ট্রেন্ডিং

LPG Gas Subsidy – রান্নার গ্যাসে ভর্তুকি আরও বাড়ানো হবে, সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

রান্নার গ্যাসে ভর্তুকি বা LPG Gas Subsidy নিয়ে এক জরুরি আপডেট জানা যাচ্ছে। কিছু দিন আগেই কেন্স্রিয় সরকারের তরফে রান্নার গ্যাসে ২০০ টাকা পর্যন্ত ভর্তুকি ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই উৎসবের মরশুম আসতে আসতে ফের একবারের জন্য সরকারের তরফে সুখবর শোনানো হল সকলকে। বর্তমানে অনেক মানুষ আছে যারা গ্যাস কিনতে পারে না তারফলে তারা উনোনে রান্না করে। এতে পরিবেশ ও প্রচুর পরিমানে দুষিত হচ্ছে।

LPG Gas Subsidy Increase For Ujjwala Scheme.

তাই কেন্দ্রীয় সরকার এই সব কথা মাথায় রেখেই 2016 সালে 1লা মে তে উজ্জ্বলা প্রকল্প চালু করেছিল। এই গ্যাস আবেদন করতে পারবে শুধু বাড়ির মেয়েরা। আর এই গ্যাস (LPG Gas Subsidy) পাওয়ার জন্য বাড়ির মেয়েদের বয়স অন্তত 18 বছরের উপরে হতে হবে। আর যেসব মহিলাদের নামে আগে থেকেই অন্য গ্যাস নেওয়া আছে তারা উজ্জ্বলা গ্যাস এর জন্য আবেদন করতে পারবেন না।

এটি কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত হয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে অতিরিক্ত 75 লক্ষ LPG সংযোগ (LPG Gas Subsidy) দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ওই সময় জানিয়েছিলেন, আগামী তিন বছরের মধ্যে এই LPG সংযোগ গুলি দেওয়া হবে।

এর জন্য প্রায় 1600 কোটি টাকার ভর্তুকি (LPG Gas Subsidy) প্রদানের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। Ujjwala 2.0 এর পদ্ধতি অনুসারে, প্রথম রিফিল এবং স্টোভও সুবিধাভোগীদের বিনামূল্যে প্রদান করা হবে। প্রায় এক মাস আগে কেন্দ্রের পক্ষ থেকে আমজনতার জন্য গ্যাসের দাম হ্রাসের ঘোষণা করা হয়েছে। আগস্টের শেষের দিকে 14.2 কিলোগ্রামের গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম 200 টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে গৃহস্থের হেঁশেলে বেড়েছে স্বস্তি।

Ration Card (রেশন কার্ড)

ওই সময় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ক্ষেত্রেও 200 টাকা হ্রাস করা হয়েছিল অর্থাৎ ভর্তুকি সহ ওই প্রকল্পের সুবিধাভোগীরা 400 টাকা ছাড় পেয়েছিলেন। এখন থেকে এই প্রকল্পের অধীনে থাকা গ্রাহকদের ভর্তুকি বাড়বে। 200 র পরিবর্তে মিলবে 300 টাকা। 700 নয় এবার থেকে 600 থেকেই মিলবে গ্যাস। 14.2 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Subsidy) এতদিন 703 টাকায় পাওয়া যাচ্ছিল।

Leave Rules – পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ছুটির নিয়ম পরিবর্তন, না মানলে বেতন অর্ধেক।

এখন থেকে সেটি 603 টাকাতেই পাওয়া যাবে এবং কলকাতায় উজ্জ্বলা যোজনায় রান্নার সিলিন্ডারের জন্য এবার ব্যয় করতে হবে 629 টাকা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বুধবার মন্ত্রিসভার পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণের সময় বিষয়টি জানিয়েছেন। এছাড়াও আগামী বছর ভোটের আগে ফের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তে খুশি এই প্রকল্পের আওতায় থাকা সাধারন মানুষরা। কিন্তু সকল দেশবাসী এই সুবিধা (LPG Gas Subsidy) পাবেন না।

Primary TET Exam – টেট পরীক্ষা নিয়ে জরুরী বিজ্ঞপ্তি। এই ভুল করলে পরীক্ষায় বসতে দেওয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *