শিক্ষা

দশম এবং দ্বাদশের পরীক্ষা নিয়ে নয়া নির্দেশিকা জারি, জেনে নিন বিস্তারিত

রাজ্যজুড়ে শীতের আবহ, আর এই শীতের মরশুম মানেই পরীক্ষার মরশুম। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলিতে প্রাক-মাধ্যমিক স্তরে বিভিন্ন শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আগত ডিসেম্বর মাসেই প্রাথমিক স্কুলগুলিতে পাঠরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে। অন্যদিকে ফেব্রুয়ারি এবং মার্চে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাও শুরু হতে চলেছে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের অধীনস্থ শিক্ষা দপ্তরের তরফে। অন্যদিকে, ইতিমধ্যেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কর্তৃপক্ষের তরফেও সিবিএসসি বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে নয়া তথ্য প্রকাশে আনা হলো।

সিবিএসসি বোর্ডের কর্তৃপক্ষের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে শুরু করে মে মাসের মধ্যেই সিবিএসসি বোর্ডের অধীনে দশম এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। যদিও এখনও পর্যন্ত এই সমস্ত পরীক্ষাগুলির কোনোরূপ সময়সূচি প্রকাশ্যে আনা হয়নি। এর পাশাপাশি আরও এক নির্দেশিকা মারফত সিবিএসসি বোর্ডের তরফে ওই বোর্ডের অধীনস্থ সমস্ত স্কুলগুলিকে জানানো হয়েছে যে, ফেব্রুয়ারিতে পরীক্ষা হতে পারে এরূপ ধারণা অনুসারেই যেনো সমস্ত স্কুলগুলির তরফে পরীক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়গুলির প্রস্তুতি শুরু করে দেওয়া হয়। এছাড়াও এই নির্দেশিকায় সমস্ত স্কুলগুলিকে আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে মে মাসের মধ্যে কোনো স্কুলেই যেনো কোনোরকম নির্মাণ কার্য বা এ সংক্রান্ত অন্যান্য যেকোনো রকমের কাজ শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরীক্ষার সময় যাতে দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কোনোভাবেই কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্যই এইরূপ নির্দেশ কার্যকরী করা হয়েছে সিবিএসসি বোর্ডের তরফ। এমনকী পরীক্ষাগুলির উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে যাতে কোনোরকম সমস্যার সৃষ্টি না হয় তার জন্যই এই নির্দেশিকায় এসমস্ত স্কুলগুলিকে সিবিএসসি বোর্ডের কর্তৃপক্ষের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই সময়সীমার মধ্যে কোনোভাবেই অতিরিক্ত ছুটি মঞ্জুর করা না হয়। এর পাশাপাশি সমগ্র পরীক্ষা ব্যবস্থায় এবং উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে যাতে কোনোরকম সমস্যার সৃষ্টি না হয় সেদিকেও নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিএসসি বোর্ডের অধীনস্ত সমস্ত স্কুলগুলিকে।

ইয়েস ব্যাংক বন্ধ করলো এই বিশেষ পরিষেবা, সমস্যায় পড়তে চলেছেন বহু গ্রাহক

মনে করা হচ্ছে, সিবিএসসি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে যেহেতু বোর্ডের অধীনে থাকা স্কুলগুলিকেই প্রধান পরীক্ষা কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় তাই এরূপ নির্দেশিকা কার্যকরী করা হয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে যে, মে মাসের মধ্যেই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সিবিএসসি বোর্ডের। যদিও এখনও পর্যন্ত পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ সম্পর্কে কিছুই জানানো হয়নি, তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে, খুব শীঘ্রই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে ছাত্রছাত্রীদের। খুব শীঘ্রই শেষ হতে চলেছে ২০২২। আর এখনও পর্যন্ত সিবিএসসি বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার চূড়ান্ত সময়সূচী ঘোষণা না করায় যথেষ্ট চিন্তায় রয়েছে সিবিএসসি বোর্ডের সমস্ত ছাত্রছাত্রী তথা অভিভাবকেররা।

যদিও এই নির্দেশিকায় কবে নাগাদ পরীক্ষা হতে পারে তা জানতে পারায় কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন দশম এবং দ্বাদশের ছাত্র-ছাত্রীরা। তবে কবে নাগাদ পরীক্ষা হতে পারে তা নিয়েও যথেষ্টই বিতর্ক রয়েছে। ফেব্রুয়ারিতে মাধ্যমিকের সময়ই পরীক্ষা হবে কিনা তা নিয়েও যথেষ্ট তর্ক-বিতর্ক শুরু হয়েছে ছাত্রছাত্রী তথা অভিভাবকদের মধ্যে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এবিষয় সংক্রান্ত নয়া নির্দেশিকা আসতে চলেছে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। সমস্ত শিক্ষার্থী তথা অভিভাবকরা সিবিএসসি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.cbse.gov.in/newsite/ -এ দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সংক্রান্ত নতুন নির্দেশিকা দেখতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *