প্রকল্প

Lakshmir Bhandar Scheme – মা বোনদের সুখবর। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন ঘোষণায়, বিরাট খুশি সবাই।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা Lakshmir Bhandar Scheme হল পশ্চিমবঙ্গ সরকারের তরফে নিয়ে আসা এক অন্যতম প্রকল্প। এখন বর্তমানে প্রায় ২ কোটির কাছাকাছি মহিলারা এই প্রকল্পের অন্তর্গত হয়ে এই সকল সুবিধা পাচ্ছে। এছাড়াও ২০২৩ সালের দুয়ারে সরকার (Duare Sarkar) চলাকালীন প্রায় ১০ লক্ষের কাছাকাছি মহিলারা নতুন করে আবেদন করেছেন। এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন (Lakshmir Bhandar Scheme Apply) করার নিয়ম নিয়ে কিছু পরিবর্তন করা হয়েছে।

Lakshmir Bhandar Scheme Apply New Process.

ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) জনসাধারণের কল্যাণে নানা রকমের নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে। যেমন কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী আরও অনেক নতুন নতুন প্রকল্প এনে মানুষের মন জিতেছে এই সরকার। মুখ্যমন্ত্রীর এই সব প্রকল্প গুলোর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar Scheme) একটি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি মূলত মা বোনেদের জন্যে। এই প্রকল্পে মা বোনেদের প্রতি মাসে তাদের ব্যাংকে টাকা দেওয়া হয়।

যারা জেনারেল কাস্ট এর তারা 500 টাকা করে পায়। আর যার SC, ST, OBC কাস্ট এর তারা 1000 টাকা করে পায়। আর এই প্রকল্পএ নাম নথিভুক্ত করতে আবেদনকারীর বয়স হতে হবে 25 বছর। 25 বছর হলে যেকোনো মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবে। বর্তমানে 1.98 কোটির বেশি মহিলা এই Lakshmir Bhandar Scheme সুবিধা পাচ্ছেন। 2023 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত দুয়ারে সরকারের শেষ সংস্করণে প্রাপ্ত আবেদন গুলি যাচাইয়ের পরে আরও 9.5 লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য বলে খবর।

এই নতুন সুবিধাভোগিরা যুক্ত হলে প্রকল্পের (Lakshmir Bhandar Scheme) সুবিধাভোগীদের সংখ্যা 2.07 কোটি ছড়িয়ে যাবে। এই প্রকল্পে আবেদন করতে হলে আগে দুয়ারে সরকার আসলে তারপরই আবেদন করা যেত কিন্তু এখন থেকে আর দুয়ারে সরকারের জন্যে অপেক্ষা করতে হবে না। কারণ রাজ্য সরকার এখন সারা বছর ধরে এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে।

Gold Price Today (আজকের সোনার দাম)

গ্রামের বাসিন্দারা এই Lakshmir Bhandar Scheme আবেদন করার জন্য তাদের নিকটবর্তী বিডিও অফিসে যেতে পারেন, এবং সেখানে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। ঠিক তেমন ভাবেই শহুরে এলাকার ক্ষেত্রে, মহিলাদের এসডিও অফিসে যেতে হবে। কলকাতার বাসিন্দারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (KMC) অফিসে গিয়ে এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

Salary Hike – একাধিক রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। DA না পেলেও বেতন বাড়ছে।

সরকার এই প্রকল্পের ক্ষেত্রে এই সুবিধা চালু করাতে অনেকটাই লাভবান হয়েছে মহিলারা। এর ফলে দুয়ারে সরকারের ক্যাম্প গুলোতে ভিড়ও কম হবে। এছাড়াও আরও বেশি সংখ্যক মহিলারা প্রত্যেকমাসে নিজেদের হাত খরচের জন্য টাকা পাবেন এবং এর ফলে সকল মহিলাদের অনেকটাই সুবিধা হয়ে চলেছে। আপনারা সকলে খুব সহজেই এখন থেকে এই Lakshmir Bhandar Scheme বা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে পারবেন।
Written by Ananya Chakraborty.

Life Certificate – পেনশন গ্রাহকদের সুখবর। লাইফ সার্টিফিকেট নিয়ে বিরাট সিদ্ধান্ত।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *