ট্রেন্ডিং

LPG Gas: রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা গ্রাহকদের জন্য! কতটা সুবিধা হবে এবারে?

রান্নার গ্যাস (LPG Gas) নিয়ে দেশের সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের চিন্তার শেষ নেই। আর কিছুদিন বাদে নতুন মাস শুরু হয়ে যেতে চলেছে আর মাসের শুরুতেই আবার একবারের জন্য এই রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price) পরিবর্তন হতে চলেছে। আর সেই নিয়েই চিন্তায় অনেকে, কিন্তু এবারে এই গ্যাস (Liquefied Petroleum Gas) নিয়ে এক জরুরি ঘোষণা করা হল।

LPG Gas KYC Update Date Increase

গ্যাস সিলিন্ডারের সাথে ই-কেওয়াইসি (LPG Gas) করার কথা অনেক দিন থেকেই বলছে কেন্দ্র সরকার। গত সেপ্টেম্বর মাসে E-KYC করার শেষ তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু এই তারিখ বাড়িয়ে দিল পেট্রোলিয়াম মন্ত্রক। এর ফলে গ্রাহকরা স্বস্তি পেয়েছে। কত তারিখ পর্যন্ত বাড়ানো হল সময় সীমা? আর কেন বাড়ানো হল সময় সীমা চলুন জেনে নিন বিস্তারিত।

Why LPG Gas KYC Timing Increase?

রান্নার গ্যাসের সাথে e-KYC করার কাজ সময়ের মধ্যেই শেষ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল পেট্রোলিয়াম মন্ত্রক। কিন্তু এই সময়ের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত এই কাজ সম্পন্ন করতে পারেনি। লিঙ্ক করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ডিস্ট্রিবিউটারদের উপরেও চাপ বাড়ছে। তাই সময়সীমা বাড়িয়ে দিল পেট্রোলিয়াম মন্ত্রক।

রান্নার গ্যাস আধার লিঙ্কে কি সমস্যা?

  • অনেক বয়স্ক গ্রাহকদের লিঙ্ক করাতে গিয়ে আঙ্গুলের ছাপ মিলছে না ফলে লিঙ্ক করতে পারছেন না তারা।
  • অনেক গ্রাহক আছে যাদের বাড়ি অনেক দূরে তাদের কাছে পৌঁছানো কঠিন।
  • এখন অনেক জায়গায় আঙ্গুলের চাপ নিয়ে আর্থিক প্রতারণা করা হচ্ছে।
  • এই জন্য অনেকেই আঙ্গুলের চাপ দিতে চাইছে না। ফলে এই কাজে জটিলতা তৈরি হচ্ছে।
Medhashree Scholarship (মেধাশ্রী স্কলারশিপ)

অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট বিজন বিশ্বাস বলেছেন, আধার কার্ড লিঙ্ক করার সমস্যার জন্য অনেক গ্রাহক ভর্তুকি ঠিক মত পাচ্ছেন না। এই সমস্যা গুলো থাকা সত্ত্বেও পেট্রোলিয়াম মন্ত্রক (Ministry of Petroleum and Natural Gas) LPG Gas e-KYC-র কাজ শেষ করার জন্য ডিস্ট্রিবিউটারদের (LPG Distributor) উপরে চাপ দিচ্ছে।

1, 5 ও 10 টাকার কয়েন নিয়ে সতর্কতা জারি RBI-র! ঠিক কি জানানো হল?

কতদিন সময়সীমা বাড়ানো হল?

LPG Gas KYC করার সময় সীমা 31 শে সেপ্টেম্বর থেকে বাড়িয়ে আগামী বছর 2025-র 31 শে মার্চ করা হয়েছে। বর্তমানে রাজ্যের প্রায় 65 শতাংশ রান্নার গ্যাসের গ্রাহক KYC করার কাজ শেষ করেছে। এর আগের সময়সীমা দেওয়া হয়েছিল 31 শে সেপ্টেম্বর মৌখিকভাবে। এখন এই সময়সীমা বাড়ান হয়েছে। এতে একটু হলেও স্বস্তি পেয়েছে সাধারন মানুষ।
Written by Ananya Chakraborty.

Related Articles