New Govt Scheme – পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পে টাকা দেওয়া শুরু। কারা এই টাকা পাবে?
রাজ্যের মানুষদের জন্যে নানা কল্যাণকারী প্রকল্প (New Govt Scheme) নিয়ে হাজির হয় সরকার। পুরুষ, মহিলা, শিশু, শিক্ষার্থী, বয়স্ক মানুষ সবার জন্যেই নানা ধরনের প্রকল্প আছে। পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) একটি দুর্দান্ত প্রকল্প হিসেবে হাজির হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের হাজার হাজার মহিলা প্রতি মাসে কিছু হাত খরচের টাকা পায়। এতে অনেক মহিলারা উপকৃত হচ্ছেন।
WB Jaago Prakalpa New Govt Scheme.
আর এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়া আর একটি প্রকল্প (New Govt Scheme) সরকার এনেছে যেখানে মহিলারা 5 হাজার টাকা করে পাবেন। এই প্রকল্পে রেজিস্টার করলেই 5 হাজার টাকা পাবেন মহিলারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (CM Mamata Banerjee) তরফে এই ধরণের অনেক প্রকল্প (Govt Scheme) নিয়ে এসেছেন। কিভাবে পাবেন এই টাকা? জেনে নিন বিস্তারিত।
জাগো প্রকল্প
আজ যেই প্রকল্প নিয়ে আলোচনা করবো তাহল জাগো প্রকল্প (Jaago Prakalpa). এই রূপশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার এর থেকে আলাদা এতে প্রতি মাসে 500 বা 1000 টাকা করে দেওয়া হয় না এতে একেবারে 5000 টাকা দেওয়া হয়। তবে এই টাকা পেতে নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে তাহলেই এই প্রকল্পের (New Govt Scheme) টাকা পাবেন। এই প্রকল্পে আবেদন করতে হলে মহিলাদের অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
আর আপনাকে অবশ্যই কমপক্ষে 1 বছরের জন্য এই গ্রুপের সদস্য হতে হবে। এবং এই গোষ্ঠীর হয়ে নির্দিষ্ট কিছু সময়কাল যাবত কাজ করতে হবে। এছাড়া আপনার নির্দিষ্ট Bank Account থাকতে হবে আর তাতে 5000 টাকা রাখতে হবে। আর বিগত ডিসেম্বরে দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) এই প্রকল্পে (New Govt Scheme) অনেক আবেদন করা হয়েছে।
আবেদন করবেন কি করে
এটি অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য আপনাকে প্রথমে www.shgsewb.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে। তারপরে আপনার নম্বরে একটি OTP আসবে সেই OTP সেখানে দিতে হবে। তারপরে আপনাকে নিজের স্বনির্ভর গোষ্ঠীর (New Govt Scheme) সমস্ত তথ্য দিতে হবে এবং এর সাথেই কিছু বিশেষ গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে। আবার স্বনির্ভর গোষ্ঠী ইচ্ছা করলে BDO অফিসে গিয়ে তারা আবেদন করতে পারেন।
এছাড়াও, 7783003003 নম্বরে মিসকল দিয়েও আপনি এই প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ বিষয় গুলি জানতে পারেন। সবচেয়ে ভালো ব্যাপারটা হল, আপনি যদি জাগো প্রকল্পে (Jaago Prakalpa New Govt Scheme) নাম লেখান, তাহলে কিন্তু আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমা পেয়ে যাবেন। আর এই প্রকল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য।
Written by Ananya Chakraborty.
স্বাস্থ্যসাথী কার্ডের টাকা পাচ্ছেন তো? 2 মিনিটে ব্যালেন্স চেক করে নিন নিজের