ট্রেন্ডিং

LPG Gas Price – রান্নার গ্যাসের দাম বাড়ল একধাক্কায়, মাসের শুরুতেই মধ্যবিত্তের পকেট ফাঁকা।

আজ ১ নভেম্বর থেকেই এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম (LPG Gas Price) ১০০ টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। কলকাতা সহ সমগ্র দেশেই গ্যাসের দামের পরিবর্তন হচ্ছে বলে জানানো হয়েছে। উৎসবের মরশুমে পরপর দুইবার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় নানাবিধ সমস্যার সম্মুখীন হতে চলেছেন দেশের অসংখ্য সাধারণ মানুষেরা। বর্তমানে প্রচুর পরিমাণে মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে। এমতাবস্থায়, ‌দীপাবলির আগে রান্নার এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি (LPG Gas Price Hike) পাওয়ায় পকেটে চাপ বৃদ্ধি পাবে অনেকটাই।

Commercial LPG Gas Price Increase In India.

মূলত আজ মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি (LPG Gas Price) করল পেট্রোলিয়াম সংস্থাগুলি। 1 নভেম্বর থেকে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা বৃদ্ধি করা হল। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, আজ থেকে দিল্লিতে ১৭৩১ টাকার ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে ১৮৩৩ টাকায়। মুম্বইতে ১৬৮৪ টাকা থেকে বেড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ১৭৮৫.৫০ টাকা।

উল্লেখ্য, গত মাসেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ২০৯ টাকা বাড়ানো হয়েছিল। এরপর, আজ ১ নভেম্বর আবারো দাম বাড়ানো হল অর্থাৎ গত এক মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩০০ টাকারও বেশি বেড়েছে। কলকাতায় আজ সিলিন্ডারের দামে (LPG Gas Price) সর্বোচ্চ ১০৩.৫০ টাকা। মূলত দীপাবলির আগেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে প্রবল অস্বস্তিতে পড়েছেন ব্যবসায়ী ও হোটেল মালিক থেকে শুরু করে ছোট খাবারের দোকানিরাও।

JIO (জিওর নতুন অফার)

অন্যদিকে ১৪.২ কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম (LPG Gas Price) একই থাকায় খুশি হয়েছেন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা। আজ কলকাতায় গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ৯২৯ টাকা। মুম্বই এবং চেন্নাইতে আজকের গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে ৯০২.৫০ টাকা এবং ৯১৮.৫০ টাকা। অপরদিকে, দিল্লিতে আজ গার্হস্থ গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ৯০৩ টাকা।

Life Certificate – জীবন প্রমানপত্রের কাজ নভেম্বরেই করতে হবে। লাইফ সার্টিফিকেট নিয়ে বিরাট সুবিধা করে দিলো সরকার।

এছাড়াও, উজ্জ্বলা যোজনার আওতায় কোনও গ্রাহক কলকাতায় ৬০০ টাকায় গ্যাস বুকিং করতে পারবেন। কারণ, এই যোজনায় দামের উপর আরও ৩০০ টাকার ভর্তুকি দিচ্ছে কেন্দ্রীয় সরকার। উৎসবের মরশুমে গার্হস্থ্য এলপিজি গ্যাসের দাম (LPG Gas Price) না বাড়লেও বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম ১০০ টাকা বেড়ে যাওয়ায় খাবার ব্যবসায়ীদের নানা নিজের সমস্যার সম্মুখীন হতে হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Written by সম্প্রীতি বোস।

Ration items List – নভেম্বর মাসে কোন রেশন কার্ডে কি কি রেশন মিলবে? দেখে নিন সম্পুর্ন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *