টেক নিউজ

PAN Card Application Online – মোবাইল থেকে মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলুন নতুন প্যান কার্ড, আর 2 মিনিটে ভুল সংশোধন।

PAN Card Application Online এর মাধ্যমে আবেদন করুন।

PAN Card Application Online আবেদন করবেন কীভাবে? কেবলমাত্র অর্থ রোজগার করলেই হল না। নির্দিষ্ট টাকার অঙ্কের সীমা পার হলেই দিতে হয় আয়কর। এই ক্ষেত্রে প্রয়োজন হয় প্যান কার্ড। আর সাধারণত ব্যাংকে টাকা জমাতে হলেও প্রয়োজন হয় প্যান কার্ডের। কিন্তু অনেকেই এখনও প্যান কার্ড তৈরি করেননি। জরুরি সময়ে তাই অনেকেরই ছুটতে হয় সাইবার ক্যাফেতে। তবে জানেন কি এই কাজ আপনি নিজেই খুব সহজে বাড়িতে বসে ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেট সহযোগে করে ফেলতে পারবেন। কিভাবে? চলুন তাহলে জেনে নেওয়া যাক।

এবার থেকে Aadhaar Card দিয়েই করতে পারবেন এই সমস্ত জরুরী কাজ, চটপট দিখে নিন।

PAN Card Application Online এর পদ্ধতি-
১) NSDL-এর এই linkeb ক্লিক করতে হবে। লিংক-
https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html। অথবা Google-এ UTITSL লিখলে এই ওয়েবসাইট লিংক ওপেন হবে। লিংক-
https://www.pan.utiitsl.com/PAN/
২) PAN Card Application Online এ আবেদন জানাতে আবেদনকারীর নিজস্ব তথ্য দিতে হবে।
উল্লেখ্য, ভারতীয় নাগরিককে হলে প্যান কার্ডের জন্য আবেদন করলে GST ছাড়া ফি হিসেবে ৯৩ টাকা দিতে হবে। আর GST সহ ১১০ টাকা ফি লাগবে।

বিদেশী নাগরিক হলে GST ছাড়া আবেদন করার জন্য ফি হিসেবে ৮৬৪ টাকা দিতে হবে। এই কার্ডের আবেদন জানানোর পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে শেষে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এর নাধ্যমে ফি দিতে হবে। এরপর আবেদনকারীর ব্যক্তিগত নথির ফটোকপি NSDL বা UTITSL-এর অফিসে কুরিয়ার করতে হবে। সম্ভবত ১০ দিনের মধ্যে আবেদনকারীর ঠিকানায় পাঠানো হবে প্যান কার্ড।

জরুরি খবর, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করা বাধ্যতামূলক। এখনও যে সকল ব্যক্তিরা এই লিংক করেন নি, আগামী ৩১ মার্চ এই লিংক করার শেষ দিন। এরপর আর সময়সীমা বাড়ানো হবে না। এই কাজ না করলে ১০০০ টাকা ফাইন দিতে হবে। তাছাড়া ইনকাম ট্যাক্স ফাইল করা যাবে না। এই কাজও বাড়িতে বসেই সহজে সম্পন্ন করা যাবে।

 2023 সালে ভোটার লিস্টে নাম তুলতে এবার থেকে নতুন নিয়ম, কি কি করতে হবে জেনে নিন।

কিভাবে? এই নিয়েও আমাদের এই ওয়েবপোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
প্রতিদিন আরো নিত্যনতুন খবর পেতে হলে বা এই সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *