টেক নিউজ

আধার কার্ডে থাকা মোবাইল নাম্বার পরিবর্তন করবেন কিকরে?

নতুন সিমকার্ড কেনা থেকে শুরু করে রেশন তোলা হোক অথবা হোক ব্যাংকের কোনো কাজ কিংবা কোনো পরীক্ষার বা কলেজ ও ইউনিভার্সিটির ফর্ম ফিলাপ, সর্বত্র প্রয়োজন পরে আধার কার্ড। ২০০৯ সালে প্রথম চালু হবার পর থেকেই ভারতের নাগরিক হিসেবে প্রমানপত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আধার কার্ড। সাধারণ জনগণের আজকাল প্রায় বেশিরভাগ কাজেই প্রয়োজন পরে আধার নম্বর বা আধার কার্ড। ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার সময়ে বা কোনো সরকারি কর্মসূচিতে নিজেকে রেজিস্ট্রার করার সময়ে আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসে এবং সেই ওটিপি প্রয়োজন পরে বাকি প্রসেস সম্পন্ন করতে।

সকলকেই নিজের আধার কার্ড ও মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে রাখতে হয়। কোনো কারনে ফোন নম্বর পরিবর্তন করতে হলে একইসাথে আধার কার্ডের সাথে নতুন নম্বর লিঙ্ক করা আবশ্যক হয়ে পরে। পরিবর্তিত ফোন নম্বরের সাথে নিজের আধার কার্ড লিঙ্ক করতে কিছু ধাপ অনুসরণ করতে হয়।

আধার কার্ডের সাথে লিঙ্কড ফোন নম্বর পরিবর্তন পদ্ধতি:-
(১) প্রথমেই গুগলে গিয়ে টাইপ করতে হবে UIDAI, এবং ক্লিক করতে হবে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। uidai.gov.in

(২) এরপর ওয়েবসাইটের প্রথম পেজে নিজের স্বাচ্ছন্দ্যের ভাষা সিলেক্ট করে নিতে হবে।

(৩) এরপর Get Aadhaar ট্যাবের আন্ডারে থাকা Book an Appointment অপশনে ক্লিক করতে হবে।

(৪) এরপর একটি নতুন পেজ খুলে যাবে, সেখানে Book an Appointment at Registrar run Aadhaar Seva Kendra লেখা অপশনের নীচে থাকা Proceed to Book Appointment -এ ক্লিক করতে হবে।

(৫) এরপরে আরেকটি পেজ ওপেন হবে, সেখানে যে নতুন মোবাইল নম্বরটি আপনি যোগ করতে চান সেটি এবং ক্যাপচা এন্টার করতে হবে ও Sent OTP তে ক্লিক করতে হবে।

(৬) এরপর সেই মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি এন্ট্রি করতে হবে ও ক্লিক করতে হবে Submit OTP & Proceed অপশনে।

জারি হলো নতুন তিন ট্রাফিক আইন। এখনই জেনে রাখুন।

(৭) তারপরের পেজে Update Aadhaar অপশনে ক্লিক করলে আধার কার্ড আপডেট করার পেজ খুলে যাবে। সেখানে নিজের নাম ও আধার নম্বর দিতে হবে এবং What Do You Want to Update এর আন্ডারে থাকা Mobile Number অপশন সিলেক্ট করতে হবে। এরপর যথাক্রমে Proceed ও Ok তে ক্লিক করতে হবে।

(৮) এরপরে আপনাকে নাম, আধার নম্বর ও নতুন দেওয়া মোবাইল নম্বর শো করবে সেখানে Save & Proceed অপশনে ক্লিক করতে হবে ও Update Details এর আন্ডারে থাকা লেখাটিতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে ও Submit এ ক্লিক করতে হবে।

(৯) আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট। এরপর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। তার জন্য প্রথমেই Book Appointment -এ ক্লিক করুন।

(১০) এরপর Search Enrollment Centre -এর আন্ডারে নিজের পিনকোড, স্টেট বা আধার সেন্টারের নাম দিয়ে নিকটতম সেন্টার খুঁজে প্রেফারেবল ডেট ও টাইম এন্টার করে Submit করলে অ্যাপয়েন্টমেন্ট বুকিং কনফার্ম করার অপশন আসবে, সাথেই ৫০ টাকা সেন্টারে দিতে হবে সেটাও দেখানো হবে।

(১১) এরপর Confirm -এ ক্লিক করলেই Aadhaar Update Form নামে একটি PDF সেভ হয়ে যাবে আপনার ফোনে, সেটিকে অ্যাপয়েন্টমেন্টের দিন সাথে করে নিয়ে যেতে হবে।

(১২) এরপর সেন্টারে আপনার বায়োমেট্রিক নেওয়া হবে ও ভেরিফিকেশন করা হবে।

সব প্রসেস সম্পন্ন হলেই পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আপনার নতুন নম্বরের সাথে আধার কার্ড লিংক করে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *