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) নতুন বছর শুরুর আগেই বিশেষ সতর্কতা অবলম্বন করতে চাইছেন। মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স জিও (Jio), সুনীল মিত্তালের ভারতী এয়ারটেল (Bharti Airtel), ভোডাফোন আইডিয়া (VI) এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানি BSNL সহ টেলিকম অপারেটর গুলিকে পয়লা ডিসেম্বর থেকেই TRAI নতুন কিছু নিয়ম কার্যকর করার কথা বলেছেন।

TRAI ভারতের টেলিকম কোম্পানি গুলোকে যে পদ্ধতিতে ট্রেসেবিলিটি নিয়ম গুলি কার্যকর করতে বলেছেন, সেই নিয়ম যদি কোম্পানি গুলো না মেনে থাকেন, তাহলে মোবাইল ব্যবহারকারীরা কোনও ওটিপিই গ্রহণ করতে পারবেন না বা আরও দেরি হতে পারে। আর এখন OTP ছাড়া কোন কিছুতেই লগইন করা সম্ভব নয়, এই জন্য সমস্যার সম্মুখীন হতে পারেন।

তেল বিপণন সংস্থা গুলি প্রতি মাসের ১ তারিখে LPG সিলিন্ডারের দাম পরিবর্তন করে৷ অক্টোবর মাসে গ্যাস বিপণন কোম্পানি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৪৮ টাকা বৃদ্ধি করেছিল। যদিও গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত ছিল। যেহেতু ডিসেম্বর, জানুয়ারি ফেস্টিভ সিজন, তাই পিকনিক ও পার্টি লেগেই থাকবে। এই জন্যই ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি (LPG Price Hike) পেতে পারে বলেই মনে করা হচ্ছে।

Bank FD Interest Rates (ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট)

পয়লা ডিসেম্বর থেকে ক্রেডিট কার্ডের নিয়মে কিছু পরিবর্তন দেখা যাবে। Yes Bank-র ক্ষেত্রে ফ্লাইট এবং হোটেলের জন্য রিডিম করা যাবে, এমন রিওয়ার্ড পয়েন্টের সংখ্যা সীমিত করা হবে, সেই সাথে HDFC Bank Regalia Credit Card ব্যবহারকারীদের জন্য লাউঞ্জ অ্যাক্সেসের নিয়মে কিছু পরিবর্তন আনতে চলেছে। ডিসেম্বর মাস থেকে HDFC ব্যাঙ্কের জন্য লাউঞ্জ অ্যাক্সেস পেতে ব্যবহারকারীদের প্রতি ত্রৈমাসিকে 1 লাখ টাকা খরচ করতে হতে পারে।

LIC জীবন উমং পলিসি। সারা জীবন বিনা পরিশ্রমে টাকা পাবেন প্রতিমাসে

আর এত কিছুর মধ্যে LPG গ্যাসের দাম নিয়েই সবচেয়ে বেশি চিন্তায় থাকবে গরীব থেকে শুরু করে সকল মধ্যবিত্ত মানুষেরা। আর ওপরে উল্লেখিত সকল তথ্য জেনে নেওয়ার ফলে আপনারা আগের থেকে সতর্ক থাকতে পারবেন এবং ১ তারিখ রবিবার তাই ২ রা তারিখ থেকে সতর্ক হয়ে আগের থেকে জেনে নিয়ে নিজের কাজ এগোতে পারবেন। Written by Shampa debnath

Related Articles