ট্রেন্ডিং

Movie Tickets – 99 টাকায় সিনেমার টিকিট সবার জন্য PVR ও INOX এ গিয়ে সিনেমা দেখুন।

সিনেমা দেখতে তো আমরা অনেকেই ভালোবাসি। আর সেই জন্য Movie Tickets বা সিনেমা দেখার জন্য টিকিট কাটার দরকার পরে। বিশেষত সিনেমা হলে গিয়ে বড় পর্দায় ছবির আনন্দ উপভোগ করতে কার না ভালো লাগে। কিন্তু বর্তমানে জিনিসপত্রের দামের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সিনেমা হলে টিকিটের (Cinema Ticket Prices) দাম। কমপক্ষে ২০০ টাকার কমে কোনো হলেই টিকিট পাওয়া যায় না। যদিও টিকিটের যত দামই হোক না কেন, আমরা সিনেমার জন্য সব ভুলে ওই দামেই ক্রয় করি টিকিট।

Movie Tickets Is Cheaper For National Cinema Day.

কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষেরা যেখানে বর্তমান বাজারে নিজেদের দুবেলার অন্য সংস্থান টুকু জোগাড় করতে হিমশিম খায় সেখানে তাদের পক্ষে ২০০, ৩০০ টাকা দিয়ে টিকিট (Movie Tickets) কেটে সিনেমা দেখা তো বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তাই মধ্যবিত্তের শখ পূরণ এবং তাদের সামর্থের কথা চিন্তা করেই এবার কম দামে বিক্রি করা হতে চলেছে হলের টিকিট।

মাত্র ৯৯ টাকায় টিকিট (Movie Tickets) কেটে যে কোনো হলে আপনারা দেখতে পারবেন যে কোনো সিনেমা। তবে অফার কিন্তু কেবল এক দিনেরই জন্য। জেনে নিন কবে পাবেন এবং কিভাবে। মাল্টিপ্লেক্স এসোসিয়েশন অফ ইন্ডিয়া (Multiplex Association Of India) মারফত গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ। প্রতি বছর জাতীয় চলচ্চিত্র দিবস (National Cinema Day) পালন করা হয়ে থাকে এই সংস্থার পক্ষ থেকে।

আর এই দিন দেশের কোটি কোটি মানুষকে সিনেমা (Movie Tickets) হলে সস্তায় সিনেমা দেখার সুযোগ দেওয়া হয়। যার ফলে নিজেদের সামর্থের মধ্যেই শখ পূরণ হয় সাধারণ মধ্যবিত্ত মানুষের। সাধারণত বড় বড় কোম্পানি যেমন, PVR, INOX, CINEPOLIS ইত্যাদির সিনেমা হল গুলোতে টিকিটের দাম তুলনামূলকভাবে বেশি। তাই এমনিতে এই সব স্থানে সিনেমা দেখতে গেলে টিকিটের বিষয়ে আমাদের দুবার ভাবতে হয়।

সরকারি কর্মী (West Bengal State Government Employees)

কিন্তু জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে কম দামে টিকিট (Movie Tickets) বিক্রয় করায় দর্শকরা সুযোগ পান এই সমস্ত বিখ্যাত স্ক্রিনগুলিতে নিজেদের পছন্দের সিনেমার আনন্দ উপভোগ করার। গত বছর মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই জাতীয় চলচ্চিত্র দিবস পালন করা হয়েছিল ২৩ শে সেপ্টেম্বর। তবে সংস্থার মারফত খবর পাওয়া গেছে এই বছর ১৩ই অক্টোবর পালিত হতে চলেছে এই বিশেষ দিন। সূত্রের খবর এ বছর দেশের 4000 এরও বেশি স্ক্রীনে এদিন দেখানো হবে সিনেমা।

Lok Prasar Scheme – 5 বছর পর চালু হলো নতুন প্রকল্প। মাস গেলেই পাবেন 1000 টাকা।

যে গুলিতে সস্তায় টিকিট প্রদান করা হবে দর্শকদের। টিকিট অনলাইনেও বুক (Online Movie Tickets) করা যেতে পারে অথবা অফলাইনে সরাসরি গিয়েও সংগ্রহ করা যেতে পারে। তবে তবে টিকিটের দাম কিন্তু সব ক্ষেত্রে কমানো হবে না। প্রিমিয়াম এবং রিক্লাইনার ছাড়া অন্যান্য শ্রেণীর ছবি গুলিতেই এই ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।

ICDS Anganwadi Recruitment – 5 টি জেলায় প্রচুর অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। যেকোনো জেলার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *