অর্থনীতি

Minimum Balance – ব্যাংক একাউন্টে কমপক্ষে কত টাকা রাখতে হবে। সেভিংস একাউন্টের মিনিমাম ব্যালান্স নিয়ে RBI এর বিরাট সুখবর।

Minimum Balance বা মিনিমাম ব্যালেন্স নিয়ে নয়া বছরে রিজার্ভ ব্যাংকের (RBI) নয়া নিয়ম। সব ব্যাংক গ্রাহকরা এই খবরে খুশি হবেন। আমাদের বর্তমানে সকল প্রকারের আর্থিক লেনদেন ব্যাংক ছাড়া করা সম্ভব হয়না। কিন্তু সকল গ্রাহকদের প্রত্যেক বছরে একটি পরিমাণে টাকা নিজেদের ব্যাংক একাউন্টে রাখার প্রয়োজন পরে। কিন্তু এখন থেকে আর দিতে হবে না নূন্যতম ব্যালেন্স (Minimum Balance) না থাকার কারনে এক্সট্রা চার্জ। কাদের ক্ষেত্রে এই নিয়ম জেনে নিন বিস্তারিত

Minimum Balance Latest Update By RBI.

বিভিন্ন কাজের সূত্রে ব্যবসার সূত্রে অনেক মানুষ একাধিক Bank Account করে রাখে। এখন এমন হয় সেই সব Account গুলোর মধ্যে কিছু Account হয়তো আর ব্যবহার করা হয় না শুধুমাত্র খাতায় কলমে Account আছে। সেরকম Account এ Minimum Balance না থাকলেও কোনো জরিমানা ধার্য করতে পারবেনা কোনো ব্যাংক কতৃপক্ষ। এমন নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India).

এই নতুন নিয়ম এখনো চালু করা হয়নি 1লা এপ্রিল থেকে চালু হবে এই নিয়ম। 2024-25 অর্থবর্ষের থেকেই চালু হবে এই নিয়ম। RBI এর তরফ থেকে জানান হয়েছে যদি কোনো ব্যাংক এর Account এ বিগত দুই বছর যাবত কোনো লেনদেন না হয়ে থাকে তাহলে সেই Account নিষ্ক্রিয় বলে ধরা হবে। সেক্ষেত্রে নূন্যতম ব্যালেন্স (Minimum Balance) এর যে নিয়ম আছে, তা কার্যকর হবে না।

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তরফে দাবি করা হয়েছে, ব্যাঙ্কিং প্রক্রিয়ায় থাকা ‘আনক্লেমড’ ডিপোজিটের (Unclaimed Deposit) পরিমাণ কমিয়ে ফেলতে RBI এর তরফে যে পদক্ষেপ করা হচ্ছে, তারই অংশ হিসেবে নয়া সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যে পদক্ষেপের মাধ্যমে প্রকৃত মালিকের হাতে ওই সব ডিপোজিট ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে RBI তরফে জানানো হয়েছে (Minimum Balance).

PNB (পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক)

তবে এমন কিছু Account আছে যে গুলো ব্যাংক কতৃপক্ষ নিষ্ক্রিয় করতে পারবে না। কোন কোন Account নিষ্ক্রিয় করতে পারবেনা সে বিষয়ে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যে সব Account Schoolership এর টাকা পাওয়ার জন্য বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের (Direct Benefit Transfer) টাকা পাওয়ার জন্য তৈরি করা হয়েছে সে সব Account নিষ্ক্রিয় করতে পারবেনা ব্যাংক (Minimum Balance).

সারা দেশের সমস্ত কন্যা সন্তানদের বেশি বেশি টাকা দিচ্ছে। ভোটের আগে মোদি ম্যাজিক।

রিজার্ভ ব্যাংক জানিয়েছে কোন ব্যক্তির ব্যাংক Account নিষ্ক্রিয় করা হলে সেই ব্যক্তিকে ফোনে SMS অথবা চিঠি ও ইমেল এর মাধ্যমে জানাতে হবে যে তার Account নিষ্ক্রিয় হয়ে গেছে। যদি সেই Account হোল্ডার এর প্রতিক্রিয়া পাওয়া না যায় তাহলে তার নমিনির (Minimum Balance) সাথে যোগাযোগ করতে হবে। অথবা যে ব্যক্তি ঐ গ্রাহকের সঙ্গে যোগাযোগ করিয়েছিলেন তার সাথে ব্যাংক কতৃপক্ষকে যোগাযোগ করতে হবে। এমনটাই নির্দেশ RBI এর।
Written by Ananya Chakraborty.

ট্যাক্স বাঁচানোর বিরাট সুযোগ এই 3 টি কাজের মাধ্যমে! ক্লেম না করলেই লোকসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *