অর্থনীতি

NSC Scheme: পোস্ট অফিস সেভিংস স্কিমে পাবেন 7.7% সুদ! 50 হাজার জমালে কত রিটার্ন পাবেন?

গ্রাহকদের জন্য ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে (NSC Scheme) দারুণ সুদের হার দেওয়ার কথা ঘোষণা করলো ভারতীয় পোস্ট অফিস (India Post Office). আমাদের দেশের সকল মানুষ কম সুদ (Interest Rate) দিলেও এখনো ব্যাঙ্ক ও পোস্ট অফিসে নিজেদের টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন। কারণ সকলেই মনে করেন যে এই সংস্থা গুলিতে তাদের টাকা সুরক্ষিত থাকবে (National Savings Certificate Rate of Interest).

Post Office NSC Scheme Interest Rate 2024

বহু মানুষ পোস্ট অফিসে তাদের উপার্জিত অর্থ সঞ্চয় করে। পোস্ট অফিসে টাকা সঞ্চয় করার জন্যে অনেক স্কীম রয়েছে। পোস্ট অফিসে মোট সব মিলিয়ে 10 টির বেশি স্কীম রয়েছে। এই গুলোর মধ্যে অন্যতম একটি হল পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC Scheme). এই স্কীমের সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন আজ।

পোস্ট অফিস ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম ২০২৪

আজ আপনাদের বলব ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কীমে (NSC Scheme) যদি 50 হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে কত রিটার্ন পাবেন দেখে নিন। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) পোস্ট অফিসের অন্যতম একটি স্কীম। দেশের সব নাগরিক এই স্কীমে অ্যাকাউন্ট (NSC Account) খুলতে পারবেন। তবে এজন্যে গ্রাহকদের পোস্ট অফিসে সেভিংস একাউন্ট থাকতে হবে।

এনএসসি স্কিমে সুদের হার ও রিটার্ন!

এই স্কীমের (NSC Scheme) মেয়াদ 5 বছর। 18 বছরের উপরে যে কোন নাগরিকরা এই স্কীমের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া আপনি যদি আপনার বাচ্চার নামে অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু আপনার বাচ্চার বয়স 18 হয়নি তাহলে বাচ্চার নামে অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারবেন। পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কীমের মেয়াদ 5 বছর।

NSC স্কিমে সুদের হার!

আপনি যদি এই স্কীমে 5 বছর পর্যন্ত টাকা জমা রাখেন তাহলে 7.7 শতাংশ সুদ (NSC Scheme Interest Rate) পাবেন। এই স্কীমে সর্বনিম্ন 1 হাজার টাকা থেকে যত খুশি বিনিয়োগ করতে পারেন। তবে আজ আপনাদের 50 হাজার টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে কত পাবেন সে বিষয়ে বলব। আর এই অনুপাতে আপনারা জেনে নিতে পারবেন যে কত জমালে কত রিটার্ন পাবেন।

Share Market (শেয়ার মার্কেট)

50 হাজার টাকা বিনিয়োগ করলে কত রিটার্ন পাবেন?

আপনি যদি 5 বছরের জন্যে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কীমে (NSC Scheme Investment Calculator on 50 Thousand Rupees) 50 হাজার টাকা বিনিয়োগ করেন আর ততে 7.7 শতাংশ আছে বার্ষিক সুদ পান তাহলে 5 বছরে মোট সুদ পাবেন 22 হাজার 452 টাকা। 5 বছর পর সুদ সহ মোট রিটার্ন পাবেন 72 হাজার 452 টাকা।

প্রধানমন্ত্রী জন ধন যোজনা জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে নতুন কি সুবিধা পাবেন?

How to Open NSC Scheme Account on Post Office

এই স্কিমে অ্যাকাউন্ট (NSC Scheme Account Opening) খোলার জন্য নিজের কাছের পোস্ট অফিসে যেতে হবে। সেখানে গিয়ে এই স্কীমে আবেদন করার জন্য আবেদনপত্র নিতে হবে নিয়ে তা ঠিক ভাবে পূরণ করে আধার কার্ড, প্যান কার্ডের কপি পাসপোর্ট সাইজ ছবি এই সব দিয়ে পোস্ট অফিসে জমা করতে হবে। আর এই স্কিম সম্পূর্ণ ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন।
Written by Ananya Chakraborty.

Related Articles