Chit Fund: রোজভ্যালি চিটফান্ডের টাকা দেওয়া শুরু! আমানতকারীদের কি করতে হবে?
রোজভ্যালি কাণ্ডের (Rose Valley Chit Fund Fraud) কথা আমরা সবাই জানি। এই রোজভ্যালিতে বহু মানুষের অ্যাকাউন্ট ছিল। রোজভ্যালির নাম চিটফান্ড কাণ্ডে আসার ফলে বহু মানুষ তাদের কষ্ট করে জমানো অর্থ হারিয়েছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে প্রায় 60 লক্ষ মানুষ এই রোজভ্যালিতে নিজেদের উপার্জিত অর্থ জমা করেছিলেন।
West Bengal Rose Valley Chit Fund Fraud Case
তাদের আমানতের মোট পরিমান ছিল প্রায় 3 হাজার কোটি টাকা। বহু বছর হয়ে গেল কিন্তু এখনো আমানতকারীরা টাকা ফেরত পায়নি। কিন্তু এবার এই রোজভ্যালির আমানতকারীদের জন্য সুখবর এলো। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হল। জানা গিয়েছে, প্রথম দফায় অ্যাসেট ডিসপোজাল কমিটিকে 19 কোটি 40 লক্ষ টাকা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা Enforcement Directorate বা ED. সেই টাকাই আমানতকারিদের ফিরিয়ে দেবে অ্যাসেট ডিসপোজাল কমিটি।
পশ্চিমবঙ্গে রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি!
এর আগে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) রোজভ্যালি কাণ্ডে (Chit Fund) আমানতকারীদের টাকা ফেরানোর কথা বলেছিলেন সম্প্রতি টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করার জন্যে নির্দেশ দেয় বিশেষ PMLA আদালত। সেই নির্দেশ মতই কাজ হচ্ছে। ED সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার উচ্চপদস্থ আধিকারিক, স্পেশাল ডিরেক্টর সুভাষ আগারওয়াল, জয়েন্ট ডিরেক্টর সদেশ শেওয়ান।
রোজভ্যালি গ্রাহকদের টাকা ফেরত
ডেপুটি ডিরেক্টর অজয় লুহাচ অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসের বৈঠকে যোগ দেয়। সেখানে আমানতকারীদের টাকা ফেরানোর বিষয় নিয়ে আলচনা করা হয়। PMLA আদালতের নির্দেশ চিল, রোজভ্যালির 11.99 কোটি টাকা দামের 14 টি ফিক্সড ডিপোজিট অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে দিতে হবে (Chit Fund).
এই কাজ শেষ করার জন্যে প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠের সহযোগে অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করা হয়। আদালতের নির্দেশ ছিল, রাজ্যে রোজভ্যালির (Chit Fund) সম্পত্তি নিলাম করে কমিটিকে আলাদা অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমা করতে হবে। তা মেনেই কাজ শুরু হয়েছে। আর দীর্ঘ অনেকদিন পরে সকল গ্রাহকরা নিজেদের টাকা ফেরত পেতে পারবেন।
কিভাবে টাকা ফেরত দেওয়া হবে আমানতকারীদের?
হাইকোর্টের নির্দেশে রোজভ্যালির নামে ওয়েবসাইট (ওয়েবসাইট খুলতে চাইলে ওয়েবসাইট লেখাটায় ক্লিক করুন) খোলে আমানতকারীদের (Chit Fund) টাকা ফেরানোর জন্যে অ্যাসেট ডিসপোজাল কমিটি। এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করে নথিপত্র জমা দিয়ে টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারেন। ওই কমিটি পরে সেই সব নথি যাচাই করে তারপরে আমানতকারীদের টাকা ফেরত দেবে বলে জানান।
Jio Airtel VI-র আনলিমিটেড কলিং ও রিচার্জ প্ল্যান বন্ধ হবে? TRAI-র সিদ্ধান্তে তোলপাড়
রোজভ্যালির (Chit Fund) সম্পত্তি বিক্রি করে যে টাকা পাওয়া গিয়েছে তা ED-র কাছে জমা আছে। এই টাকার পরিমান প্রায় 900 কোটি টাকা। জানা গিয়েছে সেই টাকা থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু বাকি সকল চিটফান্ড কোম্পানি গুলো কবে টাকা ফেরত দেবে সেই নিয়ে এখনো স্পষ্ট করে কিছু জানতে পাওয়া যায়নি।
Written by Ananya Chakraborty.