ট্রেন্ডিং

Budget 2024 : ভারতের বাজেট ২০২৪ পেশ মোদী সরকারের 3.0 অর্থমন্ত্রীর। সরকারি কর্মী, গরীব ও মধ্যবিত্তের জন্য কি খবর?

চলতি বছর ভোটের আগে 1 লা ফেব্রুয়ারি অন্তর্বর্তিকালীন বাজেট (Union Budget 2024) পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman). আর ভোটের পরে পুর্ণ বাজেট পেশ করবেন বলেও জানিয়েছিলেন। সেই মত 23 শে জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোদী 3.0 এর প্রথম বাজেট পেশ করবেন। আর ক্ষমতায় আসার সাথে সাথে পুর্ণ বাজেটে কি কি ঘোষনা করবেন অর্থমন্ত্রী (Finance Minister) সেই দিকেই নজর সবার।

Union Budget 2024 Announcement Fact Check News.

এই Budget 2024 পেশ প্রসঙ্গে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে তিনি বলেছেন, 23 শে জুলাই কেন্দ্রীয় বাজেট 2024 পেশ করা হবে। 22 শে জুলাই থেকে বাজেট অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি (President) উভয় কক্ষে 22 শে জুলাই থেকে 12 ই অগাস্ট পর্যন্ত বাজেট অধিবেশন করার অনুমতি দিয়েছেন।

মোদী সরকার ৩.০ পূর্ণ বাজেট

23 শে জুলাইের Budget 2024 অধিবেশন নিয়ে অনেকের অনেক প্রত্যাশা রয়েছে। একটি আভাস পাওয়া গিয়েছে মধ্যবিত্তদের জন্যে কর ছাড়, নারীর ক্ষমতায়ন, কৃষকদের আয় বাড়ানো, যুবকদের কর্ম সংস্থানের পরিকল্পনার ঘোষনা করা হতে পারে। বিশেষজ্ঞরা আরো মনে করেন অর্থমন্ত্রী আরো বড় ঘোষনা করতে পারে। রেলপথ, সড়ক ও পরিবহন খাতে আগের বাজেটের তুলনায় বেশি পরিমান টাকা বরাদ্দ করা হতে পারে।

বাজেট ২০২৪ সম্ভাব্য ঘোষণা কি?

এছাড়া পরিকাঠামো, উৎপাদন, অটো, গ্রিন এনার্জি, রিয়েল এস্টেট এবং কৃষি খাতের জন্য একটি বড় বাজেট পেশ করতে পারেন। আর লোকসভা ভোটে আসন কমার জন্য অনেকেই মনে করছেন যে এই বাজেট নিয়ে সাধারন মানুষরা কি কি আশা করছেন সেই বিষয়ে জেনে নিন। আর এবারের Budget 2024 দেশবাসীকে খুশি করার জন্যই হতে পারে বলে মনে করা হচ্ছে।

Income Tax Rebate in Budget 2024

বলা হচ্ছে এবার মধ্যবিত্তদের স্বস্তি দিতে আয়কর সংক্রান্ত বিকল্প গুলো গুরুত্বের সাথে বিবেচনা করছে অর্থমন্ত্রক। গত 5 বছরে সরকার নতুন কর ব্যবস্থা প্রয়োগ করেছিলেন। এর অধীনে 50 হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন (Standard Deduction) পর্যন্ত আয়ের উপরে কোন কর ধার্য করা হয় না। পুরনো কর (Old Income Tax Slab) ব্যবস্থায় কোনো পরিবর্তন হয়নি। এমন পরিস্থিতিতে এবার পুরনো কর ব্যবস্থায় পরিবর্তনের প্রত্যাশা করা হচ্ছে।

Income Tax Slab Change in Budget 2024

অর্থমন্ত্রী এই বাজেটে কোনো করের ক্ষেত্রে আয়ের সীমা বর্তমানের 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করতে পারেন। সরকার এবার Budget 2024 কর কমিয়ে কম আয়ের ব্যাক্তিদের খরচ করার প্রবণতা বাড়নোর চেষ্টা করা হচ্ছে। এই ছাড় নতুন কর ব্যবস্থায় প্রযোজ্য হতে পারে। এর পাশাপাশি ট্যাক্স স্ল্যাবের (Income Tax Slab) হার ও কমানো হতে পারে।

Indian Farmers Income Hike Possibilities in Budget 2024

এই বাজেটে পিএম কিষান যোজনায় (PM Kisan Yojana) যে পরিমান ভাতা দেয় সেই ভাতার পরিমান বাড়াতে পারে। 6000 টাকাকে বাড়িয়ে 8000 করা হতে পারে। 8000 টাকা করলে কৃষকরা বছরে 3 টি কিস্তির জায়গায় 4 টি কিস্তিতে টাকা পাবে। তবে এই নিয়ে এখন তেমন কিছু ঘোষনা করা হয়নি। এবারে সেই (PM Kisan 17th Installment) নিয়ে কোন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Govt Employees (সরকারি কর্মচারী)

Govt Scheme for Women Empowerment

অনেকেই মনে করছেন এবারের বাজেটে মোদী সরকার মহিলাদের উন্নতির জন্য ভর্তুকি (Government Subsidy) করতে পারে। বিশেষ করে রান্নর গ্যাস (LPG Gas) ও স্বাস্থ্য পরিষেবায় ভর্তুকি দেওয়া হতে পারে। এছাড়া সরকার নারীদের কর ছাড় দেওয়ার কথাও ভাবতে পারে। Budget 2024 এর মধ্যে এই নিয়ে কোন বড় ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

ঋণ নিয়ে ঋণগ্রহীতা মারা গেলে কে EMI চোকাবে? RBI এর নিয়ম জেনে নিন

Employment in Budget 2024

কিছু কিছু রিপোর্ট দেখে বেসরকারি খাতে চাকরির পরিমান বাড়ছে। এবার, মনে করা হচ্ছে, এই বাজেটে যুবকদের জন্য সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি খাতে, পরিকাঠামো, উৎপাদন, আইটি, গ্রিন এনার্জি এবং রেলে চাকরির সুযোগ বাড়ানোর চেষ্টা করা হতে পারে। এবারে ২৩ শে জুলাই বাজেটে ঠিক কি ঘোষণা হতে চলেছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *