ট্রেন্ডিং

LPG কানেকশন বন্ধ হবে! গ্রাহকদের ‘সাবধান’ হওয়ার দরকার

রান্নার গ্যাস (LPG Gas) গ্রাহকদের জন্য ফের এক নতুন খবর। এই উৎসবের মরশুমের মধ্যে এমনিতেই সকল জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। আর বিগত কিছু মাস ধরে ঘরোয়া রান্নার গ্যাসের দাম (Liquefied Petroleum Gas) খুব একটা কমেনি আবার বাড়েনি। কিন্তু যেই দামে বিক্রি হচ্ছে তা সামান্যের থেকে অনেক বেশি বলেই মনে করছেন অনেকে।

LPG Aadhaar KYC Update from Government

দেশ উন্নত হচ্ছে সাথে সাথে উন্নত হচ্ছে দেশের মানুষ। বর্তমানে প্রায় বেশিরভাগ বাড়িতেই কাঠ কয়লায় রান্না বাদ দিয়ে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্না করেন মানুষরা। শহর থেকে গ্রাম সব জায়গায় পৌছে গিয়েছে গ্যাসের সংযোগ। কিন্তু বর্তমানে যে হারে দুর্নীতি চলছে সব ক্ষেত্রে তাতে রান্নার গ্যাস সিলিন্ডারও আছে। রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে বহু অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে বানিজ্যিক (Commercial LPG) কাজে ব্যবহার করছেন।

LPG Gas KYC

তাই এই অসাধু ব্যবসায়ীদের রুখতে গ্যাস সিলিন্ডারের সাথে E-KYC করার কথা বলছে কেন্দ্র সরকার। সরকার অনেক দিন যাবৎ বলছে ই-কেওয়াইসি করার কথা। এই E-KYC যদি না করেন তাহলে অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা। আপনার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে বলে এমন কথা শোনা যাচ্ছে।
দেশের সব গ্যাস কোম্পানির (LPG Gas Company) গ্রাহকদেরই এই কাজ করতে হবে।

রান্নার গ্যাস আধার লিঙ্ক

তবে বর্তমানে শুধুমাত্র যাদের 2019 সালের বা তার আগের গ্যাস সংযোগ নেওয়া আছে তাদেরকে বাধ্যতামূলক ভাবে 31 শে ডিসেম্বরের আগেই এই কাজ করতে হবে। তবে আগামীতে সব গ্রাহকদেরই এই কাজ সারতে হবে। এজেন্সি গুলোর কর্মীরা সব গ্রাহকদের ঘরে ঘরে গিয়ে গ্যাসের ওভেন ও পাইপ পরীক্ষা করবেন। যদি 2019 সালের আগের পাইপ থাকে তাহলে সেটাও পরিবর্তন করা বাধ্যতামূলক।

পেট্রোলিয়াম কোম্পানি গুলো ঘরোয়া সংযোগের বিষয়ে তাদের গ্রাহকদের ইতিমধ্যে চিহ্নিত করা শুরু করেছে। উপভোক্তাদের নিরাপত্তা বিষয়ে ডোর টু ডোর চেক করার পরামর্শ দেওয়া হয়েছে সংস্থা গুলোর তরফ থেকে। তাই এজেন্সি গুলো গ্রাহকদের সচেতন করা শুরু করেছে এই ব্যাপারে। বিভিন্ন জেলায় ডিলাররা (LPG Dealer) তাদের গ্রাহকদের বাড়িতে গিয়ে সব কিছু চেক করে দিয়ে আসছেন।

এখন ঘরোয়া গ্যাস সিলিন্ডার এর দাম 903 টাকা। কেন্দ্র সরকার সাধারন গ্রাহকদের ভর্তুকি দিচ্ছে 48 টাকা আর উজ্জ্বলা যোজনার গ্রাহকদের দিচ্ছে 300 টাকা অর্থাৎ সাধারন গ্রাহকরা সিলিন্ডার পাচ্ছেন 855 টাকায় আর উজ্জ্বলা যোজনার গ্রাহকরা পাচ্ছেন 550 টাকায়। কিন্তু দীর্ঘ দিন ধরে ভোক্তাদের জরিপ না করায় ভর্তুকি দেওয়া মুশকিল হয়ে পরেছে এই সমস্যা গুলোর বিষয়ে সম্প্রতি সরকারের দেওয়া নির্দেশ অনুসারে পেট্রোলিয়াম মন্ত্রক একটি প্রচার চালাতে শুরু করেছে।

E Shram Card (ই শ্রম কার্ড)

গ্যাস সিলিন্ডার নিয়ে মাঝে মধ্যেই বিপদ ঘটতে শোনা যায় তাই গ্যাস সংযোগকারী আর সিলিন্ডারের নিরাপত্তার কথা মাথায় বাড়িতে গিয়ে গ্যাস ও ওভেন পরীক্ষা করা খুব জরুরী। তাই এবার থেকে এজেন্সির কর্মীরা বাড়িতে গিয়ে সব কিছু দেখবে আর পাইপ আর অন্যান্য জিনিস যদি প্রতিস্থাপন করতে হয় তাহলে সেই কাজ করিয়ে দেবে। এই কাজটির সাথে LPG E-KYC ও করিয়ে দেওয়া হবে। সব গ্রাহকদের এই বিষয়ে সচেতন করছে সংস্থা গুলো।

দীপাবলি বাম্পার অফার Jio-র তরফে! গ্রাহকদের জন্য দারুণ সুযোগ

কেন্দ্র সরকার তাদের নির্দেশিকায় বলেছে, 2024 সালের 31 শে ডিসেম্বরের আগে এই প্রক্রিয়া শেষ করতে হবে। নাহলে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হবে। তাই এই ঝামেলায় পড়তে না চাইলে দ্রুত LPG KYC করে ফেলুন। গ্যাস সংস্থার ওয়েবসাইটে বা অফিসে গিয়ে আধার কার্ড, মোবাইল নাম্বার আর কনজিউমার নাম্বার দিয়ে ই-কেওয়াইসি এর কাজ করতে হবে।
Written by Ananya Chakraborty.

Related Articles