অল্প পুঁজিতে শুরু করুন নিজের ব্যবসা, কম সময়ে হয়ে উঠুন লাভবান
আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করার ইঁদুর দৌড়ে সবাই মশগুল। আমরা খুব অল্প সময়ে নিজেদের সাফল্যের শিখরে দেখতে চাই। কিন্তু রোজগারের প্রধান উৎস হিসেবে দ্রুত একটা মোটা মাইনের চাকরি পেয়ে যাওয়া এখন কিছুটা দিবাস্বপ্ন দেখার মতন। আবার অনেকে ১০টা-৫টার গতানুগতিক চাকরি করতে পছন্দ করেন না।
অতএব বহু মানুষই এখন চাইছেন নিজের ব্যবসা শুরু করে শুধু মাত্র স্বাবলম্বী হতে না নিজের ভবিষ্যৎকেও সুরক্ষিত করতে। কিন্তু সেক্ষেত্রে একটি দ্বিধা বোধ চলে আসে। সেটি হলো অল্প পুঁজিতে কম সময়ে ব্যবসাতে লাভের মুখ দেখার সম্ভাবনা কতোটা? আর এই প্রশ্নের জবাব দিতেই আমরা এমন কিছু ব্যবসার কথা আপনাদের সামনে তুলে ধরবো যেগুলোতে মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা এমনকী তার চেয়েও অল্প বিনিয়োগে আপনি নিজের ব্যবসা আরম্ভ করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক এমনই সব ব্যবসার ব্যাপারে।
অনলাইনে ব্যবসা:-
সোশ্যাল মিডিয়ার যুগে বাড়িতে বসেই আপনি ফেসবুক লাইভ এর মাধ্যমে নিজের যেকোনো ব্যবসা শুরু করতে পারেন। এইক্ষেত্রে বলে রাখা ভালো বর্তমানে ফেসবুক লাইভে হাতের তৈরি বিভিন্ন রকমের গয়না, জামা কাপড়, ঘর সাজানোর সামগ্রী, ঘড়ি, সানগ্লাস ইত্যাদি দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের ব্যবসা করে শুধু মাত্র মেয়েরা নন, বহু বেকার যুবকও নিজের উপার্জনের রাস্তা তৈরি করছেন। এই অনলাইন ব্যবসার ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতন নূন্যতম বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে পারেন।
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা সাজিয়ে নম্বর বাড়ানোর উপায়।
ফাস্টফুডের ব্যবসা:-
কমবেশী সকলেই আমরা মুখরোচক ফাস্টফুড খেতে ভলোবাসি। তাই রোল, চাউমিন, মোমো, পিজ্জা, বার্গার ইত্যাদির ফাস্টফুডের দোকান কম পুঁজিতে একটি লাভজনক ব্যবসা হয়ে উঠতেই পারে।
সবজি,ফল ও ফুলের ব্যবসা:-
মাত্র ১০ থেকে ১২ হাজার টাকায় কিংবা তারও কম অর্থে সবজি, ফল অথবা ফুলের ব্যবসা শুরু করা যায়। পুঁজির সঙ্গে বুদ্ধি খাটিয়ে এই ব্যবসা আরম্ভ করতে পারলে এখানে লাভের সম্ভাবনা সবথেকে বেশি।
আচারের ব্যবসা:-
পুরোনোদিনে ঘরে ঘরে বাড়ির মহিলারাই আচার তৈরী করতেন। কিন্তু আজকের এই ব্যস্ততার যুগে কারো পক্ষেই এতো ধৈর্য্য আর সময় নিয়ে আচার বানানো সম্ভব হয়ে উঠে না। অথচ আচারের যথেষ্ট চাহিদা আজও লোকজনের মধ্যে আছে। তাই কোনো ব্যক্তি নিজের বাড়ি থেকে এই ব্যবসা শুরু করতে পারেন আর ভালোভাবে চালাতে পারলে অল্প সময়েই নিজের শহর বা গ্রাম ছাড়িয়ে অনলাইনে ব্যবসা করে লক্ষ্মীদেবীর কৃপা লাভ করতে পারেন। এক্ষেত্রে তার বিনিয়োগের পরিমাণ ১০ হাজার টাকা হলেই চলবে।
তাহলে এই অগ্নিমূল্য বাজারের দিনে আপনিও আপনার সামান্য সঞ্চয় নিয়ে ব্যবসা শুরু করে কেবলমাত্র উপার্জনের রাস্তায় হাঁটতে শেখা নয় রীতিমতো বাজিমাতও করতে পারেন অদূর ভবিষ্যতে।