ট্রেন্ডিং

মোবাইল রিচার্জের মতো ইলেকট্রিক মিটারেও করতে হবে রিচার্জ, নতুন মিটার বসাতে চলেছে সরকার

বিদ্যুৎ বিল নিয়ে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের গ্রাহকদের তরফে বিদ্যুৎ দপ্তরকে বারংবার বিভিন্ন ধরনের অভিযোগ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন রাজ্যের নানাবিধ অঞ্চলের নাগরিকদের তরফে ইতিপূর্বে বারবার বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়েছে যে, অনেকাংশেই তারা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন তার তুলনায় যথেষ্ট বেশি টাকা তাদের প্রদান করতে হয়। পরবর্তীতে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা গেছে যে, অধিকাংশ ক্ষেত্রেই বিদ্যুৎ দপ্তরের নানা ধরনের ভুলের জন্য গ্রাহকদের অতিরিক্ত টাকা প্রদান করতে হয়। যদিও পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের তরফে বারংবার সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু এসমস্ত ভুলের কারণে ভারতের সাধারণ জনগণ বিদ্যুৎ দপ্তরের উপর খানিকটা হলেও অসন্তুষ্ট।

আর তাই সমগ্র ভারতের সাধারণ নাগরিকদের এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারে নতুন করে এক উদ্যোগ নেওয়া হয়েছে, যার জেরে আখেরে লাভবান হতে চলেছেন ভারতের জনসাধারণ, এমনটাই জানা গিয়েছে কিছু বিশেষ সূত্র মারফত। আগামী দিনে খুব শীঘ্রই সমগ্র ভারতের নাগরিকদের বাড়িতে প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। বিদ্যুৎ দপ্তরের নানাধরনের ভুলের জন্য যাতে সাধারণ নাগরিকদের মাশুল গুনতে না হয় তা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভিন্ন সূত্রের দাবি অনুসারে, এই প্রিপেইড রিচার্জ একেবারেই ফোনের প্রিপেইড রিচার্জের মতো। মোবাইল রিচার্জের ক্ষেত্রে যেমনভাবে রিচার্জ করলে তবেই পরিষেবা পাওয়া যায় প্রিপেইড মিটারের ক্ষেত্রেও একইভাবে রিচার্জ করলে তবেই বিদ্যুৎ পাবেন নাগরিকরা। তবে এক্ষেত্রে রিচার্জের জন্য বিভিন্ন রকমের রিচার্জ প্যাক থাকবে আপনি আপনার পছন্দসই রিচার্জ প্যাক বেছে নিয়ে একবার রিচার্জ করলেই লম্বা সময়ের জন্য নিশ্চিন্ত থাকতে পারবেন। এমনকী আপনাকে লম্বা লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল জমা দেওয়ার ভোগান্তীও পোহাতে হবে না।

বন্ধ হতে চলেছে ডুয়াল সিম। এখন থেকে একটি মোবাইলে একটি সিমই চলবে

প্রিপেইড মিটারের ব্যালেন্স জিরো হয়ে গেলেই আপনার বৈদ্যুতিক পরিষেবা বন্ধ হয়ে যাবে অর্থাৎ ধারাবাহিকভাবে বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য প্রিপেইড মিটারের রিচার্জ শেষ হওয়ার আগেই আপনাকে রিচার্জ করতে হবে।

তবে এক্ষেত্রে শুধুমাত্র সাধারণ নাগরিকদের লাভ নেই লাভ রয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্তাদের। একবার প্রিপেইড মিটার বসানো হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ দপ্তরের কর্তাদের আর দূরদূরান্তে গ্রামাঞ্চলে যেতে হবে না। নাগরিকরা রিচার্জ না করলে একাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পরবর্তীতে নাগরিকরা যখন পুনরায় রিচার্জ করবেন তখনই তাদের বিদ্যুৎ পরিষেবা আবারও কার্যকরী হয়ে যাবে। খুব শীঘ্রই সমগ্র ভারতের সমস্ত রাজ্যগুলিতে এই প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তাই খুব শীঘ্রই আপনার বাড়িতেও প্রিপেইড মিটার বসতে চলেছে। সুতরাং, আপনাকেও উপরোক্ত প্রিপেইড মিটার সংক্রান্ত বিষয়গুলি বিশেষভাবে মাথায় রাখতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *