ট্রেন্ডিং

LPG Gas Price – রান্নার গ্যাসের খরচ 100 টাকা কমে গেল! এইভাবে বুকিং করলে সুবিধা পাবেন

রান্নার গ্যাসের দাম বা LPG Gas Price নিয়ে ফের স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। সাধারন মানুষের নিত্যজীবনের প্রয়োজনীয় জিনিস হল রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder). এখন শহর থেকে গ্রামের প্রতিটি বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌছে গিয়েছে। এই এক দুই বছরের মধ্যে কিছু গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। কেন্দ্র সরকার উজ্বলা যোজনার (PM Ujjwala Yojana 2024) মাধ্যমে যারা গ্যাস ব্যবহার করছে তারাও অনেক কম দামেই গ্যাস (Liquefied Petroleum Gas) পাচ্ছেন।

LPG Gas Price Reduce Upto 100 Rupees For Paytm & Amazon Pay Customers.

এছাড়াও লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের তরফে LPG Gas Price বা রান্নার গ্যাসের দাম কমিয়ে অনেকটাই স্বস্তি দেওয়া হয়েছিল দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের। এবারে এখন যেই দাম রয়েছে সেই দাম চোকাতেও অনেকের সমস্যা হচ্ছে। এখন সেই সকল মানুষেরা ১০০ টাকা ছাড় পেতে চলেছেন। কিন্তু কিভাবে? নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে। শুধু এই পদ্ধতিতে বুকিং (LPG Gas Booking) করলে সকলেই এই সুবিধা পাবেন।

এখনো মানুষ চায় LPG Gas Price আরো একটু কমুক। কিন্তু এখন সরকারের তরফে এই নিয়ে কোন ধরণের ঘোষণা করা হয়নি, কিন্তু আপনারা অনলাইনে LPG Gas বুকিং করার সময় এই পদ্ধতি মেনে চললে আরো 100 টাকা বাঁচাতে পারেন। চলুন তাহলে সেই ট্রিক জেনে নিন। আমরা বিভিন্ন বিল পেমেন্ট করার জন্য বিভিন্ন রকমের অনলাইন অ্যাপ ব্যবহার করি।

এমনি কিছু অ্যাপ আছে যেই অ্যাপের মাধ্যমে আপনি গ্যাস বুক করলে পেয়ে যাবেন ক্যাশব্যাক এবং স্বাভাবিকভাবেই এর ফলে LPG Gas Price বা রান্নার গ্যাসের দাম কিছুটা হলেও কমে যাবে আপনাদের জন্য। কিভাবে পাবেন এই সুবিধা আর কোন কোন অ্যাপ দিচ্ছে এই সুবিধা চলুন দেখে নিন। যাতে আপনাদের এই খরচ কমে যায়।

LPG Gas Booking On Paytm App

Paytm গ্যাস সিলিন্ডার বুকিং এর সুযোগ দিচ্ছে। আপনি যদি গ্যাস সিলিন্ডার বুক করতে চান তাহলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। Paytm এর সাইট চেক করলে দেখতে পাবেন প্রথম তিনটি রিচার্জে ক্যাশ ব্যাক অফার (Paytm Cashback Offer) দেওয়া হয়। কিন্তু সবাই এই সুবিধা পাবে না। এই অফারটি মোবাইল রিচার্জ, DTH রিচার্জ, ইলেকট্রিক বিল, গ্যাস বিল পেমেন্ট এবং গ্যাস সিলিন্ডার বুকিং এর (LPG Gas Price) ক্ষেত্রে এটি প্রযোজ্য।

এর অধীনে আপনি বিল পরিশোধ করলে 100 টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পেতে পারবেন। প্রতিটি ব্যবহারকারীদের আলাদা আলাদা অফার দেওয়া হবে (LPG Gas Price). যার জন্য ক্যাশ ব্যাকও ভিন্ন ভিন্ন হবে। এই সুবিধা পেতে হলে আপনার পেমেন্টের পরিমান 48 টাকার বেশি হতে হবে। Paytm ক্যাশ ব্যাক গুলো ডাইরেক্ট ব্যাংক একাউন্টে ক্রেডিট হয়।

Aadhaar ATM (আধার এটিএম)

LPG Gas Booking On Amazon Pay

এই অ্যাপের মাধ্যমে বিল পে করলে বড় অফার পাবেন। Amazon Pay থেকে গ্যাস বুক করলে 50 টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়া যাবে। অনেকেই এই পদ্ধতিতে গ্যাস বুক করছেন। এতে ফোন করার ঝামেলা থাকছে না। এই ক্যাশ ব্যাক আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন (LPG Gas Price). Amazon Pay এর ক্ষেত্রে ক্যাশ ব্যাক গুলো Amazon Wallet এ ক্রেডিট করে দেওয়া হয়।

টানা 1 বছর রিচার্জ করতে হবে না! গ্রাহকদের দীর্ঘদিনের দাবি মিটে গেল

আর আপনারা এই পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে রান্নার গ্যাস বুকিং করলে LPG Gas Price বা রান্নার গ্যাসের দামে ৫০ – ১০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। আর এছাড়াও অন্যান্য সকল ব্যাংক বা অনলাইন পেমেন্ট অ্যাপের মাধ্যমে আপনারা ভালো পরিমাণে টাকা ক্যাশ ব্যাক হিসাবে পেতে পারবেন আর এই LPG Gas Price বা রান্নার গ্যাসের দাম নিয়ে কিছুটা হলেও আপনাদের চিন্তা কমবে।
Written by Ananya Chakraborty.

স্টেট ব্যাংকে SBI WeCare ফান্ডে মাত্র কয়েক বছরে টাকা ডবল। আজই বিনিয়োগ করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *