প্রকল্প

PM Kisan: পিএম কিষান যোজনায় কৃষকবন্ধুরা এবার বেশি টাকা পাবে? পিএম কিষান সম্মান নিধি যোজনা লিস্ট

পিএম কিষান যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) নিয়ে দেশের কৃষক বন্ধুদের (Krishak Bandhu Indian Farmers) জন্য দারুণ সুখবর। আমরা বিগত অনেক দিন ধরেই শুনে আসছি বেশি রোদ্দুর বা জলের জন্য অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে এবং এর ফলে কৃষকদের অনেক টাকার লোকসান হচ্ছে। সেই জন্য কেন্দ্র তথা রাজ্য সরকারের তরফে সরকারি প্রকল্প নিয়ে আসার মাধ্যমে কিছুটা সাহায্য করার চেষ্টা করা হচ্ছে।

PM Kisan Samman Nidhi Yojana 2024

সরকার দেশের জনসাধারণের জন্য নানা রকম প্রকল্পের সূচনা করেছেন, যার মধ্যে প্রধান হলো কৃষকদের জন্য তৈরি হওয়া পিএম কিষান সম্মান নিধি যোজনা। দেশের বেশিরভাগ শতাংশ মানুষ কৃষিজীবীর সাথে যুক্ত হলেও এখনও পর্যন্ত কৃষকদের জীবনযাত্রার মান তেমনভাবে উন্নত হয়নি। এই জন্য কৃষক বন্ধুদের কৃষিকাজে আর্থিক সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার অনুদান প্রদান করে থাকে পিএম কিষান যোজনার মাধ্যমে।

পিএম কিষান যোজনা কৃষক বন্ধু প্রকল্প

এতদিন পর্যন্ত দেশের কৃষকদের জন্য এই প্রকল্প বাবদ মোট ৬০০০ টাকা অনুদান দেওয়া হতো। তিনটে কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা দেওয়া হয়। দেশের প্রায় ১৪ কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হন।একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষকদের অনুদানের পরিমাণ বাড়ানো হবে। কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের বাজেট পেশ করার সময়তেই অনুদানের পরিমাণ বৃদ্ধি করার কথা ভাবছে।

পিএম কিষান 19 তম কিস্তি 2024

একটি বৈঠকে কৃষক প্রতিনিধিদের সাথে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দুই ঘণ্টা ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেই আলোচনায় কৃষকদের সুবিধা অসুবিধা ও সমস্যা গুলো নিয়ে সমাধানের উপায় বের করার চেষ্টা করা হয়েছে। এই আলোচনায় আর্থিক সাহায্য, বাজার সংস্কার এবং কৌশলগত বিনিয়োগের, প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষিকাজে মোকাবিলা করার উপায় ও আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

আগামী বাজেটেই কৃষকদের অনুদানের পরিমাণ বাড়ানো হবে, যাতে কৃষকদের জীবনযাত্রার মান উন্নত হয়। এই জন্য দেশের লক্ষ লক্ষ কৃষকদের জীবনে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে। কৃষক প্রতিনিধিরা অর্থমন্ত্রীর কাছে কৃষি ঋণের সুদের হার ১ শতাংশ কমানোর দাবি জানায়, বার্ষিক অনুদানের পরিমাণ যেটা ৬০০০ টাকা ছিল, সেটা বাড়িয়ে ১২০০০ টাকা করার দাবি জানানো হয়।

কৃষক সংগঠন গুলি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার (PMFBY Crop Insurance) আওতায় ক্ষুদ্র কৃষকদের জন্য শূন্য প্রিমিয়াম ফসল বীমার দাবি জানানো হয়েছে। GST পরিমাণ কমানোর দাবি ওঠে, ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি জানানো হয়। অর্থমন্ত্রী কৃষকদের প্রতিনিধিদের থেকে এই সমস্ত যাবতীয় দাবি দাওয়া শুনে পরবর্তী বাজেট ঘোষণা করার সময় এই সমস্ত দাবি দাওয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

কৃষকদের প্রধানমন্ত্রীর পিএম কিষান যোজনায় বার্ষিক অনুদানের পরিমাণ ৬০০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী বাজেট পেশের সময়। এর ফলে একদিকে যেমন কৃষকদের কৃষিকাজের প্রতি আরও আগ্রহ বাড়বে, সেই সাথে কৃষকদের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে। আর্থিক স্থিতিশীলতা আসবে, সেই সাথে দেশের অর্থনীতিতে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে।

New Farmer Registration Form

  • এই প্রকল্পে আবেদনের জন্য কৃষকদের নিজের নামে একটি জমি থাকতে হবে।
  • একটি পরিবার থেকে কেবল মাত্র একজন ব্যক্তি এই প্রকল্পে আবেদন করতে পারবে।
  • করদাতা কৃষকরা এই প্রকল্পের জন্য যোগ্য হবেনা।
APAAR ID (আপার কার্ড)

পিএম কিষান অনলাইন আবেদন পদ্ধতি

১) সর্বপ্রথম PM কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এই প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর।
৩) আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

পশ্চিমবঙ্গে শুরু চাকরির মেলা। নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে কাজের সুযোগ

যে হারে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তার ফলে কৃষকদের কৃষিকাজের জন্য ব্যবহৃত জিনিসের দামও বৃদ্ধি পাচ্ছে। কৃষকদের আর্থিক অনুদানের পরিমাণ 12 হাজার টাকা হলে কৃষকদের আর্থিক উন্নতি ঘটবে, সেই সাথে কৃষকদের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে। কিন্তু এই জন্য সকলকেই আগামী বছরের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Written by Shampa debnath

Related Articles