স্কলারশিপ

NMMSS Scholarship: ১২০০০ টাকা পাবেন এই স্কলারশিপে আবেদন করলেই! সকল খুঁটিনাটি জেনে নিন

দেশের সব ছেলে মেয়েরা যাতে পড়াশোনার সাথে জুড়ে থাকে তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র সরকার (NMMSS Scholarship). অনেক পড়ুয়া আছে যারা পড়াশোনায় ভালো কিন্তু আর্থিক অবস্থা ভালো না থাকার কারনে পড়াশোনা মাঝ পথেই বন্ধ করে দিতে হয়। এই সব পড়ুয়াদের যাতে টাকার অভাবে পড়াশোনা বন্ধ করতে না হয় তার জন্য কেন্দ্র উদ্যোগ নিয়েছে (Government Scholarship).

NMMSS Scholarship 2024

কেন্দ্র সরকার পড়ুয়াদের জন্য ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপের বা NMMSS Scholarship এর অধীনে শিক্ষার্থীকে বার্ষিক 12000 টাকা স্কলারশিপ প্রদান করবে। যারা মেধাবি আর আর্থিক দিক থেকে দুর্বল সেই সব পরিবারের ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্যে। আজকে যেই সকল পড়ুয়ারা কোন স্কলারশিপ সম্পর্কে জানতে চাইছিলেন তারা শেষ পর্যন্ত দেখে নিন।

National Means-cum-merit Scholarship Scheme

স্কলারশিপ (NMMSS Scholarship) হিসেবে কত টাকা দেওয়া হবে? কারা আবেদন করতে পারবেন? আবেদনের শেষ তারিখ, শর্তাবলি কি? এই সব নিয়ে আলোচনা করবো আজ। ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপের মূল লক্ষ্য হল স্কুল ছুটের হার কমানো। এই স্কলারশিপ মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেওয়া হয়। এই সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক।

ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ

ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপের অধীনে (NMMSS Scholarship) প্রতিটি পড়ুয়াদের 12 হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হয়। প্রতি বছর মোট 1 লক্ষ পড়ুয়াদের এই বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে 80 হাজারের বেশি পরীক্ষার্থী চলতি অর্থবর্ষে আবেদন করেছে।

কারা এই স্কলারশিপে আবেদনযোগ্য?

1) এই স্কলারশিপে আবেদন করার জন্য পারিবারিক আয় বার্ষিক 3.5 লক্ষ টাকার নিচে হতে হবে।
2) এই বৃত্তির জন্য আবেদন করার জন্য পড়ুয়াদের সপ্তম শ্রেণীর পরীক্ষায় কমপক্ষে 55% নাম্বার পেতে হবে।
3) কিন্তু তপশিলি জাতি ও উপজাতিদের জন্যে 50% নাম্বারেই অগ্রাধিকার দেওয়া হবে। স্কলারশিপের এই টাকা দেওয়া হবে সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

Ladka Bhau Yojana (লাড়কা ভাউ যোজনা)

কিভাবে আবেদন করবেন?

আবেদন করার জন্যে প্রথমেই আপনাকে NMMSS Scholarship-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর ন্যাশনাল মেরিট কাম স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। এই আবেদন প্রক্রিয়া যাচাই করা হবে দুটি পর্যায়ে। প্রথমে স্কুলের স্তরে ইনস্টিটিউট অফিসার এবং পরে জেলা অফিসার দ্বারা যাচাই হবে।

রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা করলো সরকার দীপাবলির আগে! কি সুবিধা পাওয়া যাবে?

NMMSS Scholarship নির্বাচন প্রক্রিয়া

এই স্কলারশিপ পেতে গেলে পড়ুয়াদের দুটি পরীক্ষা দিতে হবে। আর দুটি পরীক্ষাতেই পাশ করতে হয়। প্রথম পরীক্ষাটি মানসিক ক্ষমতা পরীক্ষা বা MAT. আর দ্বিতীয়টি হল স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট বা SAT. MAT-র পরীক্ষায় থাকে 90 টি MCQ প্রশ্ন। SAT এও থাকবে 90 টি প্রশ্ন। দুটি পরীক্ষার সময় থাকবে 90 মিনিট করে অর্থাৎ মোট 180 মিনিটের পরীক্ষা হবে। দুটি পরীক্ষাতেই 60% নাম্বার পেতে হবে। এই স্কলারশিপে আবেদনের শেষ তারিখ হল 31 শে অক্টোবর 2024.
Written by Ananya Chakraborty.

Related Articles