ট্রেন্ডিং

LPG Gas – গ্যাস ডিলারদের ধর্মঘট। রান্নার গ্যাস ডেলিভারি বন্ধ। চরম দুর্ভোগের আশংকা সাধারণ মানুষের।

উৎসবের মরসুমে খারাপ খবর! নভেম্বর মাসে বন্ধ বা অনিয়মিত হতে পারে LPG Gas তথা রান্নার গ্যাসের ডেলিভারি। যার ফলে Liquefied Petroleum Gas বা রান্নার গ্যাসের চরম সংকট হতে পারে। আর গ্যাস না থাকলে রান্না কিভাবে হবে? এই নিয়ে চিন্তায় অনেকেই। কি কারনে Cooking Gas ডেলিভারি বন্ধ? চলুন জেনে নিন।

LPG Gas delivery System

আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি যারা গ্যাস ডেলিভারি দেয় সেই সমস্ত কর্মীরা আর কিছু দিনের মধ্যে ধর্মঘট করতে চলেছে। এর ফলে সমস্যায় পড়তে চলেছে সাধারন মানুষেরা। এমনিতেই চলছে বাঙ্গালীর সেরা উৎসবের মরসুম, আর তার মধ্যে যদি এমন শুরু হয় তাহলে অসুবিধায় পরবে আম জনতারা। তার মধ্যে উৎসবের মরসুমে LPG Gas এর দাম বৃদ্ধি সহ গ্যাস ডেলিভারি নিয়ে যদি এই ঝামেলা শুরু হয় তাহলে বিপাকে পড়তে হবে মানুষকে এই নিয়ে চিন্তিত সকলে।

তবে আশার কথা হলো আপাতত এই আন্দোলন পশ্চিমবঙ্গে হচ্ছে না, হচ্ছে কেরালাতে। দীপাবলির আগে নভেম্বরের শুরুতেই LPG Gas ডেলিভারি বয়দের মজুরি ও ডিলারদের কমিশন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালীন ধর্মঘটের ডাক দিল কেরালার LPG Gas সিলিন্ডার ট্রাক চালকেরা। এই ধর্মঘটের ফলে, কেরালায় বন্ধ হতে পারে এলপিজি গ্যাসের সরবরাহ। শুধু তাই নয় অল ইন্ডিয়া LPG Gas ডেলিভারি ফেডারেশনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কেন্দ্র যদি কমিশন বনা বাড়ায়, তবে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়বে।

পাশাপাশি রান্নার গ্যাসের মন্দাও তৈরি হতে পারে। সম্প্রতি রাখিবন্ধনের সময় কেন্দ্রীয় সরকারের তরফে রান্নার এলপিজি গ্যাসের দাম 200 টাকা কমানো হয়েছিল। কিন্তু, তারপরেও LPG Gas Cylinder এর সরবরাহ না করায় অবাক হচ্ছিলেন কেরালার জনগণ। এবার তারই উত্তরে জানা গিয়েছে, গত এগারো মাস ধরে মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছে ট্রাক চালকরা। কিন্তু ট্রাক মালিকরা ইতিবাচক ব্যবস্থা নেননি।

PM Kisan (প্রধানমন্ত্রী কিষান যোজনা)

এরই মধ্যে অনেকবার মালিক ও শ্রমিক এবং শ্রমিক কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে।
বিগত শনিবার মজুরি বৃদ্ধির দাবিতে সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত অবস্থান কর্মসূচিও পালন করেছেন তারা। কিন্তু, তাতেও কোন সুরাহা না হওয়ায় এবং মতের পার্থক্য থাকার ফলে LPG Gas ডেলিভারি এর ট্রাক চালকরা ধর্মঘট করতে চলেছেন। শ্রমিক সংগঠন গুলির তরফে জানা গিয়েছে, দুর্গাপুজো কিংবা নবরাত্রির পরে দীপাবলির আগেই আগামী 5 নম্ভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।

আরও পড়ুন, লক্ষ্মীপুজো থেকে ভাগ্য বদল হবে এই রাশিগুলির, এই ছোট্ট কাজ করলেই টাকা গাড়ি বাড়ি সব পাবেন।

মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে চলবে এই ধর্মঘট। কত দিন চলবে এই ধর্মঘট তা এখনো জানা যায় নি। এই উত্সবের মরসুমে রান্নার গ্যাস (LPG Gas) সরবরাহ বন্ধ হলে যে ভীষণ সংকটে পড়বে সাধারন মানুষ তা জেনেও শ্রমিকদের দাবি, রাজ্যের চালকদের পরিষেবা মজুরি চুক্তি রিনিউ করার জন্য 2022 সালে আলোচনার পর এক বছর পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই তাদের অসুবিধা যখন দেখা হয়নি। তখন তারাও দেখবেন না অন্যের অসুবিধা।

আরও পড়ুন, পূজোর পরই বাংলার 90 হাজার মহিলার একাউন্টে টাকা ঢুকবে। কারা টাকা পাবেন জেনে নিন।

এখন প্রশ্ন হচ্ছে, সত্যি সত্যি যদি LPG Gas এর ডেলিভারি বন্ধ করে দেওয়া হয়, তবে হেসেলে রান্না কিভাবে হবে? আর এই খবর ছড়িয়ে পড়তেই আগাম LPG Gas Book করে মজুদ করছেন গ্রাহকদের একাংশ। যার ফলে ধর্মঘটের আগেই রান্নার গ্যাসের চরম সংকট পড়ার ও আশংকা দেখছেন অনেকেই।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *