রোজগার

Lucky Lottery Numbers : লটারির জন্য লাকি নম্বর কি কি? একবার জানলে বারবার জিতবেন

আমাদের মধ্যে অনেকেই লটারি টিকিট (Lottery Ticket) কেনেন। কিন্তু এই নম্বরের খেলায় সঠিক Lucky Lottery Numbers বা লটারি কেনার লাকি নম্বর জানা থাকলে পুরস্কার জেতার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায় সকলের। বহু মানুষ লটারি কাটেন কোটিপতি বা লাখপতি হওয়ার আশায়। তবে লটারি সবাই কাটলেও কোটিপতি বা লাখপতি হন একজন। লটারিতে অনেক ধরনের পুরস্কার থাকে (How to Win Lottery).

Know Lucky Lottery Numbers Before Buy Lottery Ticket.

আপনি যদি এই রকম পুরস্কার পেতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি পড়ুন। এই প্রতিবেদনটিতে আমরা আপনাদের জানাব লটারি কাটার লাকি নম্বরের (Lucky Lottery Numbers) ব্যাপারে। তবে এই নম্বর গুলো জানলেই যে লটারি জিতবেনই এমনটা কিন্তু নয়। এর মাধ্যমে লটারি কাটার একটি ধারনা পেতে পারবেন এবং নিজের ভাগ্য বদলাতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিন এই বিষয়ে।

লটারি জেতার লাকি নাম্বার

আমাদের দেশে দিন দিন বেকরত্বের সংখ্যা বেড়েই চলছে। আর এর ফলে লটারি কাটার পরিমানও বেড়েছে। তাই লটারি কাটলে যাতে জেতা যায় তার জন্যে কি কি পদ্ধতি আছে লটারি জেতার (Lottery Winning Tricks) তা জানতে চায় মানুষ। তবে একটি বিষয় মনে রাখবেন সব জিনিস এরই অভিজ্ঞতা খুব প্রযোজন। অভিজ্ঞতা না থাকলে ততে সফল হওয়া মুশকিল (Lucky Lottery Numbers). যেই মানুষের লটারি কাটার অভিজ্ঞতা আছে অনেক দিনের তার জেতার সম্ভবনা বেশি।

লটারিতে কোটিপতি হতে চান?

ঠিক এমনই আপনার যদি লটারি জেতার টিপস নিয়ে যদি পুর্ব অভিজ্ঞতা থাকে তাহলে বাকিদের তুলনায় সহজেই আপনি লটারি জিততে (Lucky Lottery Numbers) পারবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন এই লটারি কাটা যেন নেশায় না পরিণত হয়। আর একবার এক লাকি নম্বর মেনে নিয়ে আপনারা লটারির টিকিট (Dear Lottery Ticket) কেটে নিয়ে দেখতে পারবেন।

কোন কোন রাজ্যে লটারি খেলা হয়ে থাকে?

আমাদের দেশের বিভিন্ন রাজ্যে লটারি খেলা হয়ে থাকে। কেরালা, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, আসাম, অরুনাচল প্রদেশ, মেঘালয়। ভারতে সবার প্রথমে কেরল রাজ্যে 1967 সালে লটারি খেলা শুরু হয়। দেশের মধ্যে মোট 13 টি রাজ্যে মণিপুর, সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম ও আমাদের রাজ্যেও লটারি কাটার (Lucky Lottery Numbers) চলন খুবই পুরনো ও প্রচলিত।

আপনার রাশি অনুসারে লটারি কাটার লাকি নম্বর

মেষ রাশির শুভ সংখ্যা: 9, 41, 47, 49, 60, 67.
বৃষ রাশির শুভ সংখ্যা: 14, 18, 22, 31, 37, 41.
মিথুন রাশির শুভ সংখ্যা: 4, 5, 11, 19, 52, 68 (Lucky Lottery Numbers).
কর্কট রাশির শুভ সংখ্যা: 6, 10, 15, 28, 37, 68.

সিংহ রাশির শুভ সংখ্যা: 2, 21, 23, 51, 61, 64.
কন্যা রাশির শুভ সংখ্যা: 5, 13, 18, 19, 20 (Lucky Lottery Numbers).
তুলা রাশির শুভ সংখ্যা: 3, 9, 15, 27, 54, 68.
বৃশ্চিক রাশির শুভ সংখ্যা: 1, 7, 10, 20, 21, 35.

Lakshmir Bhandar (লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নতুন আবেদন)

ধনু রাশির শুভ সংখ্যা: 7, 11, 27, 34, 63, 64.
মকর রাশির শুভ সংখ্যা: 5, 8, 13, 23, 26, 51.
কুম্ভ রাশির শুভ সংখ্যা: 8, 15, 29, 31, 49, 69 (Lucky Lottery Numbers).
মীন রাশির শুভ সংখ্যা: 14, 18, 24, 33, 60.

ভারতের বাজেট ২০২৪ পেশ মোদী সরকারের 3.0 অর্থমন্ত্রীর। সরকারি কর্মী, গরীব ও মধ্যবিত্তের জন্য কি খবর?

এই সব Lucky Lottery Numbers এর মাধ্যমে আপনারা নিজেদের রাশি অনুসারে লটারি কাটার নম্বর অনুযায়ি লটারির টিকিট আপনারা কিনবেন এবং নিজেদের ভাগ্য একবার পরীক্ষা করে দেখে নিতে পারবেন। তবে এই লটারি কাটাকে কখনোই অভ্যাসে বানিয়ে ফেলবেন না। এতে ক্ষতি হতে পারে আপনার। আপনাদের তথ্য দেওয়ার জন্য এই প্রতিবেদন, আমরা এই ধরণের জিনিসের জন্য আপনাদের উৎসাহ প্রদাহ করছি না।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *