Business: ফলের ব্যবসায় ‘লক্ষ্মীলাভ’! মোটা টাকা উপার্জন করুন পুজোর আগেই
বর্তমানের যুগে চাকরি অনেকেই আর করতে চাইছেন না! কারণ অনেকেই এখন ব্যবসার (Business Idea) দিকে ঝুঁকে যেতে চাইছেন। আর এই কারণের জন্য আমরা আজকে আপনাদের জন্য এমনই এক নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে জানিয়ে দিতে চলেছি যে যার মাধ্যমে বাড়িতে বসেই বেশি পরিশ্রম না করার মাধ্যমে আপনারা ভালো অঙ্কের টাকা মুনাজা অর্জন করতে পারবেন।
Strawberry Farming Business Idea 2024 in India
কিন্তু ব্যবসা (Business) করব বললেই তো আর করা যায় না। সঠিক ব্যবসা নির্বাচন করার মাধ্যমে আপনারা এই কাজ শুরু করলে আখেরে ভালো মুনাফা পেতে পারবেন। সকলেই এই ব্যবসা করতে পারবে কিন্তু দার্জিলিঙে (Darjeeling) থাকা মানুষেরা এই কাজ আরও ভালো করে করতে পারবে। তাহলে আপনার বাড়ি কি দার্জিলিঙে? তাহলে আপনি ছোট্ট একটি ফল চাষ করেই হতে পারবেন লাখপতি। কি চাষ করলে হবেন লাখপতি নিশ্চই জানতে ইচ্ছে করছে! তাহলে ঝটপট প্রতিবেদনটি পরে ফেলুন।
স্ট্রবেরি ব্যবসা করে লাখপতি
যারা পাহাড় ভালবাসে তাদের ঘুরতে যাওয়ার তালিকায় প্রথমেই থাকে দার্জিলিঙের নাম। এই জায়গার চা খুব বিখ্যাত তা আমরা সবাই জানি। দার্জিলিঙের প্রচুর মানুষ এই চা চাষের সাথে যুক্ত। তবে এবার এখানকার মানুষরা আর একটি নতুন চাষের সন্ধান পেয়েছে (Business). যা চাষ করে উপার্জন করা যায় অনেক টাকা। আমরা যে চাষের কথা বলছি তা হল স্ট্রবেরি চাষ (Strawberry Farming Business).
চাষের ব্যবসা করে লাখপতি
এখন দার্জিলিঙ সংলগ্ন রোহিনীর রত্নাডাং এলাকার মানুষ স্ট্রবেরি চাষ করতে উদ্যোগী হয়েছে। বাড়ির মধ্যেই এই চাষ করে লাভবান হচ্ছেন তারা। এই স্ট্রবেরি ফল দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও দারুন। পর্যটকরা এই স্ট্রবেরি চাষ দেখতে আসে (Business). আবার অনেকে কিনে নিয়ে যায়। প্রায় দীর্ঘ 6 বছর যাবৎ রোহিনীর রত্নাডাং এলাকার মানুষ রা স্ট্রবেরি চাষ করছেন।
ফলের ব্যবসা শুরু করুন
কালিম্পং, দার্জিলিং সহ অনেক জায়গায় এই ফল পৌঁছে যায়। পাহারের কোলে স্ট্রবেরি চাষ করতে চাইলে পাহারের অনুকুল পরিবরশের দরকার (Fruit Business). আর এই গাছে যখন ফল ধরে তখন মন খুশিতে ভরে ওঠে। আর তাহলে কিভাবে এই কাজ করা যায় সেই সম্পর্কে আপনারা জেনে নিন যাতে এই কাজ করার মাধ্যমে আপনাদের ভালো টাকা উপার্জন করতে পারেন।
কিভাবে স্ট্রবেরি চাষ করতে হয়?
স্ট্রবেরি নিজের বাড়িতেই চাষ করতে পারবেন। বাড়ির ফাঁকা জায়গায় জঙ্গল পরিষ্কার করে সেখানে ছোট্ট ছোট্ট করে জমির আলের মত লম্বা বক্স তৈরি করতে হবে। তারপরে প্লাষ্টিক বিছিয়ে তার উপরে ছোট্ট ছোট্ট করে গাছ লাগানোর জায়গা তৈরি করতে হয়। জৈব সারেই হয় স্ট্রবেরি চাষ। স্থানীয় এক ব্যাক্তি জানান তিনি অনেকদিন ধরে স্ট্রবেরি চাষ করছেন। পরিচর্যার জন্যে একটু পরিশ্রম করতে হয় কিন্তু যখন ফল ধরে তখন মন খুশিতে ভরে ওঠে।
পোস্ট অফিস সেভিংস স্কিমে পাবেন 7.7% সুদ! 50 হাজার জমালে কত রিটার্ন পাবেন?
স্ট্রবেরি চাষের সেরা সময় সেপ্টেম্বর মাস। কম খরচে এই চাষ করা যায়। চাইলে আপনিও এই চাষ করতে পারেন। বাজারে স্ট্রবেরির চাহিদা খুব। এই ফল দিযে জ্যাম, জেলি অনেক কিছু তৈরি হয়। অনেকে স্ট্রবেরি খেতেও সুস্বাদু তাই পর্যটকরা এই ফল খেতে খুব ভালোবাসেন (Business). আপনিও এই চাষ কম খরচে শুরু করে প্রচুর টাকা আয় করতে পারবেন।
Written by Ananya Chakraborty.