Free Gas Cylinder – ভোটের মুখে মা বোনদের বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দিচ্ছে। উজ্জ্বলা যোজনার গ্যাস কিভাবে পাবেন?
দেশের সকল মা বোনেদের জন্য দারুণ খবর। বিনামূল্যে রান্নার গ্যাস (Free Gas Cylinder) দেওয়া হবে ভোটের আগে! কেন্দ্র সরকারের চালু করা দারুন একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana). এই যোজনার মাধ্যমে দেশে গরিব মধ্যবিত্ত মহিলাদের বিনামূল্যে গ্যাসের কানেকশন দেওয়া হয় অর্থাৎ বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ও ওভেন দেওয়া হয়।
Apply PMUY Scheme To Get Free Gas Cylinder.
তবে এই উজ্জ্বলা যোজনার আওতায় এই বিনামূল্যে গ্যাস (Free Gas Cylinder) কানেকশন পাওয়ার জন্য একটি নথি থাকা খুব দরকার। যা না থাকলে এই উজ্জ্বলা যোজনার সুবিধা পাবেন না। কোন কার্ড এর কথা বলা হচ্ছে চলুন দেখে নিন। কেন্দ্র সরকার (Central Government) সাধারন মানুষদের সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করে তার মধ্যে উজ্জ্বলা যোজনা একটি।
2016 সালে কেন্দ্র সরকার দরিদ্রসীমার নিচে থাকা মহিলাদের রান্নার সমস্যা দূর করতে উজ্জ্বলা প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। দারিদ্রসীমার নিচে থাকা মহিলারা এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার (Free Gas Cylinder) পেয়ে যান আর এখন এই সুবিধা মহিলারা পাচ্ছেন। তবে এই প্রকল্পে আবেদন করার জন্যে একটি কার্ড অবশ্যই লাগবে তা হল BPL Ration Card.
শুধুমাত্র BPL কার্ডধারী মহিলারাই এই সুবিধা নিতে পারবে। এই কার্ডধারী মহিলারা উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana Free Gas Cylinder) সুবিধা হিসেবে 3টি গ্যাস সিলিন্ডার ফ্রিতে পাবেন। আর তাহলে দেরি না করে কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন সেই সম্পর্কে জেনে নিয়ে তবেই আবেদন করুন। আর এই Free Gas Cylinder পেয়ে যান তৎক্ষণাৎ।
Apply Documents To Get Free Gas Cylinder
এই উজ্জ্বলা যোজনায় নাম নথি ভুক্ত করার জন্যে যে সব নথি পত্র লাগবে তাহল জাতি শংসাপত্র, BPL রেশন কার্ড, আধার কার্ড, আয়ের শংসাপত্র, নিজের বৈধ্য ফোন নম্বর, বসবাসের শংসাপত্র, পাসপোর্ট সাইজ ছবি, BPL তালিকায় নামের প্রিন্ট। এই সব নথি আপলোড করতে হবে। এরপরে যে কোনো সংস্থায় ফর্ম জমা দিয়ে স্কীমের সুবিধা নেওয়া যেতে পারে। এছাড়াও গ্যাস এজেন্সিতে গিয়েও এই ফর্ম পূরণ করতে পারবেন।
Online Apply Process To Get Free Gas Cylinder
১) উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট www.pmuy.gov.in যেতে হবে।
২) এরপরে আপনাকে হোমপেজ মেনুতে যেতে হবে।
৩) এরপরে উজ্জ্বলা যোজনা 2.0 বিকল্পে ক্লিক করুন।
৪) এবার আপনাকে গ্যাস বিতরন সংস্থা অর্থাৎ কোন কোম্পানির গ্যাস নেবেন তা বেছে নিতে হবে।
৫) তারপরে একটি বৈধ্য মোবাইল নম্বর এবং যে সব তথ্য চাইবে তা দিয়ে পূরণ করতে।
৬) সেই সব তথ্য দেওয়ার পরে আপনি রেফারেন্স নম্বর পাবেন।
৭) আর তারপরে গ্যাস এর সংযোগের জন্য একটি কল যাবে।
৮) সেই কলে আপনার দেওয়া তথ্য যাচাই করা হবে।
রান্নার গ্যাস পাবেন মাত্র 529 টাকায়। গরীব মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর।
এই যোজনায় নাম নথিভুক্ত করার জন্যে আবেদনকারী মহিলাদের নামে আগে থেকে কোনো গ্যাসের সংযোগ (Free Gas Cylinder) থাকলে চলবে না। মহিলাদের বয়স হতে হবে 18 এর উপরে। এই প্রকল্পে সব শ্রেনীর মহিলারাই আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে যে তিনটি গ্যাস কোম্পানি এই ধরনের গ্যাস সরবরাহ করে তা হল। Bharat Gas, HP, Indane.
Written by Ananya Chakraborty.
মাসের শুরুতেই 32 টাকা কমে গেল রান্নার গ্যাসের দাম। পশ্চিমবঙ্গে নতুন দাম কত?