ট্রেন্ডিং

LPG গ্যাস থেকে আধার ও ব্যাঙ্ক, ১লা সেপ্টেম্বর থেকে চিরতরে বদলে যাবে এই নিয়ম

আর কিছুদিন বাদেই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস, আর পরের মাসে LPG গ্যাস থেকে শুরু করে আধার কার্ড (UIDAI Aadhaar Card), HDFC Bank এছাড়াও DA সহ একাধিক নিয়মে পরিবর্তন হতে চলেছে। আর এই সকল নিয়ম আগস্ট মাসের শেষে এই সম্পর্কে জেনে নিতে পারলে আপনারা অনেক রকমের ঝামেলা থেকে বাঁচতে পারবেন। আর এর ফলে আপনাদের অনেক সময়ও বাঁচতে পারবেন (Liquefied Petroleum Gas).

LPG Aadhaar HDFC Bank Rupay Credit Card Rules Change

‘পরিবর্তনই সংসারের নিয়ম’ এই কথাটি আমরা সকলেই কোন না কোন সময়ে শুনেছি আমাদের চারিপাশে। আর ১লা সেপ্টেম্বর থেকে LPG Gas এর দাম সহ ব্যাংকিং নিয়মে অনেক পরিবর্তন আসতে চলেছে। আর উৎসবের মরশুমের আগে এই ধরণের সকল নিয়ম অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাহলে আসুন এবারে এই সকল নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

New Rules Started from 1st September 2024

1) বর্তমানে দেশের গ্রাম থেকে শহর প্রায় প্রত্যেকটি বাড়িতেই রান্নার গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) ব্যবহার করা হয়। গত জুলাই মাসে গ্যাসের দাম (LPG Gas Cylinder Price) কমেছিল। আগস্টে আবার বৃদ্ধি পায় গ্যাসের দাম। তবে সেপ্টেম্বর মাসে গ্যাসের দাম কমতে পারে বলে আশা করছেন অনেকে। সাধারন মানুষদের এতে উপকার হবে বলে মনে করা হচ্ছে।

2) টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে স্প্যাম কল (TRAI on Spam Call) নিয়ন্ত্রণের ব্যাপারেও বড় পদক্ষেপ নেওয়া হবে। ১লা সেপ্টেম্বর থেকেই মোবাইল ফোন ব্যবহারকারীদের স্প্যাম কল নিয়ন্ত্রণ করা হবে। দেশের টেলিকম সংস্থা যেমন – Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea, BSNL দের এই নিয়ে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

3) সেপ্টেম্বর মাসে HDFC Bank-র রিওয়ার্ড পয়েন্ট এও লিমিট লাগানো হয়েছে। Electric Bill, Water Bill এই সব প্রয়োজনীয় পরিষেবায় বিল পেমেন্ট (Online Bill Payment) করলে একজন গ্রাহক সর্বাধিক 2000 রিওয়ার্ড পয়েন্ট পেতে পারে। এর সাথে IDFC ব্যাঙ্কের সাথে ক্রেডিট কার্ডে পেমেন্ট এর তারিখ 15ই সেপ্টেম্বর করে দেওয়া হবে। এছারা UPI এবং অন্যান্য প্ল্যাটফর্মে যদি RuPay Credit Card ব্যবহার করা হয় তাহলে অন্য কার্ডএর মত একই রিওয়ার্ড পয়েন্ট (Reward Point) দেওয়া হবে।

Dearness Allowance (বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি)

4) সেপ্টেম্বর মাসে কেন্দ্র সরকারি কর্মীদের (Central Government Employees) দ্বিতীয় দফায় মহর্ঘ ভাতা বাড়তে পারে। অনেক দিন যাবৎ কেন্দ্র সরকারি কর্মদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ার ব্যাপারে কানা ঘুষো শোনা যাচ্ছে। খুব তাড়াতাড়ি কেন্দ্র সরকারি কর্মীদের 3% মহার্ঘ ভাতা বারাতে পারে কেন্দ্র। 1লা জুলাই থেকে তা কার্যকর হবে।

25 লাখের SBI Home Loan নিলে প্রতিমাসে কত টাকা EMI দিতে হবে? ঋণ শোধের সম্পূর্ণ হিসাব একনজরে

5) এই গুলোর সাথে আধার কার্ড সংশোধন (Aadhaar Card Update) নিয়েও নতুন আপডেট দিতে পারে কেন্দ্র। শোনা যাচ্ছে 14ই সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ডের যে কোনো ভুল বা আপডেট ফ্রিতে (Free Aadhaar Update) করে দেওয়া হবে। এই তারিখের পর থেকে হয়তো চার্জ দিতে হতে পারে আধার কার্ড সংশোধন বা আপডেট করার জন্য। এই সকল নিয়ম সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Ananya Chakraborty.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *