শেষ মুহূর্তে টেট পরীক্ষার প্রস্তুতির জন্য কোন কোন বই পড়তে হবে জেনে নিন।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী, আগামী ১১ই ডিসেম্বর আয়োজিত হতে চলেছে টেট পরীক্ষা। আর টেট পরীক্ষার ক্ষেত্রে সঠিকভাবে প্রস্তুতি নেওয়া খুব ভীষণভাবে প্রয়োজন। প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে আপনাকে কোন কোন বিষয়ের কি কি বই পড়তে হবে এবং কোন বইগুলোর মাধ্যমে আপনি খুব অল্প সময়ের মধ্যেই টেট পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি নিতে পারবেন। আর বর্তমানে টেট পরীক্ষার ঠিক আগে পরীক্ষার জন্য কোন বিষয়ের কোন বই পড়তে হবে এসংক্রান্ত প্রশ্নটি সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে টেট সংক্রান্ত বইগুলির বিষয়ে জানার আগে আপনাকে অবশ্যই টেট পরীক্ষার সিলেবাস এবং সিলেবাসে কোন কোন বিষয় রয়েছে তার বিষয়ে জানতে হবে। ইতিপূর্বেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এক নির্দেশিকায় চাকরিপ্রার্থীদের জানানো হয়েছে যে, বর্তমানে টেটর সিলেবাসে বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ বিদ্যা এবং শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন- এই পাঁচটি বিষয়ে প্রশ্ন থাকতে চলেছে। প্রতিটি বিষয়ে ৩০ নম্বরের প্রশ্ন থাকবে অর্থাৎ ১৫০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে চাকরিপ্রার্থীদের। যদি চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য পর্ষদের তরফে ইতিপূর্বেই মডেল প্রশ্নপত্র প্রকাশ্যে আনা হয়েছে, তবুও আপনারা বিগত বছরের প্রশ্নপত্রগুলি দেখতে পারেন।
LIC এর জীবন অক্ষয় পলিসিতে মাত্র একবার বিনিয়োগ করলেই প্রতি মাসে পাওয়া যাবে ৩৬ হাজার টাকা
প্রকাশিত মডেল প্রশ্নপত্র অনুসারে বাংলার জন্য আপনাকে ব্যাকরণ এবং পেডাগগি পড়তে হবে। ব্যাকরণের ক্ষেত্রে আপনাকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর সিলেবাসে যেসকল ভাষাপাঠ বইগুলি রয়েছে সেগুলি ভালোভাবে পড়তে হবে। এছাড়াও অন্য দুটি বই পড়লে আপনি টেট পরীক্ষার ব্যাকরণের ক্ষেত্রে কোনোরূপ সমস্যার সম্মুখীন হতে হবে না, সেগুলি হলো শ্রীবামনদেব চক্রবর্তীর উচ্চতর বাংলা ব্যাকরণ এবং কালিপদ চৌধুরীর বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ (নবম এবং দশম শ্রেণীর জন্য)। অন্যদিকে রিতা পাবলিকেশনের তরফে প্রকাশিত ড: সুবিমল মিশ্রের বাংলা শিক্ষণ পদ্ধতি বইটি পড়লেই আপনি পেতের বাংলার ক্ষেত পেডাগগির সিলেবাস কমপ্লিট করতে পারবেন।
এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে – Link
বাংলার মতো একইভাবে ইংরেজির ক্ষেত্র আপনাকে ব্যাকরণ এবং পেডাগগির পড়তে হবে। ইংরেজি গ্রামারের জন্য আপনাকে নিমোক্ত বইগুলির মধ্যে যেকোনো একটি পড়তে হবে: DP Bhattacharya এর লেখা A Treasure Trove for English Learners, PK De Sarkar এর লেখা A Text Book of Higher English Grammar and Composition এবং Arihant Publication এর তরফে প্রকাশিত SP Bakshi এর লেখা Objective General English। অন্যদিকে, ইংরেজির পেডাগগির ক্ষেত্রে আপনাকে যে বইটি পড়তে হবে তা হলো, রীতা পাবলিকেশনের তরফে প্রকাশিত Dr. Malayendu Dinda এর লেখা Teaching of English।
গণিতের ক্ষেত্রে পেডাগগি ছাড়া অন্যান্য অংশের অংক করার ক্ষেত্রে আপনাকে যে দুটি বই কিনতে হবে তা হলো ছায়া প্রকাশনীর তরফে প্রকাশিত সুবীর দাসের লেখা competitive mathematics এবং ড: আর. এস আগরওয়ালের লেখা কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড। এর পাশাপাশি পেডাগগি অংশের জন্য আপনাকে পড়তে হবে আর. ভট্টাচার্যের লেখা গণিত শিক্ষা।
পরিবেশ বিদ্যার জন্য আপনাকে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পরিবেশ বিদ্যার বইগুলি এবং ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণীর ভূগোল বইগুলি ভীষণ ভালোভাবে পড়তে হবে তাহলে আপনি পরিবেশ বিদ্যার যেকোনো প্রশ্নের উত্তর লিখতে পারবেন। এছাড়াও আপনি টিডি পাবলিকেশনের ড: অনিশ চট্টোপাধ্যায়ের পরিবেশ বইটি এবং রীতা পাবলিকেশনের প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা বইটি পড়তে পারেন। অন্যদিকে, পেডাগগি অংশের জন্য আপনাকে পড়তে হবে অধ্যাপক এস.কে দত্তের পরিবেশ শিক্ষা বইটি।
শিশু মনস্তত্ত্ব এবং উন্নয়ন প্রাথমিক টেটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই বিষয়টিতে ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই পড়তে হবে। টেট পরীক্ষার জন্য আপনাকে পড়তে হবে রিতা পাবলিকেশনের ড: দেবাশীষ পালের শিশু শিক্ষা এবং শিশু শিক্ষা ও শিশু মনোবিদ্যা (খন্ড ১ এবং খন্ড ২) বই দুটি। এর পাশাপাশি বি. এড-এর সিলেবাসে থাকা শিশু বিকাশ বইটি পড়লেও এবিষয়টি সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করা যাবে।