টেক নিউজ

এখন এটিএম কার্ড না থাকলেও আধার কার্ডের মাধ্যমে ব্যবহার করা যাবে ফোনপে। নতুন আপডেট জেনে নিন

ডিজিটালাইজেশন বাড়ার সাথে সাথে ক্রমাগত হারে ভারতবাসীর যেকোনো ক্ষেত্রে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করার হার বাড়ছে। আর UPI এর মাধ্যমে টাকার লেনদেন করার ক্ষেত্রে বিভিন্নরকম অ্যাপ রয়েছে। আর এই অ্যাপগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য অ্যাপ হলো ফোনপে। তবে ফোনপে এর মাধ্যমে শুধুমাত্র টাকা লেনদেন করা যায় এমনটা নয়, এর পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স থেকে শুরু করে স্বাস্থ্যবীমা, বাইক ইন্স্যুরেন্স, এলপিজি বুকিং, মোবাইল রিচার্জ, DTH রিচার্জ সহ ইলেকট্রিক বিল প্রদান করা সহ বিভিন্ন প্রকার কাজ করা সম্ভব।

তবে এতোদিন পর্যন্ত ফোনপের মাধ্যমে টাকা আদান প্রদানের ক্ষেত্রে হোক বা অন্যান্য কাজগুলি করার ক্ষেত্রে রেজিস্ট্রেশনের প্রয়োজন হতো আর রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অন্যতম প্রয়োজনীয় তথ্য ছিলো ডেবিট কার্ড। তবে এবারে ডেবিট কার্ড ছাড়াই ফোনপেতে রেজিস্ট্রেশন করার যাবে। আজ্ঞে হ্যাঁ, গ্রাহকদের কথা মাথায় রেখে এমনই এক নতুন ফিচার আনা হয়েছে ফোনপের তরফে। অর্থাৎ আগামী দিনে যেসমস্ত ব্যক্তিদের ডেবিট কার্ড নেই তারাও অত্যন্ত সহজেই ফোনপে এর মারফত টাকার লেনদেন করতে পারবেন। তবে এই ফিচারটির উপযোগিতা পাওয়ার জন্য আপনার কাছে অবশ্যই একটি বিশেষ নথি থাকতে হবে, আর এই নথিটি হলো আধার কার্ড। সুতরাং, এবার থেকে আধার কার্ড থাকলে আর কোন চিন্তা নেই, ডেবিট কার্ড ছাড়াই আপনারা ফোনপে অ্যাপটিতে নিজেদের নাম নথিভূক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

এই নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকরা এবার থেকে কোনোরকম এটিএম কার্ড ছাড়াই আধার কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করে UPI এর মারফত লেনদেন করতে পারবেন। কিভাবে আপনারা শুধুমাত্র আধার নম্বর ব্যবহার করে ফোনপে তে রেজিস্ট্রেশন করতে পারবেন।

কৃষকদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প, জমি থাকলেই করা যাবে আবেদন

চলুন জেনে নেওয়া যাক কিভাবে আধার নম্বর ব্যবহার করে ফোনপে তে রেজিস্ট্রেশন করবেন?
১. এর জন্য প্রথমেই আপনাকে আপনার ফোনে ফোনপে অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর আপনার ফোন নম্বরটি নির্দিষ্ট স্থানে লিখে সাবমিট করতে হবে।

২. এরপর আপনার ফোনে একটি OTP টি আসবে। ওই OTP এর মাধ্যমে PhonePe তে লগইন এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

৩. এরপর আপনার সামনে যে ইন্টারফেজটি আসবে তাতে my money এর অধীনে থাকা Payment Method অপশনটি বেছে নিন।

৪. তারপর Add New Bank Account অপশনটি নির্বাচন করতে হবে এবং নিজের ব্যাংক অ্যাকাউন্টটি নির্বাচন করে নিজের ফোন নম্বর ভ্যালিডেট করতে হবে। এরপর ফোন নম্বরের মাধ্যমে আপনার ব্যাংক সম্পর্কিত সমস্ত তথ্য আপনি দেখতে পারবেন।

৫. এরপর UPI এর সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি লিংক করতে হবে। এক্ষেত্রে আপনাকে UPI PIN সেট করার ক্ষেত্রে আধার কার্ড এবং ডেবিট কার্ড এই দুটি অপশন দেখাবে। এর মধ্যে থেকে আপনাকে আধার কার্ড অপশনটি বেছে নিতে হবে এবং আধার নম্বরের শেষ ৬ টি নম্বর সঠিকভাবে লিখতে হবে।

৬. উপরোক্ত প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। ওই OTP টি সঠিক স্থানে লিখে সাবমিট করার মাধ্যমে UPI PIN সেট করা যাবে। এভাবে UPI PIN সেট করার পদ্ধতিটি সম্পন্ন করলেই আপনি PhonePe এর মাধ্যমে লেনদেন করতে পারবেন।

অনলাইনে টাকা লেনদেনের ক্ষেত্রে ফোনপে ছাড়া আরও অন্যান্য অ্যাপ রয়েছে যেগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি অ্যাপ হলো গুগল পে এবং পেটিএম। যদিও গুগল পে কিংবা পেটিএম কোনো অ্যাপেই ডেবিট কার্ড ছাড়া টাকা লেনদেন করা যায় না। এই অ্যাপগুলির মধ্যে সর্বপ্রথম এরকম ব্যবস্থা চালু করলো ফোনপে। আর তাতেই ফোনপে এর জনপ্রিয়তা রীতিমতো আকাশ ছুঁয়েছে। এতোদিন পর্যন্ত যেসমস্ত ব্যক্তিরা ডেবিট কার্ড না থাকার কারণে অনলাইনে টাকা লেনদেন করতে পারতেন না তারা ফোন পে এর এই নতুন ফিচারটির কারণে খুশি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *