SIM Card: সিম কার্ডে নতুন নিয়ম চালু হল! গ্রাহকদের শীঘ্রই জানা উচিত
বর্তমানের সময়ে ইন্টারনেট ছাড়া চলাটা অসম্ভব ব্যাপার, আর এই ইন্টারনেট ব্যবহার করার জন্য সিম কার্ড (SIM Card) এর গুরুত্ব অনেক বেশি। কারণ এখন বেশির ভাগ মানুষই মোবাইলের মাধ্যমেই এই ইন্টারনেট ব্যবহার করেন আর এই জন্যই অনেক জালিয়াতির খবর সামনে আসছিল অনেক দিন ধরেই, এই সকল কিছুর মধ্যেই এবারে সিম কার্ড নিয়ে বড় খবর পাওয়া গেল।
SIM Card News Today
সময়ে সময়ে অনেক নিয়ম পরিবর্তন হয়, আর পরিবর্তনই সংসারের নিয়ম এই কথাটি আমরা অনেকেই জানি। এখন চলছে অক্টোবর মাস আর এবারের অক্টোবর মাস জুড়ে শুধুই উৎসব। এই উৎসবের মাসের শুরুতেই বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। যেই সব নিয়মে পরিবর্তন আনা হয়েছে সেই গুলো হল UPI পেমেন্টের ক্ষেত্রে, SIM Card, রেশন কার্ড এবং Gmail ইউজারদের ক্ষেত্রে। এই গুলো ক্ষেত্রে কি কি পরিবর্তন করা হয়েছে চলুন দেখে নিন।
SIM Card Rules Change
আর এই সকল কিছুর মধ্যে আমাদের দেশের সকল মানুষের এই SIM Card বেশি কাজে লাগে সেটা বলাই বাহুল্য এবারে এই সিম কার্ড নিয়ে ঠিক কি কি নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং এই সকল কিছুর ফলে দেশের মানুষদের কতটা সুবিধা হবে নাকি অসুবিধা এক নজরে দেখে নেওয়া যাক।
UPI Payment Rules
1 লা অক্টোবর থেকে কেন্দ্র সরকার এমন নিয়ম চালু করেছে যেখানে টেলি মার্কেটিং কোম্পানি গুলোর সাথে যুক্ত নয় এমন ফেক কল বা SMS গ্রাহকদের ফোনে আসবেনা। ব্যাঙ্ক এবং পেমেন্ট প্ল্যাটফর্ম গুলো যদি নিজেদের নামেই তালিকায় অন্তর্ভুক্ত না করেন তাহলে ইউজাররা OTP পাবেন না।
SIM Card Rule Change
1 লা অক্টোবর থেকে সিম কার্ডের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্র এর তরফ থেকে দেশের সব টেলিকম সংস্থা গুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যেন নিজেদের ওয়েবসাইটে কোন কোন জায়গায় তাদের 2G, 3G, 4G আর 5G পরিষেবা আছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়। এই নিয়মটি Bharti Airtel, Reliance Jio, Vodafone Idea আর BSNL সব টেলিকম কোম্পানির জন্যেই প্রযোজ্য।
Aadhaar Ration Link
কেন্দ্র কিছু দিন আগেই আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করার নির্দেশ দিয়েছিল দেশবাসীদের। এই লিঙ্কে বিনামূল্যে করার সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল 2024 সালের 30 শে সেপ্টেম্বর। যদি এই সময়ের মধ্যে কোনো ব্যাক্তি আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক না করে থাকে তাহলে তিনি আর বিনামুল্যে রেশন পাবেন না। এর সাথে কেন্দ্র আধার ও ভোটার কার্ড সহ যে সব গুরুত্বপুর্ণ নথি রয়েছে সেই গুলো লিঙ্ক করে নেওয়ার পরামর্শ দিচ্ছে।
Gmail New Password
1 লা অক্টোবর থেকে Google তাদের সিকিউরিটিজ রুলসে কিছু পরিবর্তন এনেছে। থার্ড পার্টি অ্যাপ গুলোর সাথে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দেওয়া হয়েছে। যে অ্যাপ গুলোর সিকিউরিটি দুর্বল সেই গুলোর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হবে। তাই বহু গ্রাহকরা অনেক অ্যাপ থেকে অনায়াসেই বেরিয়ে যেতে পারে।
আবার রিচার্জের দাম বাড়বে! Jio, Airtel, VI গ্রাহকদের জন্য বড় ঝটকা
Spam Call & SMS Rule
টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI ও DoT-র তরফে এই সকল স্প্যাম কল এবং ফেক SMS-র বিষয়ে এবার নতুন নিয়ম চালু করেছে। যে নাম্বার গুলো ফেক কল বা SMS করে সে গুলো 1 লা অক্টোবর থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর SIM Card সমেত এই সকল নিয়ম নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন।
Written by Ananya Chakraborty.