Indian Currency – খুচরো সমস্যা মেটাতে, এবং 100 ও 200 টাকার নোট নিয়ে বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাংকের, না জানলে বিপদে পড়বেন।
বাজারে গিয়ে জিনিস কেনার পর পকেট থেকে নোট বের করে বিক্রেতার হাতে ধরাতেই জবাব এলো, খুচরো দিন। কিন্তু খুচরো কোথায় পাওয়া যাবে? (Indian Currency) দেশের অর্থনৈতিক ব্যবস্থায় এই মুহূর্তে খুচরো পাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা। বাজারে, দোকানঘাটে, দৈনন্দিন প্রয়োজনে সমস্ত জায়গায় তো আর ডিজিটাল পেমেন্ট (Digital Payment) হয় না। বহু জায়গা রয়েছে এখনো খুচরো নগদেই পেমেন্ট করতে হয়। ফলে যথেষ্ট সমস্যায় সাধারণ মানুষ। কারণ ব্যাংকে গেলেও সেই বড় নোট পাওয়া যাচ্ছে। আবার ATM থেকে প্রয়োজনের সময় যখন টাকা তুলতে যাচ্ছেন, সেখানেও বড় নোট।
Indian Currency নিয়ে কি জানালো RBI?
৫০০ টাকার নোটই অধিকাংশ সময়ে বেরিয়ে আসে ATM থেকে। ১০০, ২০০ টাকার নোট তো কখনো কখনো দেখা যায়। আর ৫, ১০,২০, ৫০ টাকার নোটের কথা তো ছেড়েই দিন। কোনো ATM থেকেই আর এই ধরনের ছোট নোট বের হয় না। তার ফলে এই সমস্যায় জেরবার একেবারে সাধারণ মানুষ। খুচরো সমস্যাকে কেন্দ্র করে বিক্রেতার সঙ্গে ক্রেতার তর্কবিতর্ক লেগেই রয়েছে।
তাই এবার এই খুচরো (Indian Currency) সমস্যা নিয়ে RBI- এর তরফে বড়সড় পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। RBI- এর তরফে UPI ভিত্তিক ATM স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। এর ফলে সাধারণ মানুষ একদিকে যেমন কম অংকের টাকা তুলতে পারবেন, তেমনি লেনদেন ব্যবস্থাও অনেক সহজ হয়ে যাবে। তাই রিজার্ভ ব্যাংক এই বিষয়ে শীঘ্রই নির্দেশিকা জারি করতে পারে।
1 টির বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই বিপদ, নির্দেশিকা জারি করল RBI, বিশদে জানুন।
খুচরো সমস্যা নিয়ে আর বি আই এর তরফে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। সেখানে বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তবে RBI- এর কর্মকর্তারা UPI ATM শুরুর ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছেন। সেই বিষয়ে কিছু নির্দেশ জারি হতে পারে সরকারের তরফে। বাজার থেকে ৫, ১০ এবং ৫০ টাকার মতো ছোট নোটের বিপুল চাহিদা রয়েছে। এই মুহূর্তে কিন্তু Indian Currency তে এত ছোট নোট বা কয়েন পাওয়াও যথেষ্ট সমস্যাজনক।
ছোট নোটের অভাবের কারনে সাধারণ মানুষকেও যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। বড় নোট খুচরো করা যাচ্ছে না। কোথা থেকেই বা খুচরো পাওয়া যাবে? কারণ ছোট নোট তো ATM, Bank কোনো জায়গা থেকেই আর বের হচ্ছে না। ইউপিআই আসার ফলে খুচরো সমস্যা কিছুটা লাঘব হলেও সেইভাবে কোনো সমাধান হয়নি। কারণ খুচরো প্রতিনিয়ত দৈনন্দিন কেনাকাটা করতে গেলেই লাগে।
2 টাকার পুরনো নোট থাকলেই পাবেন লাখ টাকা, নিরাপদে কোথায় বিক্রয় করবেন, জেনে নিন।
তাই RBI ATM- এর মাধ্যমে ছোট নোট বাড়ানোর কথা চিন্তাভাবনা করছে। বিশেষ করে ১০০ এবং ২০০ টাকার নোট(Indian Currency). ফলে এবার আর বি আই নতুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে বলেই জানা যাচ্ছে। তবে মনে করা হচ্ছে বাজারে ১০০, ২০০ উভয় নোটের গুরুত্ব যথেষ্ট। এমন পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ নোট ২ টি বেশি পরিমানে দিলে সাধারন মানুষের সুবিধাই হবে। আপনাদের কি মত?
বাজার এ খুচরো নোট এর অভাব এর জন্যে আমরা সাধারণ মানুষ খুব সমস্যাতে পড়েছি. আমরা কোনো upi atm চাইছি না. সবার পক্ষে এইসব atm ব্যবহার করা সম্ভব না. আমরা চাই RBI 10, 20,50,100,200 টাকা র নোট ছাপাক এবং বাজার এ ব্যাংক এ সেই নোট দিক.