ছুটি

Bank Holidays – নভেম্বরে টানা ব্যাংক বন্ধ থাকবে রাজ্যে, RBI এর প্রকাশিত তালিকা দেখুন।

দেশে ও রাজ্যে নভেম্বর মাসে ব্যাঙ্ক বন্ধ (Bank Holidays) থাকবে। 15 দিন বন্ধ থাকবে রাজ্য কতো দিন থাকবে? বর্তমান সময় তে লেনদেন এর একমাত্র মাধ্যম হলো ব্যাঙ্ক। আর এখন যেহেতু ডিজিটাল ইন্ডিয়ার সময় তাই বেশিরভাগ সবাই ডিজিটালি লেনদেনই বেশি করে। তবে ডিজিটালি লেনদেন করলেও বড়ো লেনদেন এর ক্ষেত্রে ব্যাঙ্কে যেতেই হয়। এছাড়াও আর অনেক কিছুর ক্ষেত্রে যেতে হয়। আর সেই কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তরফ থেকে কোন মাসে কত দিন ব্যাংক বন্ধ থাকবে সেই তালিকা প্রকাশ করা হয়ে থাকে।

Bank Holidays List For November 2023.

এর আগে অক্টোবর মাসে উৎসবের জন্যে গত দেশের ব্যাঙ্ক কর্মীরা অনেক দিন ছুটি পেয়েছিল। আর এবারও নভেম্বর মাসেও অনেক ছুটি (Bank Holidays) পাবেন দেশের ও রাজ্যের ব্যাঙ্ক কর্মীরা। তবে রাজ্যের ভিত্তিতে ছুটির তালিকা আলাদা আলাদা। এই সকল ছুটির তালিকায় রয়েছে রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার। আগামী নভেম্বর মাসে কোন কোন দিন কোন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

1 লা সেপ্টেম্বর 2023 – কন্নড় রাজ্য উৎসব এর জন্য বেঙ্গালুরু, সিমলা এবং ইম্ফলে বন্ধ (Bank Holidays) থাকবে ব্যাংক।
5 ই নভেম্বর 2023 – রবিবার হওয়ার কারণে গোটা দেশে বন্ধ থাকবে প্রতিটি ব্যাংকের শাখা।
10 ই নভেম্বর 2023 – ওয়ানগালা উৎসব উপলক্ষে শিলংয়ে বন্ধ থাকবে ব্যাংকের শাখা।
11 ই নভেম্বর 2023 – মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে গোটা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।

12 ই নভেম্বর 2023 – রবিবার হওয়ার কারণে গোটা দেশে বন্ধ থাকবে প্রতিটি ব্যাংকের শাখা।
13 ই নভেম্বর 2023 – গোবর্ধন পুজো, লক্ষ্মীপুজো, দীপাবলি এর জন্য আগরতলা, গ্যাংটক, দেরাদুন, ইম্ফল, কানপুর, লখনৌ এবং জয়পুরে বন্ধ থাকবে ব্যাংক।
14 ই নভেম্বর 2023 – দীপাবলির জন্য ব্যাংক বন্ধ (Bank Holidays) থাকবে আমেদাবাদ, বেলাপুর, গ্যাংটক, মুম্বাই, নাগপুর এবং বেঙ্গালুরুতে।

15 ই নভেম্বর 2023 – বুধবার ভাইফোঁটা এবং নিঙ্গল উৎসব গ্যাংটক, ইম্ফল, কানপুর, পশ্চিমবঙ্গ, লখনৌ এবং সিমলায় বন্ধ (Bank Holidays) থাকবে ব্যাংক।
19 শে নভেম্বর 2023 – রবিবার হওয়ার কারণে গোটা দেশে বন্ধ থাকবে প্রতিটি ব্যাংকের শাখা।
20 শে নভেম্বর 2023 – ছট পূজো ব্যাংক বন্ধ (Bank Holidays) থাকবে পাটনা এবং রাঁচিতে।
23 শে নভেম্বর 2023 – সেং কুটস্নেম এবং এগাস বাগওয়াল দেরাদুন এবং শিলংয়ে বন্ধ থাকবে ব্যাংক।

সরকারি কর্মী (WB Government Employees)

25 শে নভেম্বর 2023 – মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে গোটা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।
26 শে নভেম্বর 2023 – রবিবার হওয়ার কারণে গোটা দেশে বন্ধ (Bank Holidays) থাকবে প্রতিটি ব্যাংকের শাখা।
27 শে নভেম্বর 2023 – কার্তিক পুজো এবং গুরু নানক জয়ন্তী উপলক্ষে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডীগড়, দেরাদুন,জয়পুর, জম্মু, কানপুর, কোহিমা, পশ্চিমবঙ্গ, লখনউ, মুম্বই, নাগপুর, নতুন দিল্লি , রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাংক।

Cash Withdrawal – ব্যাংক থেকে নগদ টাকা তোলার ঊর্ধ্বসীমা কমিয়ে দিলো RBI. কত টাকা তুলতে পারবেন এখন?

30 শে নভেম্বর 2023 – কনকদাস জয়ন্তীর জন্য ব্যাঙ্গালুরুতে ব্যাংক বন্ধ (Bank Holidays) থাকবে।
তাহলে বোঝাই যাচ্চে এইবার ও নভেম্বর মাসে ব্যাঙ্ক অনেক কয় দিন বন্ধ থাকবে । তাই যাদের যাদের গুরুত্বপূর্ণ কাজ আছে তারা ব্যাঙ্ক খোলা থাকাকালীন সেরে ফেলুন। এই হিসাবে পশ্চিমবঙ্গে প্রায় ৫ থেকে ৬ দিন রবিবার বাদে ব্যাংক বন্ধ থাকতে চলেছে।
Written By Ananya Chakraborty.

Primary TET Exam – বদলে গেল টেট পরীক্ষার নিয়ম। শিক্ষক হতে চাইলে অবশ্যই দেখুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *