Job Vacancy: সেপ্টেম্বর মাসে কি কি চাকরিতে আবেদন হচ্ছে? কাজের দরকার হলে একবার দেখুন
এখনকার দিনে চাকরি (Job Vacancy) পাওয়া সবচেয়ে মুশকিল কাজের মধ্যে অন্যতম। আর এই জন্য রাজ্য সরকারি বলুন বা কেন্দ্র সরকার সকলেই চেষ্টা করে যাচ্ছে যে নাগরিকদের কিভাবে চাকরি দেওয়া যায়। কিন্তু সকলেই যে সরকারি চাকরি (Government Job) পাবে সেটা তো এখন সম্ভব নয়! সেই জন্য অনেক চাকরিপ্রার্থীরা (Job Seekers) এখন বেসরকারি চাকরির (Private Job) দিকে ঝুঁকে পরছে (September Job Vacancies).
Job Vacancy’s in Kolkata West Bengal
যে সব চাকরিপ্রার্থীরা চাকরির আশায় বসে আছে তাদের জন্যে আজ নিয়ে এলাম চাকরির খবর (Job Vacancy). আজ আপনাদের যে সব চাকরির খবর দেব সে গুলোর আবেদন চলবে সেপ্টেম্বর মাস জুড়ে। তাহলে চলুন জেনে কোন কোন চাকরির আবেদন চলবে সেপ্টেম্বর মাস জুড়ে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন আর নূন্যতম যোগ্যতায় ভালো চাকরি পেতে চান তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্যে।
সেপ্টেম্বর মাসে চাকরির তালিকা ২০২৪
পশ্চিমবঙ্গে বেশ কিছু চাকরির (Job Vacancy) আবেদন চলবে সেপ্টেম্বর মাস জুড়ে সেই চাকরির তালিকা সম্পর্কে জেনে নিন। আগ্রহী চাকরিপ্রার্থীরা অবশ্যই দেখে নিন ঝটপট। আর এর মধ্যে সরকারি ও বেসরকারি উভয় চাকরির খবর দেওয়া হল আপনাদের, আপনারা নিজেদের শিক্ষাগত যোগ্যতা এবং ইচ্ছা অনুসারে এই সকল কাজের জন্য আবেদন করে নিতে পারবেন।
পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগ ২০২৪
এই চাকরিতে আবেদন করার জন্যে প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। আশা কর্মী (Asha Karmi Recruitment Job Vacancy) পদে আবেদন করার জন্যে বয়স 30 থেকে 40 এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে তা ঠিক মত পূরণ করে সব নথিপত্র জমা দিয়ে নিজেদের ব্লক অফিসে গিয়ে জমা দিতে হবে। 13 ই সেপ্টেম্বর 2024 হল। আবেদনের শেষ তারিখ
জেলা সমাজ কল্যাণ বিভাগে কর্মী নিয়োগ
এই চাকরিতে মূলত তিন ধরনের শূন্যপদের জন্যে প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ ও উচ্চমাধ্যমিক যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে। এই পদে আবেদন করার জন্যে বয়স 18 থেকে 40 এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে (Job Vacancy). অনলাইনে জেলা দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ হল 12 ই সেপ্টেম্বর 2024।
সুপ্রিম কোর্টে জুনিয়ার অ্যাটেন্ডেন্ট
এই আবেদন করার জন্যে প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে তাহলে আবেদন করতে হবে। এই পদে আবেদন করার জন্যে বয়স 18 থেকে 27 এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে (Supreme Court Job Recruitment) আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 12ই সেপ্টেম্বর 2024.
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Anganwadi Supervisor Helper Recruitment Job Vacancy) পদে আবেদন করার জন্যে প্রার্থীদের নূন্যতম উচ্চমাধ্যমিক পাস করতে হবে তাহলে আবেদন করতে হবে। এই পদে আবেদন করার জন্যে বয়স 18 থেকে 35 এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে। জেলার নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ 18 ই সেপ্টেম্বর 2024.
এই ব্যাঙ্কের FD স্কিমে পাবেন আকর্ষণীয় রিটার্ন! কিসের অপেক্ষা করছেন?
চাইল্ড হোম ইন্টারভিউের মাধ্যমে চাকরি
এই পদে আবেদন করার জন্যে প্রার্থীদের নূন্যতম স্নাতক পাশ করতে হবে তাহলে আবেদন করতে হবে (Job Vacancy). এই পদে আবেদন করার জন্যে বয়স 21 থেকে 40 এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে। সরাসরি ইন্টারভিউের মাধ্যমে নিয়োগ করা হবে। নিজের নথিপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউের স্থানে পৌছে যেতে হবে। আবেদনের শেষ তারিখ 9 ই-10 ই সেপ্টেম্বর 2024.
Written by Ananya Chakraborty.