Traffic Rules: নতুন নিয়ম না জেনে গাড়ি বা বাইক রাস্তায় বের করলেই ফাইন! 1লা সেপ্টেম্বর থেকে কার্যকর
আপনার কি গাড়ি, বাইক আছে? তাহলে আপনারা ড্রাইভিং লাইসেন্স (Driving License) ও ট্রাফিক আইন (Traffic Rules) সম্পর্কে আপনারা অবশ্যই অবগত। এবারে ১লা সেপ্টেম্বর থেকে এই নিয়মে বড় পরিবর্তন হতে চলেছে। এই রাজ্যের গাড়ি ও বাইক আরোহীদের জন্য এবার কড়া আইনি পদক্ষেপের কথা ঘোষণা করল হাইকোর্ট (High Court). নিয়ে আসা হয়েছে ট্রাফিক সংক্রান্ত নয়া নিয়ম। হাইকোর্টের নির্দেশ অমান্য করলে দিতে হতে পারে বিপুল অংকের জরিমানা (Traffic Fine).
New Traffic Rules for Car & Bike Riders.
রাজ্যে ক্রমান্বয়ে বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। এমতাবস্থায়, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বাইক কিংবা স্কুটার আরোহীরা হেলমেট না পড়ে বাইক চালানোর জন্যই পথ দুর্ঘটনা ঘটেছে। তাই এবার কঠোর সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট (Traffic Rules). কোনো ব্যক্তি যদি বাইক বা স্কুটার চালান, তাহলে এই খবরটা অবশ্যই তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন ট্রাফিক আইন কার্যকর হতে চলেছে।
নতুন ট্রাফিক আইন ১লা সেপ্টেম্বর থেকে!
মোটর ভেহিকেল অ্যাক্ট (Motor Vehicle Act) অনুযায়ী, বাইক আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক হলেও দেশের বেশিরভাগ জায়গায় এতদিন যা মানা হতো না। তবে, এবার থেকে মানতেই হবে এই আইন। তবে এটি পশ্চিমবঙ্গের জন্য নয়। অন্ধ্রপ্রদেশের বড় শহর বিশাখাপত্তনমে লাগু হতে চলেছে নতুন নিয়ম (Traffic Rules). হাইকোর্টের নির্দেশের পর, এখন বিশাখাপত্তনমে ১লা সেপ্টেম্বর থেকে পিলিয়ন আরোহীদের হেলমেট পরতে হবে।
নগরীতে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেই জন্য নতুন এই নিয়ম কার্যকর করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে দু’চাকার গাড়ি চালানোর সময় চালক এবং পিছনে বসা ব্যক্তিকে যে কোনও পরিস্থিতিতে হেলমেট পরতে হবে (Traffic Rules). হাইকোর্টের নির্দেশের পর ১ সেপ্টেম্বর থেকে বিশাখাপত্তনমে বাইক ও স্কুটারে যাঁরা পিছনে থাকবেন, তাঁদেরও হেলমেট পরতে হবে।
বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচি এবং জেলা কালেক্টর, জেলা সড়ক নিরাপত্তা কমিটির চেয়ারম্যান হরেন্ধীর প্রসাদ সম্প্রতি একটি সভা করার সময় বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি এই নিয়ম গুলি অনুসরণ না করেন তবে তাকে সমস্যায় পড়তে হতে পারে (Traffic Rules). বিশাখাপত্তনম পুলিশের মতে, কেউ এই নিয়ম না মানলে ১০৩৫ টাকার চালান (Traffic Chalan) জারি করা হবে।
শুধু তাই নয়, নিয়ম ভঙ্গকারীদের লাইসেন্সও তিন মাসের জন্য স্থগিত করা হতে পারে (Traffic Rules). হেলমেটের মান নিয়েও নির্দেশনা দেওয়া হয়। শুধুমাত্র আইএসআই চিহ্নিত হেলমেট পরতে হবে, কেউ খারাপ মানের হেলমেট পরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর থেকে একটা বিষয় স্পষ্ট, হেলমেট পরা উচিত শুধুমাত্র জরিমানা এড়াতে নয়, বাইক কিংবা স্কুটার আরোহী এবং তার পিছনে থাকা ব্যক্তির নিরাপত্তার কথাও মাথায় রেখে হেলমেট পড়া উচিত।
50 হাজার জমিয়ে 6 লাখ রিটার্ন! SBI গ্রাহকদের দারুণ সুবিধা দিলো
কারণ দুর্ঘটনা ঘটলে মাথায় মারাত্মক আঘাত পেতে পারে। অনেক ক্ষেত্রে মানুষ প্রাণও হারিয়েছে। হাইকোর্টের এই নয়া নির্দেশে পথ দুর্ঘটনা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে (Traffic Rules). আর শুধু অন্ধ্রপ্রদেশ নয় দেশের সকল রাজ্যের মানুষদের এই সম্পর্কে জেনে নেওয়া উচিত। এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
Written by Sampriti Bose.