প্রকল্প

পিএম কিষান যোজনার 14 তম কিস্তির টাকা কবে একাউন্টে ঢুকবে? জেনে নিন।

কৃষকদের জন্য সুখবর। আর কয়েকদিনের মধ্যেই পাবেন পিএম কিষান যোজনার টাকা। মূলত, সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। পাশাপাশি কৃষকদের জন্যও চালু করা হয়েছে বেশ কয়েকটি প্রকল্প। যার মধ্যে একটি হল কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প বা PMKSN. এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকদের 6,000 টাকা প্রদান করা হয়। মোট 3 টি কিস্তিতে এই টাকা প্রদান করা হয়ে থাকে।

পিএম কিষান যোজনার টাকা পাবেন কিনা কিভাবে বুঝবেন? জেনে নিন পদ্ধতি।

2,000 টাকা করে মোট 6,000 টাকা সরাসরি ব্যাংক একাউন্টে পাঠানো হয়। বর্তমানে অনেকেই প্রকল্পে আবেদনের 13 তম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। এবার পালা 14 তম কিস্তির প্রদানের। কবে পাবেন? নতুন আপডেট মিলল। কবে পাওয়া যাবে 14 তম কিস্তির টাকা? সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অফিশিয়াল ওয়েবসাইটে একটি ব্যানার প্রকাশ করা হয়েছে।

যেখানে 14 তম কিস্তির টাকা কবে পাঠানো হবে, সেই সম্পর্কে জানানো হয়েছে। জুলাই মাসের শেষে অর্থাগ 28 তারিখ নাগাদ কিস্তির টাকা আবেদনকারী কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো শুরু হবে। এই দিন সকাল 11 টা থেকে টাকা পাঠানো শুরু হবে। এই কিস্তির মাধ্যমে আবেদনকারীদের 2,000 টাকা পাঠানো হবে। অর্থাৎ 3 টি কিস্তির একটির টাকা পাঠানো হবে একাউন্টে। তবে সকলে এই টাকা পাবেন না।

কারা পিএম কিষান যোজনা প্রকল্পের কিস্তির টাকা পাবেন না?
যেকোনো প্রকল্পে আবেদনের ক্ষেত্রেই কিছু নিয়ম থাকে, যা সকল আবেদনকারীদের মানতে হয়। তা না হলে প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। তেমনই এই প্রকল্পের টাকা পেতে হলে আবেদনকারীদের এই কাজগুলি সারতে হবে।
১) আবেদনকারীর ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক থাকতে হবে।
২) PM কিষাণ যোজনার অধীন রেজিস্ট্রেশন থাকতে হবে। সেক্ষেত্রে কৃষকদের E-KYC করা বাধ্যতামূলক।

১০০ দিনের কাজের টাকা একাউন্টে ঢুকলো কি না সহজে ঘরে বসে জেনে নিন।

এই প্রকল্পে eKYC কিভাবে সারবেন?
এরজন্য প্রথমে পিএম কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট-
pmkisan.gov.in
এরপর Farmer Corner সেকশনে ক্লিক করে e-KYC অপশনে ক্লিক করতে হবে।
আবেদনকারীর আধার নম্বর এবং মোবাইল নম্বর সঠিকভাবে লিখতে হবে। OTP ভেরিফাই করার পর eKYC প্রক্রিয়া সম্পন্ন হবে।

উল্লেখ্য, বায়োমেট্রিক পদ্ধতিতেও eKYC প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এরজন্য নিকটবর্তী CSC কেন্দ্রগুলিতে যোগাযোগ করা যাবে। পাশাপাশি হেল্পলাইন নম্বরে কল করেও যোগাযোগ করা যাবে।
হেল্পলাইন নম্বর-
155261
011- 24300606
টাকা পাবেন কিনা স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
প্রথমে পিএম কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে।

রেশন কার্ড থাকলেই 80,000 টাকা পাবেন, কেন্দ্রের নতুন প্রকল্পে এখুনি আবেদন করুন।

অফিসিয়াল ওয়েবসাইট-
pmkisan.gov.in
এরপর Farmer Corner সেকশনে ক্লিক করে নতুন পেজ ওপেন হলে আবেদনকারীর মোবাইল নম্বর, আধার ও ব্যাংক একাউন্ট সম্পর্কিত তথ্য দিয়ে ‘Get Data’ অপশনে ক্লিক করতে হবে। আধার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আবারও নতুন পেজ ওপেন হবে। সেখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাওয়া যাবে কিনা তা দেখা যাবে।
যোজনা সংক্রান্ত খবরের নতুন আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Related Articles

2 Comments

  1. June mahineme kist deneka time tha lekin July ka antme milega,krishikum se pehle milna chahiye tha..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *